মাহমুদ খাঁন, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ২০ সেপ্টেম্বর বুধবার রাত ৯টার পরে পরীমনি তার ফেসবুক আইডিতে একটি পুরোনো স্ট্যাটাসের স্কিনশর্ট দিয়ে নতুন করে একটি পোস্ট করেছেন।পোস্টে তিনি লিখেন- নিশ্চয় এই স্ট্যাটাসের (পুরোনো পোস্টের স্কিনশর্ট) কথা মনে আছে অনেকের! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিল। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না, এমনকি সুইসাইডের মতো হুমকতেও ব্লাকমেলের শিকার হতে হয়েছে আমাকে!একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানিনা। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেতো কারণ আইনগতভাবে তার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।তিনি আরও লিখেছেন, আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা। আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করবো। এতো দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ান শিপ এখন তার মার। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।
Category: Uncategorized
নোয়াখালীর চৌমুহনী শহরে রোগী শিক্ষার্থী মানুষের রাস্তা বন্ধ করে তার উপর চলছে ফলমন্ডির ব্যবসা
বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর চৌমুহনী বাজার ফলমন্ডিতে চলাচলের রাস্তা উপর চলছে জমজমাট ফল ব্যবসা, স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীসহ ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা মানছেনা কোন আইনকানুন নিয়মনীতি।সরকারি রাস্তার উপরের পাইকারি আড়তদারি করে রাস্তায় যানজট সৃষ্টি করে জনগণের ভোগান্তি চরম উঠেছে। কেউ বাধা দিলে মানছে না কোন বাধা, উল্টো হতে হয় লাঞ্ছিত।সরজমিনে দেখা যায় চৌমুহনী রেলগেইট থেকে উত্তর পূর্ব টক্কার পোল দিয়ে গনিপুর, নরোত্তমপুর, সহ চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের শিক্ষার্থী, গনিপুর বালিকা স্কুলের শিক্ষার্থী সহ রাবেয়া হসপিটাল, নাবিলা হসপিটাল, শিশু হসপিটালের রোগীদের যাওয়ার বিকল্প পথ এটি হওয়ায় এবং সকাল বেলাই আড়তে বিভিন্ন ফলের গাড়ি গুলো আসার কারনে, একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস থাকায় এই জায়গা সৃষ্টি হয় যানজট।যার ফলে ভোগান্তির শেষ থাকেনা শিক্ষার্থী ও সাধারণ মানুষের।কিছু ব্যবসায়ী তাদের মাল মোকামে না নিয়ে রাস্তার উপরেই পাইকারি বিক্রি করতে দেখা যায়। যার ফলে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময়ে মানুষ ও যানবাহনের চালকদের সঙ্গে ব্যবসায়ীদের তর্কে লিপ্ত হতে দেখা গেছে, হাতাহাতি মারামারি ঘটনা ও ঘটেছে।কিছু দিন আগে ব্যবসায়ীরা ঝগড়া করা অবস্থা অন্য এক ব্যবসায়ী বাধা দিলে তারা বলে স্টেশন মাস্টার ও জিআরবি কে টাকা দিয়ে ব্যবসা করি। তাতে আপনার কি?এছাড়াও এখানকার লেবারদের হাতে চৌমুহনী কলেজের ছাত্রী লাঞ্ছনার ঘটনা ও দুই একবার ঘটেছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী।এ ব্যাপারে চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন একাধিক বার তাদের কে নির্দেশ দেওয়ার পর ও কিছু ব্যবসায়িরা দোকানের বাহিরে পাইকারি কারবার করে, তিনি পৌরসভার মেয়র কে কয়েকরার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ ও করেছেন।৬ নং ওয়ার্ড কাউন্সিলর রানা জানান ব্যবসায়ীরা তার কথা শুনেনা। অনেকেই স্থানীয় প্রভাব বিস্তার করে ব্যবসা করে আইন শৃংখলার তোয়াক্কা করে না।ফলমন্ডি সভাপতি আবদুস সাত্তার বক্তব্য নিতে গিয়ে প্রতিবেদকে জানান দীর্ঘদিন কিডনি রোগে ভোগার কারণে এ ব্যাপার তিনি জানেনা। কে বা কারা গাড়ি রাস্তার উপর লোড-আনলোড করে তার সম্পর্কে উনার জানা নেই।চৌমুহনী ফাঁড়ি থানার দ্বায়িত্বে থাকা এস.আই সবজেল জানান মাঝে মাঝে কিছু অভিযোগ আমাদের কাছে আসে। যেহেতু এটা রেলওয়ের সম্পত্তি আর কেউ অফিসিয়াল ভাবে কোন নিদিষ্ট অভিযোগ ও করেনি,তাই কোন পদক্ষেপ গ্রহণ করতে পারিনি।রেলওয়ে স্টেশন মাস্টার কাছে জানতে চাইলে উনি এ বিষয়ে কোন তথ্য দিয়ে সহযোগিতা করেনি।চৌমুহনী পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ বলেন পৌরসভার পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার পরেও কিছু ভাসমান ব্যবসায়ী রাস্তার উপর ব্যবসা করার অভিযোগ আমি শুনেছি। প্রশাসনের সহযোগিতা নিয়ে শীঘ্রই উচ্ছেদ অভিযান করবে বলে তিনি আশ্বাস দেন।
কবিরহাটে অটোরিকশা চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

নোয়াখালী সেনবাগে তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামী গ্রেফতার৷
মোঃরেজাউল করিম রাজু,দৈনিক নোয়াখালী সময় ডট. কমঃনোয়াখালীর সেনবাগে মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতার মো.জসিম উদ্দিন (৫০) উপজেলার মাহাতাবপুর গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দা।
সোমবার (১৩ আগস্ট) বিকেলের দিকে জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ১০ আগস্ট ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তার বাবা। ওই সময় লোক লজার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানাইনি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিম খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নোয়াখালী সময় কে বলেন,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব: নোয়াখালীতে ৫ সংগঠনের আবৃত্তি প্রযোজনা উপস্থাপন
আবু নাছরে মন্জু, দনৈকি নোয়াখালী সময় ডট কম: বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে নোয়াখালীর পাঁচটি আবৃত্তি সংগঠন বঙ্গবন্ধু নিবেদিত আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে টানা দেড়ঘন্টা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করা হয়। সংগনগুলো হলো- নোয়াখালী আবৃত্তি একাডেমি; শব্দ কুটির, নোবিপ্রবি; অনিবার্ণ ৭১, সুবর্ণচর; কোম্পানীগঞ্জ কবিতা পরিষদ এবং ছন্দবৃত্ত, হাতিয়া।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফয়েজ উল্লাহ, সেনবাগ সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ডিউ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য শওকত জাহান কনিকা, কোম্পানীগঞ্জ কবিতা পরিষদের সভাপতি করিমুল হক সাথি, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, অনিবার্ণ ৭১, সুবর্ণচরের সভাপতি মারজান বেগম, সাধারণ সম্পাদক রুম্পা ইয়াছমিন, ছন্দবৃত্ত, হাতিয়ার সভাপতি কামরুজ্জামান, শব্দ কুটির, নোবিপ্রবির সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘আবৃত্তিশিল্পের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজ বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উদ্বোধন করলেন। এটি আবৃত্তিশিল্পীদের অনেক বড় গর্বের বিষয়।’ আবৃত্তিশিল্পীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘সরকার প্রধান আপনাদের সাথে আছেন। তিনি আপনাদের অবদানের স্বীকৃতি দিয়েছেন এর চাইতে বড় আর কিছু হতে পারে না।’ এ সময় নোয়াখালীতে আবৃত্তিশিল্পের উন্নয়নে সম্ভব সব ধরণের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।এর আগে সকাল ১০টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলার পাঁচটি আবৃত্তি সংঠনের ৭২ জন আবৃত্তিশিল্পী উৎসবে যোগ দেন।পাঁচ দিনব্যাপী এ বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের শ্লোগান হচ্ছে ‘জন্মের সুবর্ণে জাগো স¤প্রীতির স্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’। উৎসবে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক দেওয়া হয়। ২০২০ সালের জন্য গোলাম মোস্তফা (মরণোত্তর), ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দোপাধ্যায়কে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হয়।বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাক আহ্কাম উল্লাহ।উৎসবে স্থানীয় পর্যায় থেকে একই সঙ্গে ৬৪ জেলায় আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা অনলাইনে অংশগ্রহণ করেন।
কম্বোডিয়া আসিয়ান চেয়ার হিসেবে টেকসই রোহিঙ্গা সমাধানে প্রচেষ্টার আশ্বাস
মাহমুদ খাঁনঃ কম্বোডিয়া আসিয়ান চেয়ার হিসেবে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী প্রাক সোখোনের মধ্যে টেলিফোনে আলাপকালে এই আশ্বাস দেয়া হয়।
মিয়ানমারের ১১ লাখ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ যে ‘বড় হৃদয়ের’ পরিচয় দিয়েছে করেছে তার প্রশংসা করে সোখন বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার পূর্ণ উপলব্ধি ও সহানুভূতি প্রকাশ করেছেন।
ড. মোমেন কম্বোডিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করায় এবং মিয়ানমারে আসিয়ান চেয়ারের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় তার কম্বোডিয়ান প্রতিপক্ষকে অভিনন্দন জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কম্বোডিয়ার আসিয়ানে চেয়ারম্যান পদ লাভ বর্তমানে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদেরকে দ্রুত মিয়ানমারে নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে।
তিনি উল্লেখ করেন, এই সংকটটি দীর্ঘ সময়ের জন্য বিরাজ করলে মিয়ানমারের বাস্তুচ্যুত এসব লোকের কট্টরপন্থা, চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং আন্তঃসীমান্ত অপরাধে সম্পৃক্ত হয়ে পড়ার ঝুঁকির কারণে বাংলাদেশ, মিয়ানমার এবং বৃহত্তর এ অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে।
উভয় মন্ত্রী রাজধানী ঢাকায় এবং নমপেনে সড়কের নামকরণের জন্য বাংলাদেশ ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ স্ট্যাটাসের জন্য বাংলাদেশের প্রয়াস ত্বরান্বিত করার লক্ষ্যে কম্বোডিয়ার সমর্থনের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার সমর্থন ব্যক্ত করেন এবং এ বিষয়ে আসিয়ান সচিবালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের আশ্বাস দেন।
নোয়াখালীতে গ্লোব সফ্ট ড্রিংকস’র টি-টোয়েন্টি ক্রিকেট টুনামেন্ট ফাইনাল ও পুরষ্কার বিতরণী
নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গ্লোব সফ্ট ড্রিংকস লিমিটেড এর পৃষ্টপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুনামেন্ট খেলার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর বৃহস্পতি বার বিকেলে ক্রীড়া সংস্থার সচিব সালেহ উদ্দিন সবুজের উপস্থাপনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খাঁন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম (বিপিএম), নোয়াখালী পৌরসভার মেয়র মোঃ শহিদ উল্যাহ খাঁন সোহেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির জেলা সদস্য সচিব মোঃ আলা উদ্দিন, আহবায়ক তাউছ মোঃ বেনী আমিন চৌধুরী, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল করিম জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আহছান উল্যা হুমায়ুন। টি- টোয়েন্টি ক্রিকেট টুনামেন্ট ফাইনালে ১৬১ রান পেয়ে চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের ট্রপি গ্রহণ করে পূবালি তরুণ সংঘ ও রানার্স আপ লাভ করেন বাদার্স ইউনিয়ন ১১৮ রান করে অল আউট হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৩টি টিমের মধ্যে ইয়ং স্পোটিং ক্লাবের পক্ষে সম্মাননা স্বারক গ্রহণ করেন বেলায়েত হোসেন রয়েল।
প্রতারনা, অর্থ আত্মসাৎ, সংখ্যালঘু নারী নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে লক্ষীপুর প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ ৩ জনকে অবাঞ্চিত ঘোষনা
লক্ষীপুর প্রতিনিধি , দৈনিক নোয়াখালী সময় ডট কম: প্রতারনা,অর্থ আত্মসাৎ সংখ্যালঘু নারী নির্যাতন ও প্রেসক্লাবের নামভাঙ্গিয়ে বিভিন্ন স্থান থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো. কাউছারকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষীপুর প্রেসক্লাবের সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। লক্ষীপুর প্রেসক্লাবের ২০২২-২০২৩ সনের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক,দেশটিভি ও ভোরের কাগজের প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও বিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি ও নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী,প্রেসক্লাব্রে সাবেক সহ-সভাপতি এমজে আলম, আহবায়ক প্রস্তুতি কমিটির সদস্য সহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও আব্বাছ হোসেন, সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ,মুক্তবাঙ্গালীর সম্পাদক মন্ডলীর সভাপতি কামালুর রহিম সমর, নতুন পথের সম্পাদক বেলাল উদ্দিন সাগর,সাংবাদিক আহম্মদ আলী, আলমগীর হোসেন,ভাস্কর বসু রায়,মফিজুর রহমনা মাষ্টার, আবদুল মালেক নিরব ও মনির হোসেন প্রমুখ।এ সময় বক্তারা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক ও সাবেক সাধারন সম্পাদক মো. কাউছারের বিরুদ্ধে নানা অনিয়ম দূনীতি ও চাঁদাবাজি এবং দালাল বাজারে এক সংখ্যালঘু নারীর সাথে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ও অপর সংখ্যালঘু পুরুষের প্রতারনার মাধ্যমে ৭ লাখ টাকা অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ তুলে বক্তব্য দেন। এছাড়া করোনাকালীন সময় জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন,জেলা পরিষদ ও পৌর মেয়রসহ বিভিন্ন স্থান থেকে সদস্যদের নাম প্রনাদনা নিয়ে তা গোপনে আত্মসাৎ করেন তারা।অপরদিকে ভূমি রেজিষ্ট্রি ও উন্নয়নের কথা বলে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা আদায় করে প্রেসক্লাবের ফ্যান্ডে জমা না করে নিজেরাই আত্মসাৎ করা হয়। কথায় কথায় সিনির্য় সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করা,প্রেসক্লাবে ডুকতে বাধা দেয়া, সাধারন সভা না করে ভূয়া স্বাক্ষরের মাধ্যমে রেজুলেশন তৈরি করে ও মনগড়া সিদ্ধান্ত গ্রহন, প্রেসক্লাবের গঠনতন্ত্র লংঘন করে নানা অপকর্মে করে যাচ্ছে।ফলে ক্ষুদ্ধ সাধারন সদস্যরা উল্লেখিত তিন ব্যাক্তিকে লক্ষীপুর প্রেসক্লাব থেকে অবাঞ্চিত ঘোষনা ও স্থায়ী বহিস্কার করার দাবী তোলেন। পরে সভায় সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদ হেলাল,আবদুল মালেক ও কাউছারকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনা করা হয়। এছাড়া অনিয়ম করার অপরাধে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি যথাসময়ে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করা, নতুন সদস্য অন্তভূক্তি ও পুরাতন সদস্যপদ নবায়ন করার জন্য কামালুর রহিম সমরকে প্রধান করে তিন সদস্যের একটি যাচাই-বাছাই উপ-কমিটি গঠন করা হয়। সভায় প্রেসক্লাবের সদস্যরা অংশ নেয়।
সময় টিভির নোয়াখালীর স্টাফ রিপোর্টার হলেন সাইফুল্যাহ কামরুল
সময় রিপোর্ট, দৈনিক নোয়াখালী সময় ডট কম: পদোন্নতি পেয়ে সময় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার হলেন সাইফুল্যাহ কামরুল। গত ১ সেপ্টেম্বর থেকে এই পদোন্নতি কার্যকর হয়েছে বলে প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ যুবায়ের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।সাংবাদিকতায় সাইফুল্যাহ কামরুলের রয়েছে বর্ণিল ক্যারিয়ার, ১৯৯১ সালে চট্টগ্রামের বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক পূর্বকোন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে দৈনিক ইনকিলাব, দেশের সর্বপ্রথম নিউজ চ্যানেল সিএসবি নিউজ, দিগন্ত টেলিভিশন, ফোকাসবাংলা নিউজ, সাপ্তাহিক চলমান নোয়াখালীর নিবাহী সম্পাদক, রেডিও আমার, সময় টেলিভিশনে প্রতিষ্ঠা লগ্ন থেকে নোয়াখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দৈনিক আমাদের সময়েও একই পদে আছেন তিনি।সাইফুল্যাহ কামরুল নোয়াখালী চৌমুহনী প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। নোয়াখালী সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং পর পর দুই সেশন সাধারণ সম্পাদক ও দুই সেশন সভাপতি ছিলেন।পরবর্তীতে নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নোয়াখালী শাখার সভাপতি ছিলেন। চৌমুহনী প্রি ক্যাডেট একাডেমি ও এন চৌধুরী ট্যালেন্ট্য প্রিপারেটরি স্কুলের পরিচালনা পর্ষদের পরিচালকও তিনি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালীর সাবেক সভাপতি ও জাতীয় সম্প্রসারণ পরিচালক (এনইডি) ছিলেন কামরুল। তার নেতৃত্বে দীর্ঘ ৩২ বছর পর এপেক্স ক্লাব অব নোয়াখালী ২০১৪ সালে সারা বাংলাদেশের ১০৪টি ক্লাবের মধো শ্রেষ্ঠ ক্লাব এবং তিনি শ্রেষ্ঠ ক্লাব প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালীর আজীবন সদস্য, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য। সাইফুল্যাহ কামরুলের অনুসন্ধানী প্রতিবেদনগুলোর মধ্যে নোয়াখালী বজরা ইউনিয়নে বদরপুরের চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র আব্দুর রব হত্যাকান্ডের রহস্য উদঘাটন, র্যাবের জালে যে ভাবে আটকা পড়ল কুখ্যাত জলদস্যু বাসার মাঝি ও সময় টেলিভিশনে প্রচারিত পুলিশের সহযোগিতায় নোয়াখালী কোম্পানীগঞ্জে কিশোর মিলনকে ডাকাত সাজিয়ে গণপিটুনির দিয়া হত্যার রহস্য উদঘাটনের নিউজটি ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তিনি ২০০৮ সালে আলোকিত ফেনী ফটো পুরস্কারে প্রথম স্থান অর্জন করেন। মিলন হত্যাকাণ্ডের প্রতিবেদনের জন্য ২০১১ সালে বাংলাদেশ ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড পান। তিনি বেগমগঞ্জ উপজেলার আমানত পুরে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুস সাত্তার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন। বিবাহিত জীবনে দুই কন্য ও এক ছেলের জনক কামরুল। স্ত্রী রিয়ান্তা সুলতানা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। সাইফুল্যাহ কামরুল বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, ম্যাস লাইন মিডিয়া সেন্টার, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সময় টেলিভিশন, ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এম আর ডি আই)ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনে সাংবাদিকতা, মানবাধিকার, শিশু অধিকার ও সাইবার অপরাধ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে নয়া কর্মকর্তা
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন- কমিটি গঠন♦
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সোনাইমুড়ীস্থ তাজমহল রেস্তুরার ২য় তলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সকল সদস্যের উপস্থিতিতে কন্ঠভোটের মাধ্যমে দৈনিক দিনকাল প্রতিনিধি খোরশেদ আলম শিকদার কে সভাপতি ও দৈনিক মাবনজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম মানিক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য পদে মোশাররফ হোসেন সুমন সিনিয়র সহ-সভাপতি, সৈয়দ মোঃ শহীদুল ইসলাম সহ-সভাপতি, নতুন সময় সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদ খান সহ-সভাপতি, হোসাইন মাহমুদ যুগ্ন সম্পাদক, মাকসুদ আলম যুগ্ন সম্পাদক, মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক, শাহ পরান সহ-সাংগঠনিক সম্পাদক, সেলিম মিয়া কোষাধ্যক্ষ (দৈনিক যুগান্তর), মাহবুবুল হাসান দপ্তর সম্পাদক খোরশেদ আলম হাসান সহ-দপ্তর সম্পাদক, নিজাম উদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক, ইয়াছিন শরীফ অনিক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মাসুদ আলম প্রচার সম্পাদক, নুর মোহাম্মদ সবুজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ ইয়াছিন ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বেলাল হোসেন নাঈম, বাহার উল্যা লিটন ও আলা উদ্দিন লিটন নির্বাচিত হয়।
প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বাবু নান্টু বিহারী চক্রবর্তী ও ফারুক আল ফয়সালের তত্ত্বাবধানে সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ উল্যা, মনির হোসেন, মাইনুল ইসলাম আরিফ, মেহেদী হাসান রবিন, ডাঃ এম.এ রহমান প্রমুখ।