সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

325 Views

সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

মাহমুদ খাঁনঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর সাথে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার এ সভায় আলহাজ্ব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, জাতির বিবেক খ্যাত সাংবাদিকরা সততার মাধ্যমে সত্য সংবাদ গণমাধ্যমে প্রচার করবে এটাই স্বাভাবিক। অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বাধা আসতেই পারে, তা ভেবে কলম বন্ধ রাখলে চলবে না। উন্নয়ন সাংবাদিকতার উপর গুরুত্ব দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের গ্রামীণ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন এবং অর্জন সমূহ গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান।

মতবিনিময়ে অংশ নেন,সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম শিকদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সহ-সভাপতি মাহমুদ খাঁন,যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ, মাকসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম,কোষাধ্যক্ষ সেলিম মিয়া (যুগান্তর),সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ,ও কার্যনির্বাহী কমিটির সদস্য বেল্লাল হোসেন নাঈম। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, যমুনা টিভি নোয়াখালী প্রতিনিধি সবুজ, সাংবাদিক বদিউজ্জামান তুহিন, ইয়াকুব আল মাহমুদ প্রমুখ সাংবাদিক বৃন্দ।

রোববার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজিত ‘বাসাজ পুরস্কার ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

133 Views

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা সৌভাগ্যবান যে শেখ হাসিনার মতো একজনকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। শেখ হাসিনা বাংলাদেশে যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের উন্নয়ন অর্জন অব্যাহত থাকবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজিত ‘বাসাজ পুরস্কার ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশের অবস্থা খুব ভালো ছিল না। এখন দেশের উন্নয়ন অব্যাহত আছে, জিডিপি গ্রোথ ভালো অবস্থানে, পদ্মাসেতুসহ আরো বড় বড় প্রকল্প শেষের দিকে। শেখ হাসিনা যতদিন থাকবেন, ততদিন দেশের উন্নয়ন হবে।

তিনি বলেন, যেকোনো ভালো কাজের স্বীকৃতি পেলে উৎসাহ আরো বেড়ে যায়। আমাদের দেশের সাংবাদিকদের ভালো কাজের স্বীকৃতির জন্য সরকারিভাবে কিছু চালু করা যেতে পারে। একটি ভালো সংবাদ দেশের জন্য অলংকার স্বরূপ। তাই করোনাভাইরাসের মধ্যে সাংবাদিকদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছিল সরকার। ভালো সংবাদের স্বীকৃতিস্বরূপ সাংবাদিকদের প্রতি বছর কিছু সম্মানী দেয়ার অনুরোধ করেন তিনি।

  1. জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদাসহ অন্যরা।

বাসাজ পুরস্কার ২০১৯ এ প্রাপ্ত প্রতিবেদনসমূহ বিচারক মণ্ডলীর নিকট হস্তান্তর

357 Views

কই  সাংবাদিক জোট (Journalist Alliance Foundation of Bangladesh)এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মত বিনিময় সভা এবং বাসাজ পুরস্কার ২০১৯ এর প্রাপ্ত প্রতিবেদনসমূহ বিচারক মণ্ডলীর নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেশ টিভির প্রধান সম্পাদক সুকান্ত গুপ্ত অলক।

বাংলাদেশ সাংবাদিক জোটের সহ সম্পাদক তানজিদ ইমাম তিতুমীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাধীনতা সাংবাদিক পরিষদের সভাপতি বরুন ভৌমিক নয়ন, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক জোটের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফারুকী, সাধারণ সম্পাদক আলামিন শেখ, ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আবু হানিফ হৃদয়, সাধারণ সম্পাদক মো. শাহজালাল ও আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নিবন্ধিত ফাউন্ডেশন হিসেবে দেশের গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক জোট।

এসময় নেতৃবৃন্দ এই ফাউন্ডেশনকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথি সুকান্ত গুপ্ত অলক তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সৃজনশীলতার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাসাজ পুরস্কার ২০১৯ এর জন্য আবেদনকারী সাংবাদিকদের প্রতিবেদন বিচারকমণ্ডলীর নিকট হস্তান্তর করা হয়। পরে অতিথিদের সাথে ফাউন্ডেশনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সদস্যদের পরিচিতি ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কার্যকরি কমিটির নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন বিশিষ্ট কবি, উপস্থাপক এ্যাড. শিমুল পারভীন।