সময় ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা ফেরদাউস বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন৷নোয়াখালী হাতিয়ায় উপজেলা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২সেপ্টেম্বর) সকালে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এই ভবন উদ্বোধন করেন নোয়াখালী-৬আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।এসময় উপস্থিত ছিলেন হাতিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো: ফারুক আহমেদ, হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী,এম আলী কর্পোরেশনের স্বত্তাধিকারী আশিক আলী অমি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিসান আহাম্মেদ,জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শতাধিক মানুষ।হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এই ভবন নির্মাণ করেন এম আলী কর্পোরেশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। চারতলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৫৭ লাখ টাকা।এখানে অফিসের পাশাপাশি কর্মকর্তাদের থাকার জন্য তৃতীয় ও চতুর্থ তলায় রেস্ট হাউজ তৈরি করা হয়েছে।হাতিয়া দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার । ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্রকল্পের কাজ। হাতিয়া পৌরসভার হরেন্দ্রমার্কেট এলাকায় ১৬ একর জমিতে নির্মাণ করা হয় ১৫ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের নাম ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’। সরকারী এই অর্থে শুধু সরবারহের কাজে ব্যয় করা হয়েছে। উৎপাদনে চুক্তি করা হয়েছে দেশ এনার্জি নামে একটি প্রাইভেট কোম্পানির সাথে। দেশ এনার্জি লিমিটেড এর উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। ইতোমধ্যে দ্বীপের মূল ভূখন্ডের ৯টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ৫১২ কিলোমিটার ৩৩/১১ ভোল্টের সঞ্চালন লাইন। মূল ভূখন্ড থেকে দেড় কিলোমিটার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নিঝুমদ্বীপেও দেয়া হয়েছে সঞ্চালন লাইন।
Category: হাতিয়া
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নব প্রেরণা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব
নাসির উদ্দিন বাদল,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দীর্ঘদিন পর বিএনপিতে তারুণ্যের বাঁধভাঙা প্রাণের উচ্ছ্বাস ঘটেছে। দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারুণ্যের সমাবেশ থেকে পুলিশের বাঁধা ভেঙ্গে রাস্তায় মিছিলের নেতৃত্ব দিয়ে ঝিমিয়ে পড়া বিএনপিতে প্রাণ জাগিয়ে তোলেন দলের সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘরোয়া পরিমন্ডলে অনুষ্ঠানের বিধি নিষেধকে উপেক্ষা করে রাস্তায় দলের মিছিল করতে পেরে কর্মীরাও উজ্জীবিত।হাতিয়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে হাতিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংঘঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। বিএনপির সাধারণ সম্পাদক যেন এক তারুণ্যের প্রতীক। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটিতে তরুণদের প্রাধান্য দিয়ে গঠিত বিএনপির স্থানীয় কমিটিগুলোর নেতাকর্মীরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নেতৃত্বে আস্থাশীল।হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুল আজিম বর্তমানে বয়সের ভারে দলীয় কর্মকান্ডে প্রায় অনুপস্থিত। এক এগারোর নেতিবাচক ভূমিকায় এক সময় হাতিয়া বিএনপিতে আস্থার সংকট চরম আকার ধারণ করলেও হাতিয়া বিএনপির নেতাকর্মীরা ও আওয়ামীলীগের একাংশ দলীয় প্রতীক ধানেরশীষ প্রার্থীর বিপরীতে ২০০৮ সংসদ নির্বাচনে প্রকোশলী মোহাম্মদ ফজলুল আজিমকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত করে। কিন্তু পরবর্তীতে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদান স্বরূপ স্থানীয় আওয়ামীলীগের একাংশের প্রার্থীদের প্রতি সমর্থন থাকায় বিএনপি নেতা কর্মীদের মাঝে হতাশা নেমে আসে। এসব ঘটনা পরম্পরায় হাতিয়া বিএনপিতে দলীয় গ্রুপগুলো সৃষ্টি হয়।স্থানীয় আওয়ামীলীগের এক নেতার প্রতি পর পর তাঁর সমর্থন থাকায় তখন থেকে নেতা কর্মীদের মাঝে হতাশা নেমে আসে। বিএনপি নেতারা পৌর নির্বাচনে ফজলুল আজিমের সমর্থন পেতেন না। এসব ঘটনা পরিক্রমায় বিএনপিতে ৪-৫ গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।দ্বিধা বিভক্ত হাতিয়া বিএনপি রাজনীতির সকল অনিয়মতান্ত্রিকতা ও স্বজনপ্রীতি দূর করে সঠিক নেতৃত্বে কাজ করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকলে বর্তমানে দৃঢ় প্রতিজ্ঞ। উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের সাংগঠনিক কমিটিতে নতুন নতুন নেতৃত্বের সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দলের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতে মামলা হামলায় জর্জরিত কর্মীদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন দলের সেক্রেটারী তানভীর উদ্দিন রাজীব।বিএনপির বর্তমান প্রধান দাবী আদায়ের লক্ষ্যে নেতা কর্মীদের নিয়ে কেন্দ্রীয় মিটিংগুলোতে অংশগ্রহন করছেন প্রকৌশলী তানভীর। নিয়মিত যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বের মাঝে দলীয় দৃষ্টিভঙ্গি মজবুত ও সুদৃঢ় করছেন। দলীয় কর্মসূচিগুলোতে তার নেতৃত্বে নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে।সার্বক্ষণিক যোগাযোগে তৃণমূল নেতাকর্মীরাও প্রকৌশলী তানভীরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।এ বিষয়ে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ের তরুণ ও ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।হাতিয়া বিএনপিতে সকল প্রকার স্বজনপ্রীতি ও অনিয়মের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা ফিরিয়ে আনা সম্ভব। তাই আমাদের দলাদলি কিংবা গ্রুপিং ভুলে গিয়ে সকলে একযোগে কাজ করতে এখন ঐক্যবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে কর্তৃত্ববাদী সরকারের অপশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তারেক জিয়ার নির্দেশনা মোতাবেক সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্টু নির্বাচনের ধারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
নোয়াখালীর হাতিয়ায় যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভা
তাজুল ইসলাম তছলিম,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর হাতিয়ায় যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ২১ সেপ্টেম্বর ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্রাকের আয়োজনে উপজেলার ক্যাফে ২৪ চাইনিজ এন্ড রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।ব্রাক হাতিয়া শাখার প্রোগ্রাম অর্গানাইজার মোঃইব্রাহিম খলীল এর সঞ্চালনায় ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) খালেদ সাইফুল্লা ফয়সাল,সংস্থাটির প্রোগ্রাম অর্গানাইজার ইরাক উদ্দিন,প্রোগ্রাম অফিসার আনোয়ার ইসলাম রুবেল, সাংবাদিক আক্তার হোসেন,সাংবাদিক জিল্লুর রহমান রাসেল, সাংবাদিক মো:হানিফ উদ্দিন সাকিব প্রমুখ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, মসজিদের ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ পল্লী চিকিৎসক বৃন্দ।সভায় যক্ষ্মা কী, প্রকারভেদ, কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ ও করণীয়, তামাকের সঙ্গে যক্ষ্মা সম্পর্ক, যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা, আইপিটি চিকিৎসা, এমডিআর টিবি ও টিপিটি সম্পকে আলোচনা করা হয়৷ এছাড়া ব্র্যাকের কার্যক্রম ও যক্ষ্মা রোগের চিকিৎসা কোথায় পাওয়া যায়, নিয়মিত পুরো মেয়াদের চিকিৎসা সম্পূর্ণ করা কেন জরুরি, ডটস কী ও এর গুরুত্ব এবং ওষুধের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয় নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা।
হাতিয়াতে নয়া নির্বাহী অফিসারে সাথে সাংবাদিকের মতবিনিময়
হাতিয়া প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী৷ (২০সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র মজুমদার,হাতিয়া উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও মোহনা টিভি, ভোরের কাগজের প্রতিনিধি মোঃফিরোজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও আর টিভি, আজকের পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণ, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি ইফতেখার হোসেন তুহিন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টিভি,আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শামিমুজ্জামান শামীম,প্রেসক্লাবের কোষাদক্ষ ও দৈনিক দেশবাংলার প্রতিনিধি উত্তম সাহা,প্রেসক্লাবের সহ সাংগঠনিক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আক্তার হোসেন,প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক হাতিয়ার কন্ঠ প্রতিনিধি আমির হামজা,দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ছাহেদ আহম্মেদ,দৈনিক সাহস পত্রিকার প্রতিনিধি মোঃ হানিফ উদ্দিন সাকিব সহ এসময় ইউএনও হাতিয়ার সু-চারু ভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য ও নিউজ প্রকাশ করে সহযোগিতা করবেন বলে জানান সাংবাদিকরা।
হাতিয়ায় পুলিশি বাঁধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তাজুল ইসলাম তছলিম,দৈনিক নোয়াখালী সময় ডট.কম:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশি বাঁধা উপক্ষো করে বর্ণাঢ্য ভাবে পালিত হয়েছে। শুক্রবার ১ সেপ্টেম্বর বিকেল ৪ টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানবির উদ্দিন রাজিব এর নেতৃত্বে তার
বাসভবন থেকে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তার বাস ভবনে এসে শেষ হয়। র্যালীতে প্রায় ২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে । পরে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের সভাপতিতে বিকেল ৫টায় তার বাসভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সমাবেশ ঘটে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তান্না, হরনী ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান
দোলন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. আলী, জাহাজমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান শাহারাজ, নলচিরা ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা
বিএনপি নেতা রফিক উদ্দিন, মাইনুদ্দিন মোল্লা, শওকত ওসমান রাসেল, উপজেলা যুবদল সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদল সদস্য সচিব
মোসলেহ উদ্দিন, যুবদল নেতা জিএস পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি সিনিঃযুগ্ন সম্পাদক আশিক ইকবাল। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, দেশের মানুষ আজ মুক্তি চায়, এ প্রশ্নে কোন আপোষ করব না। যতই হুমকি মামলা নির্যাতন যাই হোক। মুক্তির সংগ্রামে নাম লিখেছি আমরা সবাই। দেশের মানুষকে জালিম সরকারের শোষন থেকে মুক্ত করতে হবে। এই মুক্তির সংগ্রামে জীবন দিতে হলেও তাও দিব। আজ বিশ্ব নেতারা আমাদের মত তারাও বুঝে গেছে। আল্লাহর উপর ভরসা রাখুন সবাই। তিনি আরো বলেন, দলের সবাইকে বলছি কোন গ্রুপিং নই।আমি তারেক রহমানের নির্দেশে হাতিয়া উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট বাজারে ২১ আগস্ট পালিত
হাতিয়ায় ইউএনও’র বিদায়-বরণ অনুষ্ঠান
হাতিয়া প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ২৬শে আগষ্ট শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরুর বিদায় ও নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার লাকী এর বরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্যাহ বিপ্লব, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন, ওসি আমির হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ, এডভোকেট মাছুম বিল্লাহ প্রমুখ।
নোয়াখালী-৬আসনে দ্বীপ বন্ধুর নেতৃত্বে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত
ন্যাশাল ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ৪ বারে এমপি দ্বীপ বন্ধু আলহাজ্ব মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এমন ওবায়েদ উল্লাহ প্রমুখ। পরে সাবেক এমপির বাসায় কাঙালিভোজের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালী , পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়সার খসরু।এদিকে থানা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৌমেন সাহার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মচারী রা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত দান ও রক্ত সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্ প্রমুখ৷ হাতিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমানের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মচারী রা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ২০০ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও লবণ।
নোয়াখালী-৬ আসনে দ্বীপ বন্ধু আলীর নেতৃত্বে ২১ আগষ্ট পালিত
বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ২০০৪ সালের ভয়াল ও বিভীষিকাময় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নোয়াখালীর হাতিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২১শে আগস্ট সোমবার বিকেল তিনটায় ভয়াল ও বিভীষিকাময় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ বিজয় মঞ্চে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাতিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আকরাম হোসেন রুমি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা বলেন ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের আইভি রহমান সহ ২৪ নেতৃকর্মী, পঙ্গুত্ববরণ করেন অনেক নেতাকর্মী। বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকলের দৃষ্টান্ত শাস্তির দাবী তোলেন।আলোচনা সভায় সঞ্চালনা করেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন। পরে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আগামী ১০ ফেব্রুয়ারী নির্বাচনে হাতিয়ায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
স্টাফ রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী হাতিয়ায় সুখচর ও নলচিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীসহ সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সোমবার (২৪ জানুয়ারি) প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রতিদ্বদ্বী প্রার্থীরা সবাই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিকেল ৫টার আগেই।এতে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী ও সদস্য পদে সকল ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় সবাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান দু’জনই আওয়ামী লীগ সমর্থিত। এরা হলেন সুখচর ইউনিয়নে মো. আলা উদ্দিন ও নলচিরা ইউনিয়নে মনছুর উল্যাহ।চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বী প্রার্থীদের সবাই আওয়ামী লীগ সমর্থিত। তাই শেষ সময়ে দলীয় সিদ্ধান্ত মেনে সবাই প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজি মুজিব। নলচিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের (ইউপি) সদস্যপ্রার্থী আকবর হোসেন জানিয়েছেন, তিনিও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী তার নিকটতম আত্মীয় হওয়ায় সমঝোতার ভিত্তিতে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। এভাবে দুই ইউনিয়নের ৯টি করে ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের ৩টি করে ৬টি ওয়ার্ডের সবাই সমঝোতার ভিত্তিতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান প্রার্থীরা। সারাদেশের ন্যায় এই দুই ইউনিয়নেও বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেননি।হাতিয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গত ৪ জানুয়ারি এই দুই ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামী ১০ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের নির্ধারিত দিন। এদিকে সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন দুইজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন। নলচিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন আরটিভি নিউজকে বলেন, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন করে, মহিলা সদস্য পদে একজন করে ও সাধারণ সদস্য পদে একজন করে প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বদ্বতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে সবাইকে বিজয় হওয়ার লিখিত পত্র দেওয়া হবে।তিনি আরও বলেন, সকাল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই সশরীরে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে লিখিতভাবে মনোনয়ন প্রত্যাহার করে নেন। পরে এসব প্রত্যাহারের আবেদন জনসম্মুখে প্রকাশের জন্য নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়। হাতিয়া উপজেলার মূল ভূখন্ডের উত্তর পাশে অবস্থিত এই দুই ইউনিয়ন। নদী ভাঙনের কারণে এই দুই ইউনিয়নের সীমানা ভেঙে একেবারে ছোট হয়ে গেছে। যার ফলে দীর্ঘদিন নির্বাচন বঞ্চিত ছিল এই দুই ইউনিয়নের জনগণ। সম্প্রতি চরকিং ইউনিয়ন থেকে কয়েকটি ওয়ার্ডকে নিয়ে সম্প্রসারণ করা হয় সুখচর ও নলচিরা ইউনিয়নকে। ইতোমধ্যে ওয়ার্ড বিভাজন ও ভোটার তালিকা পূর্ণগঠন করে তৈরি করা হয়। বর্তমানে সুখচর ইউনিয়নে ভোটার সংখ্যা ৭ হাজার ৫৪৯। নলচিরা ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৮৭০ জন।হাতিয়া উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় ধাপে ৭ টি ইউনিয়নের নির্বাচন শেষ হয়েছে। এখন হচ্ছে দুই ইউনিয়নের নির্বাচন। এদিকে নদীর ওপারের হরনী ও চানন্দী ইউনিয়নের নির্বাচনে তফসিল এখনও ঘোষণা করা হয়নি।