মাহমুদুল হাসান, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের উৎপাতে অতিষ্ট পৌরবাসী৷নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী স্নান দিঘি। এই স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের আড্ডা বেড়ে যাওয়ায় অতিষ্ট সেখানকার মানুষ।গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামিয়া আশরাফিয়া দারুল মা‘আরিফ মাদ্রাসা,সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা সহ সোনাইমুড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক অবিভাবক বলেন, সোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংরা নিয়মিত উৎপেতে থাকে। আমরা মাঝেমধ্যে আতঙ্কে থাকি আমাদের বাচ্চাদের নিয়ে কখন যে কোন দুর্ঘটনা ঘটায় এই কিশোর গ্যাংরা। সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশামছুদ্দিন বলেন,কিশোর গ্যাংদের উৎপাত উৎখাত করা জরুরী। দিন দিন তাদের এ বেপরোয়া কার্যক্রম বেড়ে যাওয়ায় অতিষ্ঠ পৌরবাসী৷ এসব কিশোর গ্যাংদের রুখতে না পারলে যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশংকা প্রকাশ করেছেন অনেক অভিভাবক। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পৌরবাসী।সোনাইমুড়ী অফিসার ইনচার্জ মোঃবখতিয়ার উদ্দিন চৌধুরী দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, রবিবার থেকে সরাসরি অভিযান পরিচালনা করা হবে।
Category: সোনাইমুড়ী
সোনাইমুড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ
বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয়৷ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা খন্দকার রুহুল আমিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিল্লাল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃইসমাইল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সোনাইমুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিলসহ প্রমুখ৷ অভিভাবক সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতনার প্রতি গুরুত্বারোপ করা হয়। এসময় শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তাগণ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড
সোনাইমুড়ীতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনাইমুড়ীতে অন্ধ কল্যাণ আই হসপিটালকে অ্যাকটিভ ফাউন্ডেশনের ১০ লাখ টাকার চেক হস্তান্তর
নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসার জন্য অ্যাকটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের আয়োজনে হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাকটিভ ফাউন্ডেশন ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদা খানম শাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ীতে বাড়ির ছাদে গাঁজা চাষ,কেয়ারটেকার গ্রেফতার

সোনাইমুড়ীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নোয়াখালীতে গ্রেফতার
মাহমুদুল হাসান,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান। সোমবার (২৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান।সে বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২ শতক কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।