নোয়াখালী সোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের উৎপাতে অতিষ্ট পৌরবাসী

107 Views

মাহমুদুল হাসান, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের উৎপাতে অতিষ্ট পৌরবাসী৷নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী স্নান দিঘি। এই স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের আড্ডা বেড়ে যাওয়ায় অতিষ্ট সেখানকার মানুষ।গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামিয়া আশরাফিয়া দারুল মা‘আরিফ মাদ্রাসা,সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা সহ সোনাইমুড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক অবিভাবক বলেন, সোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংরা নিয়মিত উৎপেতে থাকে। আমরা মাঝেমধ্যে আতঙ্কে থাকি আমাদের বাচ্চাদের নিয়ে কখন যে কোন দুর্ঘটনা ঘটায় এই কিশোর গ্যাংরা। সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশামছুদ্দিন বলেন,কিশোর গ্যাংদের উৎপাত উৎখাত করা জরুরী। দিন দিন তাদের এ বেপরোয়া কার্যক্রম বেড়ে যাওয়ায় অতিষ্ঠ পৌরবাসী৷ এসব কিশোর গ্যাংদের রুখতে না পারলে যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশংকা প্রকাশ করেছেন অনেক অভিভাবক। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পৌরবাসী।সোনাইমুড়ী অফিসার ইনচার্জ মোঃবখতিয়ার উদ্দিন চৌধুরী দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, রবিবার থেকে সরাসরি অভিযান পরিচালনা করা হবে।

সোনাইমুড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ

585 Views

বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয়৷ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা খন্দকার রুহুল আমিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিল্লাল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃইসমাইল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সোনাইমুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিলসহ প্রমুখ৷ অভিভাবক সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতনার প্রতি গুরুত্বারোপ করা হয়। এসময় শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তাগণ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।

সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড

112 Views
সোনাইমুড়ী প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।দন্ডপ্রাপ্তরা হলেন, মো. সুমন (৪২), মো.জামাল উদ্দিন (৩২)ও  মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখান গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক হয়। এ সময় মাদক সেবী সুমনের থেকে ২২০ গ্রাম, জামাল উদ্দিনের থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইসমাইল হোসেন শুনানি শেষে মাদক সেবী মামুনকে ৬ মাসের কারাদন্ড, জামাল উদ্দিনকে ১মাস ১৫ দিন ও মো.সুমনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়।

সোনাইমুড়ীতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

93 Views
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কর্মী সমাবেশ ও দলের নেতকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টা সোনাইমুড়ী বাইপাস এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার  আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য ফরিদা খানম সাকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল। এছাড়াও সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা সোনাইমুড়ী বাজারে ‘একটিভ ফাউন্ডেশন’ সোনাইমুড়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

সোনাইমুড়ীতে অন্ধ কল্যাণ আই হসপিটালকে অ্যাকটিভ ফাউন্ডেশনের ১০ লাখ টাকার চেক হস্তান্তর

704 Views

নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসার জন্য অ্যাকটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

২ সেপ্টেম্বর শনিবার দুপুরে অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের আয়োজনে হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাকটিভ ফাউন্ডেশন ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদা খানম শাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোনাইমুড়ীতে বাড়ির ছাদে গাঁজা চাষ,কেয়ারটেকার গ্রেফতার

169 Views
মাহমুদুল হাসান, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিল্ডিংয়ের ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতার সিরাজুল ইসলাম (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মংগলকান্দি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মন কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে।সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।এর আগে, গতকাল রোববার রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘ দিন ধরে বাড়িতে থাকেনা৷ কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির সবকিছু দেখাশুনা করত। ভবনের মালিক তার পরিবারের অনুপস্থিতিতে সে ভবনের ছাদে গাঁজা চাষ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী সেখানে অভিযান চালায়। অভিযানে বিল্ডিংয়েল কেয়ারটেকার সিরাজুল ইসলামের দখলীয় বিল্ডিং দ্বিতীয় তলার ছাদে একটি গাঁজা গাছ যার দৈর্ঘ্য ৩’ (তিন) ফুট, যার ওজন শাখা প্রশাখা ও মূলসহ ২৭০ (দুইশর সত্তর) গ্রাম উদ্ধার করে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সোনাইমুড়ীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

79 Views
মাহমুদ খাঁন,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।নিহত মজিবুর রহমান রতন (৫৯) সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুয়া মিয়ার বাড়ির সুয়া মিয়ার ছেলে।  তিনি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের ভাতিজা কামাল উদ্দিন বলেন, গত ৭দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রতন।  শারীরিক অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যার দিকে তাকে কুল্লিার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।

সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

78 Views
সোনাইমুড়ী প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত মো. রিফাত হোসেন (২১) সোনাইমুড়ী পৌরসভার পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী শিবলু জানান, নিহত রিফাত তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সে বাবার ব্যবসা পরিচালনা করত। প্রতিদিনের ন্যায় বুধবার সারাদিন বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ কাজ করছিল সে। রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। এরপর দোকানের সার্টার নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয় রিফাত। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও অস্ত্র  মামলার সাজাপ্রাপ্ত আসামি নোয়াখালীতে গ্রেফতার 

92 Views

মাহমুদুল হাসান,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।   সোমবার (২৮ আগস্ট) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, গ্রেফতার আসামি বিডি সফটেক্সের চেয়ারম্যান।সে বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও  ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২ শতক কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।

সোনাইমুড়ী অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের সিএনজি স্টেশন বন্ধ

372 Views
ক্রাইম রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
 নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকার আমিন সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে বন্ধ করে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন খন্দকার। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম । এর আগে, গত বৃহস্পতিবার ২৪ আগষ্ট আমিন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার আমিন সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর একটি প্রতিিনিধ দল। অভিযানে ফিলিং আমিন ফিলিং স্টেশনে গ্যাসের মিটারে অবৈধ হস্তক্ষেপের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মিটার খুলে নিয়ে যায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর প্রতিনিধি দল।অপরদিকে,উপজেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন আমিন সিএনজি ফিলিং স্টেশন।  এ সিএনজি স্টেশনটি গত তিনদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকায় সিএনজি চালিত পরিবহনের মালিকদের।ডিজিএম কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ১৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানের নেতৃত্ব দেয় ভিজিল্যান্স টিম। ওই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালী জেলার সেলস ডিপার্টমেন্টের সদস্যরা। ভিজিল্যান্স টিমের সদস্যরা প্রাথমিক ভাবে আমিন সিএনজি ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস ব্যবহারের লক্ষণ দেখে লাইন কেটেছে। এরপর গ্যাস সংযোগ বন্ধ করে মিটার হেড অফিসে নিয়ে যায়। হেড অফিসে একটি কমিটি রয়েছে যারা মিটার গুলো চেক করেন। মিটার চেক করে পরবর্তীতে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে ফিলিং স্টেশনটির মালিক সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে তিনি আরেক গণমাধ্যম কর্মির কাছে অবৈধ গ্যাস সংযোগের আলামত পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, গ্যাসের বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে। কোন ধরনের অবৈধ সংযোগ নেই। এমন একটি মুঠোফোন রেকর্ড এ প্রতিবেদকের কাছে রয়েছে।