সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

54 Views
সুবর্ণচর প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো.জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২)। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানায়, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। একই বাড়ির তাদের পাশাপাশি ঘর। সকালে তারা মক্তব্যে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্ত তারা মক্তব্যে না গিয়ে সকাল সোয়া ৭টার দিকে দিকে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে উঠে। ওই সময় মসজিদের পাশ ঘেষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে শিশু গুরুত্বর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেছে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুবর্ণচরে যুবলীগ নেতাকে দুই পায়ে গুলির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

81 Views
বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সুবর্ণচরে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে তুলে নিয়ে দুই পায়ে গুলি করার অভিযোগ উঠেছে চরজব্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে।ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) হামলার শিকার যুবলীগ নেতার পিতা মো. জামাল উদ্দিন বাদী হয়ে  অভিযুক্ত চেয়ারম্যানকে প্রধান আসামি করে তার ১০ অনুসারীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, চেয়ারম্যানকে এক নম্বর আসামি করে মামলায়  ১০ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবে।এর আগে, গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ ওমর ফারুক সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং চরজব্বর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।ভুক্তভোগী মো.হোসেনের অভিযোগ,গত ইউপি নির্বাচনে আমি নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামের পক্ষে ওতপ্রোত ভাবে ভোট  করি এবং টাকা খরচ করি। এটায় হচ্ছে আমার অপরাধ। এ নিয়ে ইউপি চেয়াম্যান ওমর ফারুক আমার ওপর ক্ষুদ্ধ ছিল। মঙ্গলবার দুপুরের দিক চেউয়াখালী বাজারের একটি চায়ের দোকানে চেয়ারম্যান অনুসারী এক যুবকের সাথে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান ওমর ফারুক ওই চায়ের দোকান এসে মানুষের সামনে আমার পেটে পিস্তল ঠেকিয়ে আমাকে তার প্রাইভেট কারে করে উঠিয়ে নিয়ে যায়। তারপর একটি বাড়িতে নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে তার অনুসারী রাসেদ, পোল্টি মিজান,সুমন,শাওন,বানু, সোহেল মধ্যযুগীয় কায়দায় আমার ওপর নির্যাতন করে এবং চেয়ারম্যান আমার দুই পায়ে গুলি করে।  এরপর গুলিবিদ্ধ স্থানে তারকাটা ঢুকিয়ে দেয়।  ওই সময় চেয়ারম্যান আমার মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। তারপর চৌকিদার নুরউদ্দিনকে দিয়ে আমাকে হাসপাতালে পাঠায় চেয়ারম্যান।তবে গত বুধবার সংবাদ সম্মেলন ডেকে চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক অভিযোগ নাকচ করে বলেন, গুলির বিষয়টি ডাহা মিথ্যা। অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চেউয়াখালী বাজারে যুবলীগ নেতা হোসেনকে  মারধর ও গুলির ঘটনায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

সূবর্ণচরে যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল 

159 Views
ক্রাইম রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধর ও গুলি করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজলার চরজব্বার ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের চেউয়াখালী বাজারে এ কর্মসূচি পালন করে আহত যুবলীগ নেতা মো. হোসেনের স্বজন ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চেউয়াখালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী।
এসময় বিক্ষোভ সমাবশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মানিক, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ইউনিয়ন যুবলীগর আহবায়ক  মো. বদিউল আলম, আহত হোসেনের পিতা জামাল উদ্দিন।এসময় তারা অভিযোগ করেন, মূলত গত ইউপি নির্বাচন নৌকায় ভোট করায় যুবলীগ নেতা মো. হোসেনের উপর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী  মাো. ওমর ফারুক ও তার সমর্থকরা ক্ষিপ্ত ছিল । গত ১২ সেপ্টম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চেউয়াখালী বাজারের একটি চায়ের দোকানে চেয়ারম্যান অনুসারী এক যুবকের সাথে হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান ওমর ফারুক ওই দোকানে এসে তার পেটে পিস্তল ঠেকিয়ে তার নিজ গাড়িতে করে উঠিয় নিয়ে যায়। তারপর একটি বাগান বাড়িতে নিয়ে দুই পায়ে গুলি করে চেয়ারম্যান। এরপর গুলিবিদ্ধ স্হানে তারকাটা ঢুকিয়ে দয়। ওই সময় চেয়ারম্যান মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। তারপর চৌকিদার নুরউদ্দিনক দিয়ে হাসপাতাল পাঠায়। আহত মো. হোসেন নাোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন। এ ঘটনায় স্হানীয় সাংসদ ও প্রশাসনর হস্তক্ষপ কামনা করেন স্হানীয় আওয়ামী লীগর নেতাকর্মিরা। এ বিষয় চর জবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক অভিযোগ অস্বীকার কর বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। প্রকৃত পক্ষে আমি হোসেন নামে ওই যুবককে চিনি না। কখনও দেখিওনি। চুরির অভিযাগে স্হানীয়রা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি চৌকিদার পাঠিয়ে তাকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করি।

সুবর্ণচরে হাঁস নিয়ে বিরোধ:নিজের কক্ষে দুই ভাইকে পেটালেন ওসি দেব প্রিয় দাশ

109 Views

ক্রাইম রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সুবর্ণচরে দুই ভাইকে থানায় আটকে বেধড়ক পেটানের অভিযোগ উঠেছে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশের বিরুদ্ধে।নির্যাতনের শিকার মো. পারভেজ (২৪)উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ওই ওয়ার্ডে যুবলীগের সভাপতি পদ প্রার্থী। মো. হৃদয় (২০) যুবলীগ নেতা পারভেজের চাচাতো ভাই। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।ভুক্তভোগীদের দাবি গত শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাঁস নিয়ে বিরোধের জের ধরে ওসি তার কক্ষে তাদের দুই ভাইকে মারধর করেন। তবে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এটা মিথ্যা। পিঠের দাগ গুলি আপনারা দেখেন।পুলিশ কি এভাবে মারে। আমি এ একটাই প্রশ্ন রাখলাম।ভুক্তভোগী পারভেজ অভিযোগ করে বলেন, গত শুক্রবার ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে তার চাচা আবু জাফরের সঙ্গে প্রতিবেশী ইমাম উদ্দিনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলের দিকে চর জব্বর থানার একদল পুলিশ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে আমাকে এবং আমার চাচাতো ভাই হৃদয়কে আরেক স্থান থেকে ধরে নিয়ে যায়। পরে শুক্রবার ও শনিবার সারা দিন থানার হাজতে আটকে রাখে। শনিবার বিকেলের দিকে স্থানীয় ইউপি সদস্য থানায় গিয়ে টাকাপয়সা দিয়ে আমাদের থানা হাজত থেকে বের করে নিয়ে আসেন৷ পারভেজ আরো বলেন, শনিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ওসি দেব প্রিয় দাশ তার কক্ষে দুই ভাইকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। আমার শরীরে এখনো মারের দাগ আছে।ওসি দেব প্রিয় দাশ আরো বলেন, লিখিত অভিযোগের আলোকে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিল। পরে স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের কথা বলে দুই পক্ষ। এজন্য কোনো মামলা নেওয়া হয়নি।

সুবর্ণচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

112 Views
মোঃছানা উল্যাহ,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১) সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে৷ এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।একই দিন গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৭ জুন আসামি সোহেল শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফুসলিয়ে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি প্রজেক্টের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকিটিমের পিতা বাদী হয়ে চরজব্বর থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার আসামি ইব্রাহিম খলিল সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামি সাজা এড়াতে গা ঢাকা দেয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

নোয়াখালীর সুবর্ণচরে নয়া ইউএনও’র মতবিনিময় 

86 Views

মোহাম্মদ সানা উল্যাহ,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীর সুবর্ণচর উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সাথে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অশোক বিক্রম চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু জাহের, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসাইন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম সুমন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আলী আক্কাস, সিফাতুর রহমান, সাংবাদিক আব্দুল বারী বাবলু, আরিফুর রহমান, ইমাম উদ্দিন সুমন প্রমুখ।

সুবর্ণচরে কৃষকদের নিয়ে ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

99 Views
মোহাম্মদ ছানা উল্যাহ,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসুবর্ণচরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণ এর উপর কৃষক/ যন্ত্রচালক ও মেকানিকদের নিয়ে ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর শাখার ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর  লাভজনক করা প্রকল্পের আওতায় সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে আল-আমিন বাজার এলাকায় প্রান্তিক কৃষকদের নিয়ে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।নোয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগ বৈজ্ঞানিক সহকারি আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে  উপস্থিত ছিলেন, ফার্ম মেশিনারি বিভাগ গাজীপুর শাখার  বৈজ্ঞানিক কর্মকর্তা  (এস ও FMPE) মোঃ সুমন মিয়া , সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর এস এস ও ড. শহীদুল ইসলাম, সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর এম এস বশির।বৈজ্ঞানিক কর্মকর্তা  মোঃ সুমন মিয়া জানান, কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতরো লাভজনক করা প্রকল্পের আওতায় ১৮ ধরনের যন্ত্রপাতি হাতে কলমে শেখানো হচ্ছে।  এই যন্ত্রপাতিগুলো একেবারে কৃষক যন্ত্রচালক ও মেকানিকদের হাতে কলমে ব্যবহৃত হবে । কৃষক যেন মাঠে গেলে তার মনে কোন জড়তা কাজ না করে, হান্ডিক্স কোথায় পাবো, মেকানিক কোথায় পাবো, এমন সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান করতে আমরা হাতে কলমে তাদের প্রশিক্ষণ দিচ্ছি যাতে মাঠের সমস্যা মাঠেই সমাধান হয়। এই সময় কৃষকরা জানায়, আমরা এই যন্ত্রপাতি দিয়ে খুবই উপকৃত হইতেছি এবং এলাকার সকলেই উপকৃত হইতেছে কানি প্রতি আগে আমাদের সাত থেকে আট হাজার টাকা খরচ লাগতো এখন আমরা কানি প্রতি তিন থেকে সাড়ে তিন বা চার হাজার টাকা খরচে চাষ করতে পারি এবং কানি প্রতি ৪০কেজি ধান লাগতো এখন ২০ থেকে ২৫ কেজি লাগে।

সুবর্ণচরে মৎস খামার দখল চেষ্টা হামলা ভাংচুরের অভিযোগ

93 Views
মোঃ ইমাম উদ্দিন সুমন,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী সুবর্ণচরে মাষ্টার ফিশারিজে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলা কারিরা ৪ শ মিটার তার কাঁটার বেড়া নিয়ে যান বলে জানান৷ ঘটনাটি ঘটে ২৮ আগস্ট (সোমবার) বেলা ১১ টায় চর জুবিলী ইউনিয়নের মধ্যম বাগ্গ্যা গ্রামে।
মাষ্টার ফিশারিজ ইউনিটের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, গতকাল পার্শ্ববর্তি রামগতি উপজেলার চর আফজাল গ্রামের মৃত আমিন উল্যাহর পুত্র রুবেল ভূঁইয়া (৪০) এবং একই গ্রামের মৃত সিদ্দীক মিয়ার পুত্র আমির হোসেন (৪০) নেতৃত্বে ১০/১৫ জনের একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র শাবল,  লাঠি সোটা নিয়ে আমাদের মুরগীর খামার দখল করতে আসে আমরা বাঁধা দিলে তারা আমাদেরকে হুমকি ধমকি দেয়, পরে তারা মুরগীর খামার ভেঙ্গে নিরাপত্তার জন্য চারপাশের লাগানো তার কাঁটার বেষ্টনি নিয়ে যায় এবং কিছু খালে রেখে চলে যায়। হামলার ঘটনায় আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আমরা ঘটনার ভিডিও করে রেখেছি, আমরা অভিযুক্তদের উপযুক্ত বিচার চাই।
মাষ্টার ফিশারিজের মালিক কবির হোসেন বলেন, ২০১২ সালে আমরা জায়গাটি ক্রয় করি একটি মহল ভূয়া কাগজপত্র সৃজন করে তাদের জায়গা দাবী করে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে।আমরা প্রশাসনের কাছে এমন ন্যাক্কার জনক ঘটনার বিচার চাই।৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর আলম এবং সাবেক ইউপি সদস্য সিদ্দীক উল্যাহ বলেন, এ জায়গার মালিক কবির হোসেন,  গতকাল একদল লোক প্রজেক্ট দখল করতে আসে, এসময় তারা মুরগী খামার ভাংচুর করে, কিছু তার কাঁটার বেড়া নিয়ে যায়, পরে এলাকাবাসী বাঁধা দিলে তারা চলে যায়।অভিযুক্ত রুবেল ভূঁইয়া মুঠো ফোনে  বলেন, জায়গাটি আমার , আমি আমার জায়গা দেখতে গেছি, আমার সাথে আরো কয়েকজন ছিলো শাবল নিয়েছি চারপাশে বেষ্টুনি দেয়ার জন্য কেউ যদি ভিডিও করে রাখে এতে আমার কিছু করার নেই। জায়গার মালিক আমরা আমাদের কাগজপত্র আছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস বলেন, এমন ঘটনায় কেউ অভিযোগ করেনি ,  লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালী সুবর্ণচরের তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

75 Views
মোঃদাউদ অর-রশিদ,দৈনিক নোয়াখালী সময় ডট.কম:নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় এক শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সোমবার (২১ আগস্ট) নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সুবর্ণচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু জাহের।  তিনি বলেন, পরবর্তীতে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুক (৪৫) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকার বাসিন্দা ও চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং শ্লীলতাহানির স্বীকার ছাত্রী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ঝাড়ু দেওয়ার সময় সহকারী শিক্ষক মো. ওমর ফারুক(৪৫) তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিক্ষার্থীর চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন শিক্ষক মো. ওমর ফারুক। পরে ঘটনা জানতে পেরে নির্যাতিতা ছাত্রীর মা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে মৌখিক ভাবে জানিয়ে এর বিচার দাবি করেন।
অভিযুক্ত শিক্ষক মো. ওমর ফারুকের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, বিদ্যালয়ের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় শিক্ষক মো. ওমর ফারুকর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেছি। সে প্রেক্ষিতে উক্ত শিক্ষককে সময়িক বরখাস্ত করা হয়েছে।

লাঙ্গলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সুবর্ণচর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বহিষ্কার

110 Views

মাইজদীকোর্ট (নোয়াখালী) প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে জাতীয় পার্টির সুবর্ণচর উপজেলার আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে। গতকাল জাতীয় পার্টির নোয়াখালী জেলা দপ্তর সম্পাদক মো. আলী হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নোয়াখালী জেলা জাতীয় পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলার জাতীয় পার্টি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সুবর্ণচর উপজেলার জাতীয় পার্টি সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বলা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুর আহাম্মদ ভুঁইয়া জাতীয় পার্টির সংগঠনের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। উক্ত বিষয়ে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু তাকে জিজ্ঞাসা করলে তিনি দলের বিপক্ষে নির্বাচন করবেন বলে চূড়ান্ত ভাবে জানিয়ে দেন। বারবার তাকে অনুরোধ করার পরও তিনি তার বিষয়ে অটুট থাকেন। তাই তাকে জেলা কমিটি সহ প্রাথমিকভাবে জাতীয় পার্টির সকল সদস্য পদ চূড়ান্ত ভাবে বাতিলের জন্য কেন্দ্রীয় কমিটিতে অবগত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮ই জানুয়ারি থেকে সুবর্ণচর উপজেলার আহ্বায়ক নুর আহম্মদ ভুঁইয়াকে সুবর্ণচর উপজেলার জাতীয় পার্টির সকল রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।এই বিষয়ে সুবর্ণচর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ  দৈনিক মানবজমিনকে জানান, আমি নোয়াখালী জেলার দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জেনেছি এবং পরে দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেও শুনেছি। উপজেলা জাতীয় সংহতির সভাপতি নুর করিম, জাতীয় সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, ৫ নং চর জুবিলী ইউনিয়নের সভাপতি মো. বেলাল হোসেন দৈনিক মানবজমিনকে জানান, সুবর্ণচর উপজেলা ইউপি নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপজেলা আহ্বায়ক নুর আহাম্মদ ভূঁইয়া নিজেই  নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করে প্রার্থী দেয়ার কথা বলে কেন্দ্র থেকে অনুমতি এনে ৫ নং চর জুবিলী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনকে  প্রার্থিতা চূড়ান্ত সিদ্ধান্ত করেন। শুনেছি পরদিন থেকে নাকি তিনি সরাসরি নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালান। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- আমি নৌকার ভোট করবো। প্রয়োজনে আমি নিজেই দল থেকে অব্যাহতি নেবো। এই বিষয়ে  জেলা কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তিও দেখেছি। তাতে তার বহিষ্কারের কথা উল্লেখ আছে। এই বিষয়ে সুবর্ণচর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুর আহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক মানবজমিনকে জানান, আমার ব্যাপারে আনীত যে সব অভিযোগ এসেছে তা মিথ্যা। আমি দলের বাইরে কারও ভোট প্রচার প্রচারণায় জড়িত নই। উপজেলার জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের কিছু লোক আমার বিরুদ্ধে এসব অভিযোগ নোয়াখালী জেলা কমিটিকে ভুল বুজিয়েছেন। আমি যখন শুনেছি আমাকে বহিষ্কার করা হবে তখন আমি রাগ করে বলেছি বহিষ্কার করা লাগবে না প্রয়োজনে আমি নিজেই অব্যাহতি  দেবো। আমি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে মনোনয়ন ফরম এনে দিয়েছি কিন্তু তিনি কবে কখন মনোনয়নপত্র নির্বাচন কমিশনারের কাছে জমা দিবে আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে তিনি জমা দিয়েছেন। জমা দেয়ার পর আমি লোক মারফত শুনেছি।