লক্ষ্মীপুরের বিএনপির নেতা এ্যানিসহ ৩ জনের নামে গ্রেপ্তারী পরোয়ানা, ৯ জনের জামিন নামঞ্জুর 

75 Views
সময় রিপোর্ট,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
লক্ষ্মীপুরে পুলিশের দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ নির্দেশ দেন।গ্রেপ্তারকৃতদের কারাগারে নেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা বিক্ষোভ করে। এসময় উত্তেজিতরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকারীদের কারাগারে নেয় পুলিশ।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই মামলায় ৯ জনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। একই মামলায় আদালতে অনুপস্থিত থাকায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।আসামিপক্ষের আইনজীবী ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদৌস মানিক বলেন,আমাদের তিনজন নেতা অসুস্থ। আমরা তাদের জন্য সময় চেয়েছিলাম। কিন্তু আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। এটি ফরমায়েশি আদেশ ছিল। বিচারকদেরকে বাধ্য করে এসব আদেশ দেওয়া হয়। দেশে আইনের শাসন নেই বলেই এমন ঘটনা ঘটছে।
কোর্ট

সালতামামী: লক্ষীপুর ফিরে দেখা রামগতির ২০২১

69 Views

লক্ষীপুর প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: লক্ষীপুর ২০২১ সালের পুরোটা সময় জুড়ে ল²ীপুরের রামগতি উপজেলায় বহু ঘটনা-অনুঘটনার জন্ম হয়েছে। সাফল্যের পাশাপাশি হারিয়েছি অনেককেই। সন্মানিত পাঠকদের চলমান এ বছর জুড়ে ঘটে যাওয়া এসব বিষয়গুলোকে আরো একবার স্মরন করিয়ে দিতে চাই এ বছরের শেষ সময়লগ্নে। উল্লেখযোগ্য কয়েকটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। মেঘনা বেড়ীবাঁধ প্রকল্প পাশ: ১জুন একনেক সভায় পাশ হয়েছে মেঘনার তীর সংরক্ষন বাঁধ প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার একশো কোটি টাকা। এর আগে পরিকল্পনা মন্ত্রনালয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে একনেক সভায় ৯নং প্রস্তাবনায় ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় তিনি এ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেন। এ প্রকল্পের আওতায় রামগতি কমলনগর উপজেলা দুটির মেঘনার ভাংগন কবলিত প্রায় একত্রিশ কিলোমিটার বাঁধের কাজ হবে। আজাদ উদ্দিন চৌধুরীর জীবনাবসান: কোভিড-১৯ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রামগতি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আজাদ উদ্দিন চৌধুরী। ১২ এপ্রিল (সোমবার) ভোর সাড়ে চারটায় ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। রামগতি পৌরসভা নির্বাচন: রামগতি পৌরসভার মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হলেন এম মেজবাহ উদ্দিন। তিনি ২০১৫সালের নির্বাচনেও মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মেয়র পদে এম মেজবাহ উদ্দিন মোট ভোটারের প্রায় অর্ধেক ভোট পেয়েছেন। দশটি কেন্দ্রের সবগুলোতেই হয়েছেন প্রথম। ইউনিয়ন পরিষদ নির্বাচন: রামগতি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২১মে (সোমবার) তিনটি ইউনিয়নের সবকটিতেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ০২নং চর বাদাম ইউনিয়নে মো: শাখাওয়াত হোসেন জসিম, ০৪নং চর পোড়াগাছায় নুরুল আমিন (হাওলাদার) এবং ০৭নং চর রমিজে মো: মোজাহিদুল ইসলাম দিদার চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এরমধ্যে শাখাওয়াত হোসেন জসিম এবং নুরুল আমিন হাওলাদার দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মোজাহিদুল ইসলাম দিদার লক্ষীপুর জেলা পরিষদের সদস্য ছিলেন।১১নভেম্বর বৃহস্পতিবার: রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: তাওহীদুল ইসলাম সুমন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ১২৯৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম রাসেল ঘোড়া প্রতিকে পেয়েছেন ১০৯১ ভোট। বিদ্যুতের তারে আহত শিশু তামিম: পল্লী বিদ্যুতের ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আড়াই মাস ধরে চিকিৎসাধীন লক্ষীপুরের রামগতি উপজেলার তামিম ইকবাল (১২)। ৪ সেপ্টেম্বর রাতে চর টগবি গ্রামে মেঘনার ভাংগনে পল্লী বিদ্যুতের একটি খুঁটি নদীতে ভেঙ্গে পড়ে। পরদিন ২৫ সেপ্টেম্বর সকালে তার ভাই মো: আশরাফ নিজে এবং আরো কয়েকজনের মাধ্যমে পল্লী বিদ্যুত অফিসে জানান। দু দিন সময় পার হলেও তারা কোন ব্যবস্থা নেননি। স্কুল থেকে ফিরে গোসল করতে যায় নদীতে। সেখানেই সে বিদ্যুতস্পৃষ্ট হয়।ক্ষতিপূরণ হিসেবে ১০কোটি টাকা কেন দেয়া হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। শিশু তামিমের বাবা মো: শাহাদাত হোসেন এর করা এক রীটের শুনানী শেষে উচ্চ আদালত এ রুল জারি করেন। পাশাপাশি তাৎক্ষনিক ক্ষতিপূরন হিসেবে ৫লক্ষ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ৬ ডিসেম্বর সোমবার আদালতে এ রীটের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বডুয়া। ইসলামী আন্দোলন এর নেতার মৃত্যু: ইসলামী আন্দোলন রামগতি উপজেলা উত্তর শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ নোমান ইন্তেকাল (৩২)করেছেন।  ২১ আগস্ট শনিবার রাতে অসুস্থ হলে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।  সেখানেই ৯টার সময়  চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরহুম মাওলানা মোঃ নোমান রামগতি পৌরসভার ২নং ওয়ার্ড নিবাসী আলহাজ মৌলভি হোসেন আহমেদ এর ছোট ছেলে। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে একটি মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্বে ছিলেন। আলেকজান্ডার বাজারে অগ্নিকান্ড: রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১৭ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আলেকজান্ডার বাজারের বটতলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়কের উত্তর পাশের একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে। ফাহিমের বুয়েট ভর্তি জয়: ফাহিম। ভর্তিযুদ্ধ জয়ী রামগতি, ল²ীপুর তথা উপকূলের বীর। সমাজ ও দেশের গর্ব। পুরো নাম ফাহিম জাহান মাহমুদ। রামগতি উপজেলার রামগতি পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ আদালত পাড়ার বাসিন্দা। উচ্চ শিক্ষার অভিপ্রায়ে অবতীর্ন হন ভর্তি যুদ্ধে। এখানেও যুক্ত করেছেন একাধিক সাফল্যের পালক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত মেধা তালিকায় হয়েছেন ৪৯তম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৪তম। চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়েছেন ১২৬২তম। এমআইএসটিতে ১৪৬তম। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: মোছলেহ উদ্দিন এবং মাতা মোছফেকা জাহান মামুদ এর ছোট সন্তান ফাহিম। পরিবারে বাবাসহ একাধিক সৎসক হিসেবে। মেডিকেলে ভর্তির সুযোগ থাকলেও বেচে নেবেন বুয়েটকেই। হতে চান একজন দক্ষ প্রকৌশলী। দেশ ও দশের কল্যানে করবেন জীবনের যত কাজ। প্রকৌশলী হতে ভর্তি হবেন বুয়েটের Department of Electrical and Electronic Engineering -EEE (ত্রিপল-ই) বিভাগে। দু চিকিৎসকের বিসিএস সুপারিশ: বাংলাদেশ সিভিল সার্ভিস এর ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন রামগতি উপজেলার দু কৃতি চিকিৎসক। তাঁরা হলেন ডা: মাসউদ জাহান মাহমুদ এবং ডা: রায়সুল হাসান শিবলি। ডা: মাসউদ জাহান মাহমুদ রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডা: মোসলেহ উদ্দিনের বড় সন্তান। অন্যদিকে ডা: রায়সুল হাসান শিবলি হলেন চর রমিজ ইউনিয়নের বঘুনাথপুর গ্রামের মরহুম মাওলানা আনছার উদ্দিনের ৬ষ্ঠ সন্তাান। জানা যায়, ডা: মাসউদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে তিনি ব্রিটিশ স্কুল অব ল’ কলেজে এলএলবি অধ্যয়নরত আছেন। তাঁর চার ভাই বোনের মধ্যে তিন জনই চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। ডা: রায়সুল হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। রামগতিতে নতুন উপজেলা নির্বাহি কর্মকর্তা: লক্ষীপুরের রামগতি উপজেলায় নতুন উপজেলা নিবার্হি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এসএম শান্তুনু চৌধুরী। এর আগে তিনি নিরাপদ খাদ্য অধিদপ্তরের নিবার্হি ম্যাজিস্টেড হিসেবে কর্মরত ছিলেন। ১৪ অক্টেবর, বৃহস্পতিবার তিনি কর্মস্থলে যোগদান করেন। তিনি উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন। বিসিএস (প্রসাশন) ক্যাডারের এ কর্মকর্তাকে ১৩ অক্টেবর বর্তমান পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। ঢাকা জেলার বাসিন্দা এসএম শান্তুনু চৌধুরী ৩২তম বিসিএস-এ প্রসাশন ক্যাডারে নিয়োগ লাভ করেন। ইতিপূর্বে তিনি নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহি ম্যাজিস্টেড হিসেবে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে দেশব্যাপি বেশ সুনাম অর্জন করেছেন। দক্ষিনা রঞ্জন বাবু’র মৃত্যু: রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের রঘুনাথপুর নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দক্ষিনা রঞ্জন দাস পরলোকগমন করেছেন। ১৪ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে দশটায় ঢাকার সম্মিলিত পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। দক্ষিনা রঞ্জন দাস জনপ্রসাশন মন্ত্রনালয়ের উপসচিব ধনঞ্জয় দাসের বাবা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪বছর। একজন লেখক হিসেবে “স্মৃতিসূত্র ও আমার দুঃখময় কর্মজীবন এবং শিক্ষাজীবন“ নামে একটি বায়োপিক বই লিখেছেন। পেয়েছেন যথেষ্ট জনপ্রিয়তাও। শিক্ষকতা জীবনে তিনি সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সূবর্নচর উপজেলার শহীদ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আরো একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। সর্বশেষ রাজধানীর ডেমরা হাজী রহমত উল্যাহ ফোরকানীয়া উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহন করে ঢাকায় বসবাস করছিলেন। তিনি রামগতি বিবিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক কৃতি শিক্ষার্থী ছিলেন।

লক্ষীপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীকে অপহরণের অভিযোগে চেয়ারম্যানসহ ৯ জনের নামে মামলা

61 Views

রিয়াজ মাহমুদ বিনু, দৈনিক নোয়াখালী সময় ডট কম: লক্ষীপুরের রামগতিতে ছাত্রলীগ নেতা মুশফিক মাহমুদের স্ত্রী নিশি মাহমুদকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমসহ ৯ জনের নাম উল্লেখ ও অচেনা ৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল রামগতি আদলতে মুশফিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বাদীর আইনজীবী ফাহাদ ইসলাম জনি সাংবাদিকদের জানান, মামলাটি আদালতের বিচারক মোসাম্মৎ নুসরাত জামান আমলে নিয়েছেন। আসামি তন্ময় কুমার দাসের মোবাইল নম্বর সংগ্রহ করে অবস্থান চিহ্নিত পূর্বক নিশি মাহমুদকে উদ্ধারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে আদালত। আসামি তন্ময় পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাটি গ্রামের নব কুমার দাসের ছেলে। অন্য আসামির হলেন রামগতি উপজেলার চরসীতা গ্রামের প্রদন্ন মজুমদার, নিরাশা মজুমদার, পটুয়াখালীর লাউকাটি গ্রামের কমল দাস, নবকুমার দাস, অয়ন দাস, প্রান্ত কুমার দাস, ধনঞ্জয় কুমার দাস ও অজ্ঞাত ৫ জন। বাদী মুশফিক ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও রামগতির চরসীতা গ্রামের এ.জেড.এম মুনছুরের ছেলে। এজাহার সূত্র জানায়, ছাত্রলীগ নেতা মুশফিক নিজ গ্রামের আমিরোদ্ধ মজুমদারের মেয়ে প্রজরি মজুমদার নিশির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে চলতি বছর ১৫ সেপ্টেম্বর তারা বিয়ে করে। এ প্রেক্ষিতে নিশি ইসলাম ধর্মগ্রহণ করে ও এফিডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে নিশি মাহমুদ রাখা হয়। ১১ নভেম্বর নিশির বাবা আমিরোদ্ধ মারা যান। বাবার শেষকৃত্য করতে নিশি বাড়িতে যায়। এতে ওই বাড়িতে ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা নিশিকে আটকে রাখে। পরে তাকে অপহরণ করে পটুয়াখালী তন্ময়দের বাড়িতে ৭ দিন আটকে রাখা হয়। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে মুশফিক পটুয়াখালী তন্ময়ের এলাকায় যায়। সেখানে মুশফিক জানতে পারে তার স্ত্রীকে আটকে রেখে জোরপূর্বক তন্ময়ের সঙ্গে বিয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে নিশিকে হত্যা করে লাশ গুম করার আশঙ্কাও করা হচ্ছে। নিশিকে ফিরে পেতে মুশফিক আদালতে মামলা দায়ের করেন। রাত সাড়ে ১১ টার দিকে বাদী মুশফিক মাহমুদ বলেন, নিশি আমার বিবাহিত স্ত্রী। চেয়ারম্যান জসিম কারসাজি করে আমার স্ত্রীকে অভিযুক্তদের দিয়ে অপহরণ করিয়েছে। নিশিকে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই। তারা আমার স্ত্রীকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। সাখাওয়াত হোসেন জসিম বলেন, মুশফিক নিশিকে জোর বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পারেনি। নিশিকে তার সিদ্ধান্তে আমরা পটুয়াখালী নিয়ে বিয়ে দিয়েছি। মুশফিক নিশিকে বিয়ে করেছে জানালে চেয়ারম্যান জসিম জানান, তাহলে বিষয়টি আমার জানা নেই। তবে মুশফিক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান যে, মুশফিক আমাকে ঘটনাটি জানিয়েছে। তবে আদেশের কপি এখনো আমার কাছে আসেনি। আদেশ কপি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষীপুরে শিশু তামীমকে ১০ কোটি দিতে হাইকোর্টের রুল, তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ

53 Views

রিয়াজ মাহমুদ বিনু, দৈনিক নোয়াখালী সময় ডট কম: লক্ষীপুরের রামগতিতে পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের (১২) বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করছেন আদালত। শিশুর বাবা সাহাদাত হোসেনের করা রিটের শুনানি নিয়ে (আজ) ০৬ ডিসেম্বর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। জ্বালানি সচিব,পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান,লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজারসহ সংশ্লিষ্ট পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে লক্ষীপুরের রামগতিতে পল্লীবিদ্যুতের অবহেলায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গুরুতর আহত হয়। দুই মাস ধরে সে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। বাম হাত পুরোপুরি কেটে ফেলা হয়েছে। ডান পায়ের দুটি আঙুলও কেটে ফেলতে হবে। ঝলসে যাওয়া শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মাথার আঘাতও গুরুতর। এই নিয়ে পল্লী বিদ্যুতের অবহেলায় রামগতিতে বিদ্যুতস্পৃষ্ট তামিমের কাটতে হয়েছে হাত,চিকিৎসা ব্যয় মেটাতে নি:স্ব পরিবার শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় তামিমের মা আমেনা বেগম পল্লী বিদ্যুতের অবহেলার কারণে তার সন্তান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এমন অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান। তামিম রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চর টবগী গ্রামের দিন মজুর শাহাদাত হোসেনের ছেলে। সে স্থানীয় কাটাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র। স্থানীয়রা জানান, মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে গত ২৩ সেপ্টেম্বর চর টবগী গ্রামের একটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। এরপর থেকে ওই খুঁটির বিদ্যুতের তারগুলো এলোমেলোভাবে নদীর পাড়ে পড়ে থাকে। এ বিষয়ে স্থানীয়রা রামগতির পল্লী বিদ্যুৎকে অবগত করলেও তারা ঘটনাস্থলে আসেনি বা কোন ব্যবস্থা নেননি। এর দুদিন পর ২৫ সেপ্টেম্বর স্কুলছাত্র তামিম নদীতে গোসল করতে গেলে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

 

 

৮ নং সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী

93 Views

৮ নং সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী

মাহমুদ খাঁন নির্বাহী সম্পাদকঃ

সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে, মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন চৌধুরী। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে তিনি সোনাইমুড়ী উপজেলা কৃষি অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ,ফ,ম বাবুল (বাবু), নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপি বাহার, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান খলিল, ৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার আব্দুর রহিম,৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল মেয়া (বাবলু)
৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহজাহান, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মাহমুদ খান, ,৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল বাশার পিন্টু,৮নং সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন।
৮ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আকবর ও যুবলীগ,ছাত্রলিগ,স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আরো‌ ছিলেন স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর দৈনিক নোয়াখালী সময় কে বলেন, আমি জনগণের সুখে দুখে তাদের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতে ও থাকব। করোনা মহামারীতে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি ৮নং সোনাপুর ইউনিয়নের জনগণের পাশে থাকতে। তিনি বলেন,সরকারের দেওয়া সহযোগিতার পাশাপশি আমি ব্যক্তিগতভাবেও অসহায় কর্মহীনদের সহায়তা করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনাপুরকে মাদক ও সন্ত্রাস মুক্ত আধুনিক ইউনিয়ন পরিনত করার জন্য আমি কাজ করে চলেছি। ইনশাল্লাহ তা অব্যাহত থাকবে কিছু কাজ চলমান আছে অচিরেই সে কাজগুলো সমাপ্ত হবে।

আলমগীর হোসেন চৌধুরী এলাকাবাসী দোয়া ও সমর্থন কামনা করেন।

লক্ষীপুর রামগঞ্জে ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু’র ত্রান বিতরন

93 Views

আবু তাহের, দৈনিক নোয়াখালী সময় ডট কম: দেশব্যপী দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেদ ও করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবোলায় লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ৬নং লামচর ইউনিয়নের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী মোরশেদুল আমিন বাবু ২শতাধিক দরিদ্র জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। (৬ জুলাই) মঙ্গলবার দিনব্যাপী লামচর ইউপির দাসপাড়া,পানপাড়া,বেড়ীর বাজার, মজুপুর ও লামচর উচ্চ বিদ্যালয় মাঠে আবাসন কেন্দ্রের অসহায় ও দুস্থ জনসাধারনের মাঝে ওই ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের ভূইয়া, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোং রাব্বি, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মুরাদ হোসেন প্রমুখ।এসময় ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবু বলেন, করোনা ভাইরাসের কারনে দেশব্যাপী সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে চাই। সবার দোয়া থাকলে খুব শীঘ্রই পর্যায় ক্রমে ইউনিয়নের বাকী এলাকা গুলোতেও খাদ্য সামগ্রী পৌছে দিবো ইনশাআল্লাহ্।

লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩, নগত টাকা ও স্বর্নালংকার লুট

145 Views

রিয়াজ উদ্দি বিনু, দৈনিক নোয়াখালী সময় ডট কম: লক্ষীপুরের রামগতি পৌরসভার ৭নং ওয়ার্ডে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের হামলায় রেজিষ্ট্রারধারী ভেন্ডার ও নারীসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাত জখম করা হয়েছে। আহতরা হলেন, শিপন মাহমুদ (৩২), তামান্না আক্তার খুরশিদা (৩৫) ও নাহার আক্তার (২৫)। আহত শিপন একই এলাকার ছেরাজল হকের ছেলে, নাহার তার স্ত্রীর ও তামান্না তাহার ভাবী। ঘটনাটি ঘটে গত শনিবার (২৭ জুন) পৌরশহরের বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তামান্না আক্তার খুরশিদার স্বামী শাহাদাত হোসেন রিপন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫  জন’কে আসামী করে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, দিদারুল ইসলাম খন্দকার, রিয়াজ উদ্দিন খন্দকার, মুজাহিদুল ইসলাম অন্তর, শুভ খন্দকার, মো: নুরুল আমিন, মো: মজনু, মো: আশিক, মো: ইমতিয়াজ, শামীম, বিপ্লব ও মো: ফারুক। এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রæয়ারী মাসে রামগতি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কমিশনার পদে প্রতিদ্বন্ধিতা করাকে কেন্দ্র তাদের বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় শিপন মাহামুদের পরিবারের লোকজনদের হুমকী-দুমকি দিয়ে আসছে দিদারুল ইসলামের পরিবারের লোকজন। ঘটনার দিন শনিবার (২৭ জুন) শিপন, রিপন ও খুরশিদা আলোকজান্ডার বাজারের বাসষ্ট্যান্ডে কামরুলের ফার্নিচার দোকানে যায় ঘরের ফার্নিচার পচন্দ করতে যায়। এমন সংবাদ পেয়ে অভিযুক্ত দিদারুলের নেতৃত্বে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে রিয়াজ, শুভ, শামীম, নুরুলসহ ৩০/৩৫ জন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়ে তাদের ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ব জখম করে এবং নাহারকে শ্লীলতা হানীর চেষ্টা করে। এসময় হামলাকারীরা রিপনের কাছে থাকা ৩ লক্ষ ৪০ হাজার, শিপনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ও নগত ৫৫ হাজার টাকা এবং নাহার আক্তারের ১ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা ১টি মোটরসাইকেলও ভাংচুর করে তারা। তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে শিপনের অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসরি কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেন।  অভিযোগকারী জানান, বর্তমানে তার ভাই নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনও হামলাকরীদের ভয়ে তার পরিবারের লোকজন আতংঙ্কের মধ্যে রয়েছে আবার যেকোন সময় সন্ত্রাসীদের হামলার শিকার হওয়ার কথা জানান তিনি। এ ব্যাপারে হামলাকারী দিদারুল ইসলাম খন্দকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, মারামারির বিষয়ে একটি মামলা হয়েছে। যার মামলা নং- ১৩ তাং- ২৮ জুন। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।

লক্ষীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

146 Views

রিয়াজ মাহমুদ বিনু, দৈনিক নোয়াখালী সময় ডট কম: সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী লক্ষীপুরে উদযাপিত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে লক্ষীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত রায়পুর পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। অনুষ্ঠানে রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সম্পাদক হাজ্বী ইসমাইল হোসেন খোকন, সাংগঠনিক কাজী নাজমুল কাদের গুলজারসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা দেশের স্বাধীনতার সংগ্রামের পটভূমিকায় বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এর আগে ফুল দিয়ে নব নির্বাচিত সাংসদ এ্যাডভোটেক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিকে বরণ করে নেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আওয়ামীলীগের উদ্যোগে রামগতি উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও মিষ্টি বিতরনের মাধ্যমে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। উক্ত অনুষ্ঠানে আওমীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন লিটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নাছের, আবুল কাশেম মিজান, মেজবাহুল ফারুক টুলু, পৌর আওয়ামীলীগের সভাপতি সায়েদ পারভেজ, সাধারণ সম্পাদক ওয়ারেছ মোল্লা, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বিপি হেলাল, যুগ্ম-আহবায়ক শাহ মোঃ রাকিব, ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখি, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ, এছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এমপি পাপুলের পক্ষে রিট করায় লক্ষীপুরে পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

102 Views

লক্ষীপুর প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: কুয়াতে অর্থ ও মানব পাচার মামলায় সাজাপ্রাপ্ত ও ল²ীপুর-২ রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করায় ল²ীপুরের রায়পুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন লিটনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (৯ জুন) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু বিষয়টি নিশ্চিত করেন। পদ হারানো লিটন উপজেলার কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।লিটন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে উপজেলা কমিটি’র জরুরি বৈঠকে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুগ্ম-আহŸায়ক সালাউদ্দিন আহমেদ বাবু, মুরাদ হোসেন মিয়াজী ও মো. জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে লিটনকে অব্যাহতি দেয়া হয়।দলীয় সূত্রে জানা যায়, ল²ীপুর-২ আসনকে শূন্য ঘোষণাকে অবৈধ এবং পাপুলের সংসদ সদস্য পদ রক্ষার জন্য স¤প্রতি তার বোন নুরুন্নাহার বেগম ও লিটন হাইকোর্টে রিট করেছিলেন। শুনানির পর সোমবার (৭ জুন) আদালত রিটটি খারিজ করে দেন। পাপুলের পক্ষ নেয়ার কারণেই লিটনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংসদ নির্বাচনে লিটন পাপুলের প্রস্তাবকারী ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে শাহাদাত হোসেন লিটন বলেন, এটা কোন অপরাধ নয়। অব্যাহতির কাগজ আমি হাতে পাইনি। কী কারণে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে, তাও জানানো হয়নি। এমনকি আমাকে শোকজও করা হয়নি।উল্লেখ্য, আগামী ২১ জুন ল²ীপুর-২ রায়পুর আসনে ইভিএম’র মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টির শেখ ফায়িজ উল্যা শিপন প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর আগে কুয়েতে গ্রেফতার এ আসনের এমপি পাপুলের সাজা হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শপথ নিলেন রায়পুর পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

123 Views

রিয়াজ মাহমুদ বিনু, দৈনিক নোয়াখালী সময় ডট কম: লক্ষীপুরের রায়পুরে পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়েছে। বুধবার (৯ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠান হয়। অপরদিকে-বৃহস্পতিবার দুপুরে (১০ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন মেয়র ও কাউন্সিলরগন।নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মিজানুর রহমান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।রায়পুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিরা হলেন, মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, কাউন্সিলর নাজমে আরা মনি, ফেরদৌসি বেগম স্বপ্না, সামছুন্নাহার লিলি, আবু নাসের বাবু, মাহবুবুর রহমান রিজভি, মোঃ ইউসুফ হোসেন, আনোয়ার হোসেন বাহার, জাকির হোসেন নোমান, আইনুল কবির মনির, মেহেদি হাসান শিশির, আবুল হোসেন ও খায়রুল আলম রুবেল প্রধানিয়া।এসময় বিভাগী কমিশনার মোঃ কামরুল হাসাল জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, আজ থেকে আপনার সরকারের পক্ষে সাধারণ জনগনের সেবক। পৌর এলাকার নাগরিকদের সকল অধিকার রক্ষায় শপথ নিয়েছেন। এ জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সকল সুযোগ সুবিধা দেয়া হবে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম থাকায় সাড়ে তিন মাস শপথ গ্রহন বিলম্ব হয়। ২৫ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়।