জেএসএস কেন্দ্রীয় কমিটির শার্শা উপজেলা কার্যালয় পরিদর্শন মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

177 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটির-২০২১ অনুমোদন দেওয়ার পর উপজেলা কমিটিকে অভিনন্দনের মাধ্যমে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সংস্থার উপজেলা কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার। এসময় আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সকল সদস্য।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ আলমগীর গনি, স্টিয়ারিং কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি মোঃ সাজ্জাদুল কবীর, স্টিয়ারিং কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলতাফ হোসেন এর একান্ত সচিব মুহাম্মদ কামরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ মোঃ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি মোঃ আজিজুল হক, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটি পরিদর্শন, মত বিনিময় ও পরিচিতি সভায় মহান পেশা সাংবাদিকতার নানা বিষয়ে দিক নির্দেশনা মাধ্যমে বক্তব্য রাখেন – স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ আলমগীর গনি, মোঃ সাজ্জাদুল কবির, মোঃ কামরুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, এস এম মারুফ।এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদ্বীন বাবু, অর্থ বিষায়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, আইন বিষায়ক সম্পাদক মোঃ শাহ আলম খান, প্রচার সম্পাদক মোঃ বাবুল হোসেন, ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ, সদস্য হাসানুজ্জামান হাসান-১, হাসানুজ্জামান হাসান-২, মোঃ বায়েজীদ হুসাইন, মোঃ ইমরান হোসেন, মোঃ মেহেদী হাসান। পরিচিতি ও আলোচনা সভা শেষে মধ্যভোজের মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত হয়। আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটির সকল সদস্য।

 

জাতীয় সাংবাদিক সংস্থার নব গঠিত শার্শা উপজেলা কমিটি অনুমোদন

172 Views

যশোর প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি -২০২১ অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থার সভাপতি পদে আলহাজ্ব এইচ এম আবুল বাশার ও সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন বিশ্বাস কে নির্বাচিত করায় যশোরের শার্শা উপজেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি মোঃ আলতাফ হোসেন চৌধুরী ও সংস্থার সকল কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার যশোরের শার্শা উপজেলা কমিটি। সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার সাথে থাকা সকল কলম সৈনিক সহকর্মীদের।জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলার সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার এক বিবৃতিতে নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনগুলোতে সংস্থার সাথে থেকে পরবর্তী প্রজন্মেকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে। সামাজিক কাজে ও গুনিজনদের জীবনি সম্পর্কে ও তার অবদান সম্পর্কে বিশদ ভাবে জানতে সাহায্য করতে হবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কমিটি সেই লক্ষ্যে কাজ করবে।সংস্থার সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বিল্লাহ্ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কলম সৈনিকদের বিরুদ্ধে চক্রান্ত নতুন কিছু নয়, চক্রান্ত আগেও হয়েছিলো, এখনো হচ্ছে অথবা সামনেও হবে। কিন্তু মহান পেশার আদর্শ, যা অন্ধকারেও আলোর মশাল জ্বালিয়ে পথ দেখায় এবং সকল চক্রান্তকে বিচ্ছিন্ন করতে সক্ষম তাই এই আদর্শ থেকে বিচ্যুতি হওয়া চলবে না। বরং শক্ত হাতে সমাজের সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে ও প্রধানমন্ত্রীর মাদক বিরোধী জিরো টলারেন্সকে সফল করে দেশের মেধাবী যুব সমাজকে ধ্বংশের পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে জাতীয় সাংবাদিক সংস্থার সহ সকল কলম সৈনিক একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, সত্য প্রকাশ পিচ পা না হওয়া সংবাদকর্মীদের নিয়ে চক্রান্ত করে লাভ হবে না। ইতিহাস সাক্ষী, চক্রান্তকারীরা সবসময়-ই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি দেশের স্বাধীনতা স্বপক্ষের সকল শক্তিকে এক যোগে কাজ করার আহ্বান জানান। নব গঠিত জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ফেডারেশন অব বাংলাদেশ কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান (সজন), শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক ও শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আব্দুল মুন্নাফ, পোর্ট থানা প্রেসক্লাব বেনাপোল ও দৈনিক বেনাপোল পত্রিকার সম্পাদক সাহাবুদ্দিন গোলদার, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দীন গাজী, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও এস বি ট্রান্সপোর্ট এজেন্সীর স্বত্বাধিকারী এ কে এম আতিকুজ্জামান সনি, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও সিএন্ডএফ ব্যবসায়ী আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটু ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেত্রী বৃন্দ।

 

হাই স্কুলে অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায়: ৩ শিক্ষককে শোকজ

219 Views

 

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: যশোরের বাঘারপাড়ার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের নবম ও দশম শ্রেণির অ্যাসাইনমেন্টের নামে অর্থ আদায়ের ঘটনায় তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। টাকা আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষককে শোকজ করেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, দশম শ্রেণির কারিগরি বিভাগের শিখনফল মূল্যায়নে অ্যাসাইনমেন্টের নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট টপিক সংগ্রহ ও জমা করতে বাধ্য করে স্কুলের ওই শিক্ষকরা। এমনকি নিয়ম নীতি না মেনেই ওই বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছামত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠে। অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের শিক্ষক ইফতেখাইরুল রিগান, আব্দুর রশিদ ও অনুপম কুমার বিশ্বাসকে শোকজ করে স্কুলের ম্যানেজিং কমিটি। একইসাথে তিন কর্মদিবসের মধ্যে ঘটনার বিষয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন জানান, বিষয়টি সঠিক। তাই  তিন শিক্ষককেই শোকজের চিঠি পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তানিয়া আফরোজ জানান, অবৈধভাবে অর্থ আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার কাউন্সিল ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

182 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জাতীয় সাংবাদিক সংস্থা’র শার্শা উপজেলা কমিটির আয়োজনে সংস্থার কাউন্সিল-২০২০ ও ১২ই ফেব্রুয়ারী ২০২১ সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি এইচ এম আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি মোঃ সাজ্জাদুর কবীর। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার আগামীর পথ আরো বেশি গতিময় করতে বিভিন্ন দিক নির্দেশনা সহ নানামুখী আলোচনা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- খুলনা মহানগর কমিটির সহ সভাপতি শেখ আজিজুর রহমান, যশোর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, জেলা সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মঞ্জু, দৈনিক গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, পোর্ট থানা প্রেসক্লাবের সভাপতি এম শাহাবুদ্দিন গোলদার, শার্শা উপজেলা শাখা কমিটির সভাপতি এইচ এম আবুল বাসার, সিনিয়র সহ সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন বাবু, খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ, অর্থ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, আইন বিষায়ক সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক বাবুল হোসেন, মফিজুর রহমান প্রমুখ।

বেনাপোলে চাকু সহ যুবক আটক

150 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: যশোরের বেনাপোলে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের উপর চড়া হয়ে পকেট থেকে চাকু বের করার সময় চাকুসহ মোঃ ডালিম নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটক ডালিম শার্শা থানাধীন নাভারণ রেল স্টেশন এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় বেনাপোল পৌর গেটের সামনে এ ঘটনাটি ঘটে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আজ দুপুর সাড়ে ১২ টার সময় মোটরসাইকেল যোগে এক ব্যক্তি সড়ক বেয়ে যাবার সময় ট্রাফিক পুলিশ দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে এসময় মোটরসাইকেলের চালক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সে পকেট থেকে চাকু বের করতে গেলে এসময় পুলিশ তাকে চাকুসহ হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে বেনাপোল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৩/৪৪৩ তাং ২/১১/২০২০ইং। তাকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।

বেনাপোল  সীমান্ত থেকে ৯টি পিস্তল ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিনসহ ইউপি সদস্য গ্রেফতার

202 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের পুটখালী এলাকা থেকে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি অবগত করে র‌্যাব। আটক হাবিবুর পুটখালী গ্রমের কোরবান বিশ্বাসের ছেলে এবং পুটখালী ইউনিয়ন পরিষদের একজন কাউন্সিলর। যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি সদস্য হাবিবুর রহমান তার বাড়িতে বিপুল পরিমান অস্ত্রের চালান মজুদ করে রেখেছেন। এমন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইউপি সদস্য হাবিবুরকে আটক করা হয়। পরে তার দেওয়া সীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত । পরবর্তীতে আটক হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা । এদিকে পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান জানান, গ্রেফতার হওয়া ইউপি সদস্যের নামে এর আগেও অস্ত্র মামলা রয়েছে।

ফ্রান্সে রাসুলের (সঃ) অবমাননার প্রতিবাদে বেনাপোল সহ গোটা যশোর জেলায় বিক্ষোভ মিছিল

226 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হজরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোর জেলা ইমাম পরিষদের পক্ষে বেনাপোল ইমাম পরিষদের উদ্দ্যেগে সারা দেশের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোলের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে বেনাপোল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার হয়ে আন্তর্জাতিক চেকপোস্ট ঘুরে আবারও বেনাপোল বাজারে গিয়ে শেষ হয়। এসময় মহানবী (সঃ) এর ভালোবাসার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মুসল্লিরা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান। আরো বলেন, একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। শুধু মুসলমান নয় বরং বিশ্বের শান্তিকামী দেশের মানুষের কাছ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল ফ্রান্স। এর আগেও ২০১৫ সালে এ পত্রিকাটি রাসূলকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল। এ নীতিহীন অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। এবার শার্লি এবদোর সাথে সাথে ফরাসি সরকারের এই কাণ্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। এগুলো কি শুধু অবমাননা, না কি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে জাতিসঙ্ঘ, ওআইসি, আরব সহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এসময় নেতৃবৃন্দরা বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী হযরত মোহাম্মদকে (সা:) অবমাননা করলে আমরা চুপ থাকব, বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানেরই ঈমানের দাবি। আমরা অবিলম্বে ফরাসি পত্রিকা ও সরকারিভাবে প্রদর্শিত ব্যঙ্গাত্মক কার্টুন প্রত্যাহার ও কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

র‌্যাব’র আমন্ত্রনে ৭ জন ভারতীয় শিল্পীর বাংলাদেশে প্রবেশ

171 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: অপারেশন সুন্দরবন নামক চলচ্চিত্রে অংশ গ্রহণের জন্য ভারতীয় ৭ জন শিল্পী বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশে করেন। তাদেরকে রিসিভ করার জন্য আসা যশোর র‍্যাব ক্যাম্পের ডিএডি আবুল বাশার বলেন, র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ, র‍্যাব ফোর্সেস হেডকোয়াটার্স, কুর্মিটোলা, উত্তরা, ঢাকা’র প্রযোজনায় অপারেশন সুন্দরবন নামক চলচ্চিত্রে অংশ গ্রহণের জন্য ৭ জন ভারতীয় শিল্পী বুধবার দুপুরে ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল প্রবেশ করেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

বেনাপোলে জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত 

151 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা কমিটির বেনাপোল অফিসে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধায় বেনাপোল অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি এস এম মারুফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখা কমিটির সভাপতি এইচ এম আবুল বাসার, সহ সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়ন হালদার, বাবুল হোসেন, সহ শাহ আলম, মফিজুর রহমান, হাসানুজ্জামান, আজগর ও হাসান। এ সময় সভাপতি এইচ এম আবুল বাসার বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা নির্যাতিত সকল সাংবাদিকের আস্থা। গোটা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে। সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা গুটিগুটি পায়ে আজ দেশে বৃহত্তর অবস্থানে এসে পৌঁছায়ছে। তাই আমরা সবাই যেন সংস্থার সম্মান অক্ষুন্ন রেখে সত্য প্রকাশের মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে। সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বলেন, সরকারি নিবন্ধনকৃত সাংবাদিক সংগঠন ও দেশের সকল নির্যাতিত সাংবাদিক পাশে থেকে নিঃস্বার্থ ভাবে লড়াই করে যাওয়া সংগঠনটির নামই জাতীয় সাংবাদিক সংস্থা। আজ দু’এক জায়গায় নয় বরং দেশের প্রায় সকল জেলা উপজেলায় এই সংস্থার অফিস সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, সাংবাদিক এর কলম ও ক্যামেরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করে না। বরং শত বাধা উপেক্ষা করে সত্য উদঘাটন করে সমাজের বিবেকবান মানুষের কাছে পৌঁছে দেয়। অসৎ এর শক্তি ক্ষণস্থায়ী আর সৎ শক্তি চিরস্থায়ী। তাই আমাদেরকে সৎ সাহস নিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে। এসময় পর্যায়ক্রমে সংস্থার সকলেই নিজ নিজ বক্তব্য পেশ করেন।

 

শার্শায় ২৬টি পূজা মন্ডপে মেয়র লিটনের অনুদান প্রদান

130 Views

এস এম মারুফ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শার্শার ২৬টি পূজা মন্ডপে অনুদান দিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহিদুল আলমের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথের পরিচালনায় ২৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের মাঝে এসময় প্রতিটি পূজা মন্ডপে ৩ হাজার টাকা করে মোট আটাত্তর হাজার টাকা অনুদান প্রদান করেন প্রধান অতিথি মেয়র লিটন। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টার, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আজম, আব্দুর রহমান, আজিবর রহমান, শেখ কোরবান আলী, আলতাব হোসেন, রুহুল কুদ্দুছ ভূঁইয়া, হানেফ আলী, মিজানুর রহমান, সেলিম রেজা বিপুল, শ্রী শান্তি পদ গাঙ্গুলী, এমদাদুল হক বকুল, মিকাইল হোসেন, আসাদুজ্জামান আসাদ সহ  যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।