Category: বেগমগঞ্জ
বেগমগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা
বেগমগঞ্জে জাতীয় নিশান পত্রিকার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
সময় ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক জাতীয় নিশান পত্রিকার কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধায় চৌমুহনীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে এ সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম,সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন মোল্লা,চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু,দৈনিক সচিত্র নোয়াখালীর সস্পাদক আমিরুল ইসলাম হারুন,নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক,শিক্ষক নেতা সফি উদ্দিন,সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহবায়ক মাসুদুর রহমান,নোয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের এডমিন মিজানুর রহমান,পারি ফাউন্ডেশনের নোয়াখালী কোর্ডিনেটর নুর মোহাম্মদ মনু সহ অনেক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মামুনুর রশীদ কিরণ বলেন,দৈনিক জাতীয় নিশান বৃহত্তর নোয়াখালীর এতিহ্যবাহী একটি পত্রিকা। আমরা মনে করি, অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় নিশান এ অঞ্চলের গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে। সত্য প্রতিষ্টায় ও সুন্দর সমাজ বিনির্মানে অগ্রনী ভুমিকা পালন করবে। তিনি জাতীয় নিশানের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।
এমপির ডিও’র পরও বহাল তবিয়তে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নানা অনিয়ম দূর্নীতি ক্ষমতার অপব্যবহার ও নারী কেলেংকারীর এন্থার অভিযোগ
ক্রাইম রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ শিক্ষা প্রতিমন্ত্রীর বরাবর স্থানীয় এমপি ডিও’ লেটার দেয়ার পরও বহাল তবিয়তে রয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী। তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, নেশা করা, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী, নারী কেলেংকারীসহ নানা অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী বেগমগঞ্জে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁর এমন অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরে গত ৮ আগষ্ট তারিখে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ কিরণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে ডিও লেটার দেন। যার নং-ডিও নং-জাসএমপি/২৭০-নোয়াখালী-০৩/২০২৩/১৩০। ওই ডিও লেটারে এমপি উল্লেখ করেন- বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী প্রায়ই অধিনস্ত অফিসার, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদের সাথে অশালিন আচরন করেন। এমনকি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথেও অশালিন আচরণ করার অভিযোগ রয়েছে। তিনি প্রায় সময় নেশাগ্রস্ত থাকেন এবং প্রকাশ্যে ধুমপান করতে দেখা যায়। সেবা প্রার্থী শিক্ষকরা যে কোন সময় কোন তথ্য জানতে চাইলে তিনি খারাপ আচরণ করেন। অন্যান্য শিক্ষক কর্মচারীদের সামনে বিরুপ মন্তব্য করেন। অর্থের বিনিময়ে শিক্ষক বদলি করেন। উত্তর বসন্তের বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম দীর্ঘদিন ছুটিতে থাকা অবস্থায় বদলিতে সুপারিশ করেন। যা পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপে বন্ধ হয়। হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তারকে লক্ষ্মীপুর জেলার কমলনগর বদলির সুপারিশ করেন তিনি। ছয়ানী কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উৎপুলের নেছাকে সাদারি জঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদ শুন্য না থাকর পরও শুন্য পদ দেখিয়ে বদলিতে সুপারিশ করেন। পরবর্তিতে জানাজানি হলে পরে তা বাতিল করেন। ২০২১-২০২২ অর্থ বছরে রুটিন মেন্টেনেন্স বাবদ বরাদ্ধকৃত অর্থ অফিসের সামনের দেয়ালের মাত্র ৫/৬ ফুট রং করে বাকি টাকা আত্মসাৎ করেন। শিক্ষা অফিসারের এমন অনিয়মের কারণে বেগমগঞ্জের শিক্ষা ব্যবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলেও এমপির ডিও লেটারে উল্লেখ করে তাকে দ্রুত বেগমগঞ্জ থেকে বদলির জন্য শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে সুপারিশ করেন। এমপির ডিও লেটারের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্প্রতি বিষয়টি তদন্ত করেন। তদন্তের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর বিরুদ্ধে নারী কেলেংকারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকাদের সাথে অসদাচরনের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষিকা আফরিন সুলতানার সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিনি ওই স্কুল শিক্ষিকাকে নিয়ে লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে বেড়াতে যান, ওপেন সিক্রেট। সম্প্রতি স্কুল শিক্ষিকা শিক্ষা অফিসারের সরকারী অফিসে শিক্ষা অফিসারের চেয়ারে বসে বিভিন্ন কাজ করতে দেখা যায়। যা পুরো উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে। বেগমগঞ্জ উপজেলার একাধিক শিক্ষক জানান, বেগমগঞ্জের ইতিহাসে এমন শিক্ষা অফিসার আসেনি। যার চরিত্র ঠিক নেই, তার কাছে আমরা কি আশা করতে পারি। উনার কথা না শুনলে উনি আমাদেরকে নানা ভাবে হয়রানি করেন। উপজেলার অন্তত ৪০ জন শিক্ষকের তিনি এক দিনের বেতন কেটে দিয়েছেন। যা আর কখনো হয়নি। শিক্ষা অফিসার সব সময় উগ্র মেজাজে থাকেন। একজন শিক্ষক বিপদে পড়লে উনার কোন সহযোগীতা পায়না। উনার কাছে কোন নারী শিক্ষক নিরাপদ নয়। আমরা চাই দ্রুত উনাকে এখান থেকে বদলি করা হোক। এ সব বিষয়ে কথা বলতে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারীর অফিসে গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগমের সাথে আলাপ করলে তিনি দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে জানান, এমপি সাহেবের অভিযোগের বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি প্রদক্ষেপ গ্রহন করবো।
বেগমগঞ্জে নরোত্তমপুরে স্থানীয় সরকার দিবসে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা
বদিউজ্জামান তুহিন, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃজাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে।‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণ৷ উদ্বোধন ও র্যালিতে অংশগ্রহণ করেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি।এই উপলক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবসে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পক্ষ থেকে স্মার্ট সেবা প্রদানের লক্ষ্যে একটি স্টল দেওয়া হয়।ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা মোহাম্মদ মহিম উদ্দিন জানায়, বাংলাদেশ সরকারের ডিজিটাল প্রযুক্তির ও সেবা প্রদানের লক্ষ্যে অনলাইন-অফলাইন সহ সকল সেবা দেওয়া হচ্ছে। এইছাড়া ও সকল ধরনের ভাতা,সামাজিক নিরাপত্তা, বিভিন্ন কর্মসূচি,উন্নয়ন কর্মকান্ড,নাগরিক সেবা,স্বাস্থ্য সেবা, কৃষি, শিক্ষা,যোগাযোগ ব্যবস্থা,মানব সম্পদ উন্নয়ন সহ যেকোন সরকারের পদত্ত সেবা দেওয়া হচ্ছে এখান থেকে।