মাহমুদ খাঁনঃ: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৮নং সোনাপুর ইউনিয়নের বালিয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া চারটি পরিবারের মাঝে নগদ অর্থ,খাদ্য ও বস্ত্র সহায়তা বিতরণ করেন ৮ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী।
গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী চার পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার ও পরিধানের বস্ত্র তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।
উল্লেখ গত রবিবার(০৭মে) সন্ধা আনুমানিক ৬:৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি পরিবারের ৮টি বসতঘরে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।
এসময় চারটি বসতঘর একসাথে হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘর গুলো পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও তারা কোনো ধরণের জিনিসপত্র,নগদ টাকা,ও স্বর্ণালংকার ওইসব বসতঘর থেকে বের করতে পারেনি।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওইসব পরিবারের প্রায় ৮০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।
৮ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনার ক্ষতিগ্রস্থ চার পরিবারের জন্য আমার ব্যক্তিগত পক্ষথেকে প্রাথমিক ভাবে শুকনো খাবার ও তাদের পরিবারের সদস্যদের পরিধানের জন্য বস্ত্র তুলে দিয়েছি।।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা ও জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে প্রদান করা হবে বলে তিনি জানান।