সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা কমিটি গঠন

111 Views

আনোয়ারুল হায়দার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ জনপ্রিয় দৈনিক পত্রিকা সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ এর নোয়াখালী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর পুরাতন ভবন মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।এই উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সমকালের নোয়াখালী জেলা প্রতিনিধি-সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা অনোয়ারুল হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কাজী মোঃ রফিক উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নোায়াখালী জেলা শাখার সাবেক কমান্ডার এবিএম ফজলুল হক বাদল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বাদশা মিয়া, অধ্যক্ষ মোহাম্মদ হানিফ,নারী অধিকার জোট নোয়াখালী জেলা শাখা সভাপতি অধ্যক্ষ লায়লা পারভীন,নারী নেত্রী ও এসোগড়ি উন্নয়ন সংস্থার পরিচালক ফারজানা কাউছার তিথি, নারী নেত্রী রৌশন আক্তার লাকী,বিশিষ্ঠ লেখক ও গবেষক মোঃ ফখরুল ইসলাম।এতে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইফুল ইসলাম, আখি আক্তার, নুরুল আফসার রিগান, রওনক জাহান, মোঃ রফিকুল ইসলাম, ফৌজিয়া নাজনিন সহ প্রমুখ।সভা শেষে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আনোয়ারুল হায়দার। ঘোষিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ শাহ আলম, সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ হানিফ, এবিএম মহি উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক লায়লা পারভীন ও ফারজানা কাউছার তিথি, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, অর্থ সম্পাদক মোর্শেদা খানম মনি, সহ-অর্থ সম্পাদক আখিঁ আক্তার, দপ্তর সম্পাদক নুরুল আফসার রিগান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আশিক, সাহিত্য সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক কামরুন নাহার রিনা, প্রচার সম্পাদক সারা তাসনিম, সাংস্কৃতিক সম্পাদক সামস ইবনে আলী ডিউ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সজল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক রওনক জাহান, সহ-ক্রীড়া সম্পাদক ফাহমিদা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ চন্দ্র সাহা, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাকুন নেছা জেবিন, নারী বিষয়ক সম্পাদক ফৌজিয়া নাজনীন, সহ-নারী বিষয়ক সম্পাদক তানজিলা নাজলী, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া হোসেন জেবা, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক রেহনুমা আক্তার রিপা, পাঠচক্র সম্পাদক রাবেয়া খাতুন।নির্বাহী সদস্যরা হচ্ছেন ঃ ড. মোঃ মুশফিকুর রহমান, ফনিদ্র কুমার দাস, মোঃ ইসমাইল হোসেন, শামছুর রহমান মোহন, মোঃ বাদশা মিয়া, মোঃ হুমায়ুন কবির, নুসরাত জাহান রহিমা, আহম্মেদ আকবর শওকত ভূইয়া, মোঃ শাহ জাহান, ডাঃ সোপান চন্দ্র দেবনাথ, সঞ্জয় কুমার দাস, সাইদুজ্জামান, মিসেস রাবেয়া বেগম, মোশফেকা বেগম, মোঃ আবদুর রহিম, সিফাত জাহান সিনু, ইসরাত জাহান প্রমি, সাউদা সিলমী, ফয়সাল ইসলাম রুপু, রেদওয়ান উল্যা, নিশি রানী শীল, আবদুল বাসেদ।

নোয়াখালীতে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

58 Views
গিয়াস উদ্দিন রনি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
বৃহত্তর নোয়াখালীতে একদফা দাবি আদায়ে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ফেনীর রামপুর সওদাগর পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করণ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে কুমিল্ল-ফেনী-মীরসরাই-চট্রগ্রামে রোর্ডমাচ সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্ট্যার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।সভায় বক্তারা, এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবরের রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে সর্বস্তরের নেতাকর্মিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 এক্স-রেতে নারীর পেটে মিলল ১৯০০পিস ইয়াবা

183 Views
গিয়াস উদ্দিন রনি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীতে এক নারীর পেট থেকে ১ হাজার ৯০০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মা-ছেলেসহ তিনি আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার (৫১) তার ছেলে সৈয়দ হোসেন (২১) এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আশোকতলা এলাকার মো. রকি (২১)।শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।এর আগে, একই দিন  বিকেলে জেলা শহর মাইজদীর মা ও শিশু হাসপাতালে এক্স-রে করে পেট থেকে ইয়াবা গুলো জব্দ করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার থেকে এক নারী তার ছেলে ইয়াবার চালান নিয়ে কুমিল্লা হয়ে নোয়াখালী আসবেন। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফেনীর লালপোল এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি বাস থেকে সাবেকুন নাহার ও তার ছেলে সৈয়দ হোসেনকে আটক করা হয়। পরে তাদের ভাষ্যমতে, কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে আরেক মাদক কারবারি রকিকে আটক করা হয়।ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক কারবারি সাবেকুন নাহার স্বীকার করে তার পেটে ১ হাজার ৯০০টি ইয়াবা রয়েছে। পরে আটক তিনজনকে ঘটনাস্থল থেকে নোয়াখালী আনা হয়। এরপর শহরের একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করে পেটে ইয়াবা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। একপর্যায়ে ওষুধ সেবন করিয়ে নারীর পেট থেকে ইয়াবার ৩৮টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি ইয়াবা ছিল।   সর্বমোট ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুক্রবার বিকেলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

১৮ জন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নোবিপ্রবি শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ

177 Views

নোবিপ্রবি প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নম্বর টেম্পারিং ও ১৮ ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শাস্তি পাওয়া শিক্ষা বিভাগের শিক্ষক এসএম মুশফিকুর রহমান আশিক অবশেষে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিপ্লব মল্লিক জানান, এসএম মুশফিকুর রহমান আশিক ব্যক্তিগত কারণ দেখিয়ে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি নিয়মানুযায়ী পত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তার চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় সাথে তার সঙ্গে সম্পর্কিত হিসাব-নিকাশ জানতে চেয়েছে। এসব হিসাব সম্পন্ন করে তাকে ছাড়পত্র দেওয়া হবে এবং রিজেন্ট বোর্ডে এটি উত্থাপন করে অফিসিয়ালি তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শেষ করা হবে।এর আগে বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীদের নম্বর টেম্পারিং ও ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৬তম সভার সিদ্ধান্তক্রমে গত ৯ ফেব্রুয়ারি এক অফিস আদেশের মাধ্যমে এসএম মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এ শাস্তির মধ্যে ছিল আগামী ৫ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে তাকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কোনো অভিযোগ উঠলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং শিক্ষাছুটি ও প্রমোশন-আপগ্রেডেশনের জন্য আবেদন করতে পারবেন না।এছাড়াও যেসব ব্যাচের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, ওই সব ব্যাচের কোনো অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে তিনি অংশ নিতে পারবেন না। বিভাগের নতুন ব্যাচে তিনি ক্লাস ও পরীক্ষার কাজে অংশ নিতে পারবেন। তবে তার ক্লাস কার্যক্রম বিভাগীয় চেয়ারম্যান নিবিড় পর্যবেক্ষণ করবেন।পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে মুশফিকুর রহমান আশিককে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ আগস্ট এই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ১৮ শিক্ষার্থী। এতে তারা মোট ১৬টি অভিযোগ উল্লেখ করেছিলেন।

নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তাকে সাবধান করলেন খাদ্যমন্ত্রী

180 Views

রিপন মজুমদার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীতে মুরগীর খামারের নিচে মাছের খামার করে মুরগীর মল মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন সরল স্বীকারোক্তি দিয়ে খাদ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ গড়ায় নিরাপদ খাদ্যের ভূমিকা বিষয়ক কর্মশালায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত কর্মশালায় মুরগীর মল খাওয়ানো মাছ খাওয়া মানব দেহের জন্য কতটা নিরাপদ এমন প্রশ্ন তোলেন জেলা সদরের কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, জেলার বিভিন্ন স্থানে মুরগীর খামারের নিচে মাছের খামার করা হয়েছে। এসব খামারে মুরগীর মল মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তার মুখে এমন কথা শুনে কর্মশালার প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিষ্ময় প্রকাশ করেন। এক পর্যায়ে ক্ষুদ্ধ হয়ে মন্ত্রী বলেন, মুরগীর খামারের নিচে মাছের খামার করে অবৈধ ব্যবসা চলছে আপনারা মৎস্য কর্মকর্তা ও প্রাণীসম্পদ কর্মকর্তারা কি করছেন? এসব দেখা কি আপনাদের দায়িত্ব না? তাহলেতো আপনাদের মন্ত্রীকে আমি বিষয়টি জানাতে হবে দেখছি। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান মন্ত্রী। পরে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা ছিদ্দিকার সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ।কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

লক্ষীপুরে ১ হাজার অসহায় পেলো যুবলীগ নেতার খাবার

59 Views

রিয়াজ উদ্দিন আহমেদ বিনু, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে পথচারী ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শেখ জামান রিপনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর আহসানুল করিম শিপন, যুবলীগ নেতা কবির হোসেন রিপন, ঝন্টু দেবনাথ, ছগির আহমেদ, আবদুল কাইয়ুম রুবেল, আবদুর রহমান, অ্যাডভোকেট আজাদসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা সভায় শেখ জামান রিপন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করেছে। তাদের দোষররা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছে।একইভাবে তারা আবারও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কিন্তু লাভ হবে না। সারাদেশে যুবলীগ তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে

শোকাবহ আগস্টে নোবিপ্রবির বিভিন্ন বিভাগে কর্মসূচি পালিত

98 Views

গিয়াস উদ্দিন রনি, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর মাস শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিভাগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। বিভাগগুলো হলো- অর্থনীতি, ইংরেজি ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ। নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আজ মঙ্গলবার (২৯ আগস্ট ২০২৩) নোবিপ্রবি অর্থনীতি বিভাগের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও অর্থনীতি’ বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা। ইংরেজি বিভাগের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো পোস্টার প্রদর্শনী, ফটো গ্যালারি উন্মোচন ও আলোচনা সভা এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো বৃক্ষরোপন ও আলোচনা সভা। অনুষ্ঠানসমূহে সভাপতির দায়িত্বে ছিলেন যথাক্রমে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন আক্তার ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. সুবোধ কুমার সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঞা। ইংরেজি বিভাগের অলোচনাসভায় মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, “শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি দেশ সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং আদর্শবান হতে হবে। যে মানুষ সব সময় বাঙ্গালির স্বার্থে স্বপ্ন দেখতেন কখনও নিজের স্বার্থে কিছু করেননি। তাকেই নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। আমরা বঙ্গবন্ধুর কাছে চির ঋণী। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। বঙ্গবন্ধুর মূল গুণ ছিল ভদ্রতা। তিনি সকলকে আপনি বলে সম্বোধন করতেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তার পূর্বে বাংলাদেশের মানুষের যে মাথাপিছু আয় ছিল, তিনি দায়িত্ব গ্রহণের পর তা বহুগুণ বেড়ে যায়। এতে আমরা অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সফলতার নিদর্শন দেখতে পাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন “আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর তার হত্যাকারীদের বিচার যেন না হয় সে জন্য ঘাতকচক্র বিচার প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছিল। ঘাতকচক্রের অনেকেই আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছিল। কিন্তু ঘাতকদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার অধিকাংশ খুনিদের বিচার এই বাংলার মাটিতে সম্পন্ন হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই বঙ্গবন্ধুর পলাতক খুনিরা যে যেখানে লুকিয়ে আছে সকলকে বিচারের আওতায় আনা হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”ইংরেজি বিভাগের অলোচনা সভায় মূখ্য আলোচক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, “৩০ এর দশকে জন্ম নেওয়া ৫ জন ব্যক্তির অবদান বাংলাদেশের রাজনীতিতে অনস্বীকার্য। তারা হলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা। খুনের মাধ্যমে ক্ষমতায় আসাই ছিলো ঘাতকদের উদ্দেশ্য। তারা চেয়েছিলো বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ শাসন করবে। আমরা সেইসব ঘৃণ্য খুনী ও চক্রান্তকারীদের ধিক্কার জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”পরে অর্থনীতি বিভাগের দেয়ালিকা প্রদর্শনী প্রতিয়োগিতার বিজয়ীদের মাঝে এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে অয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নোয়াখালীতে পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে আটক, ৬০ পাসপোর্ট জব্দ

170 Views

মোঃরেজাউল করিম রাজু,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে জেলা পাসপোর্ট দালাল চক্রের ১৭ সদস্যকে হাতে নাতে আটক করেছে র‍্যাব সদস্যরা।
২৭ আগস্ট ২০২৩ইং রোজ রবিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০টি পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।আটককৃত দালালরা হলো- ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রূবায়েত (২৩), মো. মহিনউদ্দিন হৃদয় (৩৭), ফারুক আহম্মদ (৩৩), মো. আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাহউদ্দিন (৩৮), মো. রাসেল (২), আব্দুর রহিম (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), মো. রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাছির উদ্দিন (২২), মো. আমির হোসেন সজিব (২১) ও মো. ওমর ফারুক (২১)।র‍্যাব-১১ সূত্রে জানা যায়, আটকৃতরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে জনসাধারণের নিকট থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া নোয়াখালী জেলার সুধারাম থানা এবং বেগমগঞ্জ থানার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের উক্ত কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন ধরণের বাধার সম্মুখীন হতে হয়।র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান দৈনিক নোয়াখালী সময় কে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত দালালরা অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে প্রতারণা করে আসছিল। পাসপোর্ট ফি জমা দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল, সত্যায়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরি করা, ভুয়া পাসপোর্ট প্রদান করে জনসাধারণকে হয়রানি করে আসছিল।তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট করে দেওয়ার নামে বিভিন্ন কাগজপত্রও উদ্ধার করা হয় এবং তারা নিজেদের পাসপোর্ট দালাল চক্রের সদস্যের কথা স্বীকার করেন। পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নোয়াখালী চৌমুহনীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ  

61 Views
সেন্টাল ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর বেগমগঞ্জে ৮ দফা দাবি আদায়ে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট ) বিকাল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পাবলিক হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল  হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
বেগমগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের পূর্ব শাখার সভাপতি ডা. মাওলানা মো. শহীদুল্লাহয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নোয়াখালীর জোনের পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, খেলাফত মজলিসের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী যুব মজলিস নোয়াখালী জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তরা বলেন, ধর্মীয় শিক্ষা সংশোধননীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করা, দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেফতারকৃত আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিতকরণ, পণ্য মূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা ও বেকার সমস্যার সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান।

নোয়াখালীতে বিদ্যুৎ নিয়ে লুকোচুরি খেলা৷চরম জনদুর্ভোগ চলছে

89 Views

বদিউজ্জামান তুহিন,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালীতে ভয়াবহ লোডশেডিংয়ে ব্যবসা বানিজ্যে স্থবিরতা বিরাজ করছে। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং চলছে। যার ফলো স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় রয়েছে নোয়াখালী পল্লী বিদ্যুতের ছয় লক্ষাধিক গ্রাহক। জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে রয়েছে পিডিবির কয়েক হাজার গ্রাহক।সাম্প্রতিক ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের ফলে জনজীবনে দুর্ভোগের শেষ নেই। এক সময় শুধু সন্ধ্যায় লোডশেডিং হলেও এখন চলছে দিনে-রাতে সমানে সমান।দীর্ঘ সময় লোডশেডিংয়ের ফলে জেলার ভারী ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে। বিঘ্ন ঘরছে জেলার দুই শতাধিক কলকারখায় উৎপাদন। অনেক প্রতিষ্ঠান শিল্প-মালিক জনবল চাঁটাই করে কোনোরকম টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।মালিকদের সাথে আলাপ করে জানা যায়, এভাবে চলতে থাকলে তারা ব্যবস্য বানিজ্যে বন্ধ করে দিতে বাধ্য হবে।এতে রয়েছে জেলার হাজার হাজার যুবক বেকার হওয়ার আশঙ্কা।জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী। যেখানে তীব্র লোডশেডিংয়ের ফলে বর্তমানে চরম স্থবিরতা বিরাজ করছে। মার্কেটগুলোতে গরমে মানুষ ঢুকতেই চাচ্ছে না। ফলে হাতগুটিয়ে বসে থাকছে ব্যবসায়ীরা। অভিজাত শপিংমলগুলোতে জোনারেটরের ব্যবস্থা থাকলেও তাতে জ্বালানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।চৌমুহনী দক্ষিণ বাজারে সরিষার তেলসহ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মতো অবস্থায়। অনেক প্রতিষ্ঠানই ব্যাংক লোন নিয়ে ব্যবসা পরিচালনা করছে, কিন্তু সময়মতো ওই ঋণ পরিশোধ করতে পারছে না।নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো: জাকির হোসেনের মতামত নেয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ না করায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।