নোয়াখালীতে ছাত্রদলের নিস্ক্রিয় কমিটি বিলুপ্তির দাবি

115 Views
সেন্টাল ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মিরা। তাদের অভিযোগ, বিবাহিত, প্রবাসী, চাকরীজীবি, অযোগ্য ও নিস্ক্রিয়দের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।গত শনিবার (১২ আগস্ট) কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে একই কমিটির ৬জন যুগ্ম-আহ্বায়ক জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেন।লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১৪ জানুয়ারি কবিরহাট উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ২১ সদস্যের মধ্যে সদস্য সচিবসহ ১৭জন অনাস্থা জানায়। আহ্বায়ক কমিটির বয়স ১ বছর ৭ মাস অতিবাহিত হওয়ার পরেও আহ্বায়ক কমিটির নেতৃত্বে আহ্বায়ক কমিটির পরিচিত সভা ও অধীনস্থ কোনো ইউনিয়নে সাংগঠনিক সভা ও মতবিনিময় সভা করার কোন সামর্থ্য রাখে নাই।দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি মহসিন রিয়াজকে আহ্বায়ক ও মো.ইয়াছিন ফরহাদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল জেলা ছাত্রদল। নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মিরা পদবঞ্চিত হয়েছেন—এ অভিযোগ তুলে অনাস্থা দেন একই কমিটির ১৭ জন নেতা। এ কমিটিতে স্থান পেয়েছে প্রবাসী ৪জন, বিবাহিত ৩জন, চাকরিজীবি ৪জন, অপরিচিত ১জন, ডাবল নাম রাখা হয়েছে ২জনের।লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, কবিরহাট উপজেলা ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটিকে অযোগ্য ঘোষণা করে বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হোক।কবিরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন ফরহাদ বলেন,যাকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সে মূলত উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক ছিল। সে একজন চাকরিজীবি তাকে ওখান থেকে এনে ছাত্রদলের এ কমিটিতে সংযুক্ত করা হয়েছে। তখন আমরা এক ধরনের অনাস্থা ও সাংগঠনিক কাঠামোতে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি। অনেকে গণহারে পদত্যাগ করেছে। আমি চেয়েছি আমাদের ঊর্ধ্বতন নেতাদের কাছে জিনিস গুলো যেন নিরসন করে দেয়।অপর এক প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে নতুন করে একটি কমিটি দেওয়া হবে। এ কমিটির অনেকে বিদেশে অবস্থান করতেছে,অনেকে চাকরি করতেছে। অনেকে ৩-৪ বছর ছাত্রদলের কার্যক্রমের সাথে নেই। ওদেরকে এনে এখানে কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য করেছে।  এ কমিটি একেবারে উপজেলা কমিটির পর্যায়ের মানের হয়নি। যারা আমাদের সাথে মাঠের রাজনীতি করে ওদের অনেকের নামটা এ কমিটিতে নেই। এ কমিটিতে মো.বাশার রানা স্বপন নামে অজ্ঞাত একজনকে ও রাখা হয়েছে। যে নামে এ উপজেলায় কোনো ছাত্রদল নেতা নেই।ফরহাদ আরও বলেন, আমি চেয়েছি বাকী যুগ্ম আহ্বায়কদেরকে নিয়ে বসে ইউনিয়ন কমিটি গুলো করার জন্য। কিন্ত আমার আহ্বায়ক ঊনি চায় ইউনিয়ন কমিটি গুলোতে ঊনি একজন নিবে আমি একজন নিব।  এভাবে কমিটি করার পক্ষে আমি ছিলাম না।  যদিও আমার কাঁধেও দায় আসতেছে। আমরা ইউনিয়ন কমিটি গুলো করিনি।  ইউনিয়ন কমিটি করতে পারিনি। আহ্বায়কের এক ঘেয়ামি,স্বেচ্ছাচারিতার কারণে। ও চাই ভাগাভাগি। দুইজনের সাইনিং ক্ষমতা দুইজনেই কমিটি নেব। আমাদের এ বিষয় গুলো আমাদের উপজেলা বিএনপিও অবগত। এ অচলাবস্থা নিরসনের জন্য আমরা জেলা ছাত্রদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পর্যন্ত যোগাযোগ করেছি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিয়াজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের এ কমিটি দেওয়ার পর থেকে সাংগঠনিক কেন্দ্রীয় কর্মসূচি থেকে শুরু করে যত কর্মসূচি আছে আমি আমার সদস্য সচিবসহ এবং যুগ্ম আহ্বায়কদের নিয়ে কাজ করেছি। যারা অভিযোগ গুলো দিয়েছে তারা ওই সময় পদত্যাগ করেছে। পদত্যাগ করে তারা ফেসবুকে ছেড়েছে। এখন পর্যন্ত তারা পদত্যাগ পত্র প্রত্যাহার করে নাই। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম জেলা ছাত্রদলের নির্দেশে উপজেলা বিএনপির সাথে সমন্বয় করে রীতিমত চালাচ্ছি। ইতিমধ্যে আমরা ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি করার জন্য প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেনি। বর্তমান কমিটি যদি কোন কাজ করতে না পারে, তাহলে আমাদের সাংগঠনিক মনিটরিং টিম আছে, সাংগঠনিক সিস্টেম আছে, আমরা সেটার জন্য অবশ্যই ব্যবস্থা নেব।

কবিরহাটে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধারের পর আদালতে ২২ ধারায় জবানবন্দি

188 Views

মোঃনাছির বিডি,দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল: নোয়াখালীতে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধারের পর গতকাল ৩ সেপ্টেম্বর বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়ার পর মায়ের জিম্মায় তাকে দেয়া হয়। এর আগে সকালে ভিক্টিমকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল করানো হয়েছে। মেডিকেল সূত্র জানায় মেডিকেল রিপোর্টে ধর্ষনের আলামত পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নোয়াখালীর কবিরহাটে স্কুলে যাওয়ার পথে অপহৃত ৭ম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে মামলার ৫ ঘণ্টার মধ্যে অপহরনকারীর মামা আরজু মেম্বারের সহযোগিতায় ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে ২৯ আগস্ট সকালে বিদ্যালয় যাওয়ার পথে অপহরণের এ ঘটনা ঘটে। জানা যায়, অপহৃত স্কুলছাত্রী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ২৯ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রামেশ্বরপুর গ্রামের বাহার মিয়ার দোকানের ১০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর পৌছালে তাকে টানা হেচঁড়া করে সিএনজি যোগে ২টি হুন্ডা পাহারা দিয়ে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় মো. রুবায়েত (২০) ও তার সাঙ্গপাঙ্গরা। রুবায়েত কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে। স্কুলছাত্রীর মা কবিরহাট থানায় শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরন মামলা দায়ের করেন। তদন্তকারী এসআই প্রভাত কর্মকার বলেন, মামলার ৫ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়। আদালতে শিক্ষার্থী অপহরনকারীদের বিরুদ্ধে জবানবব্দি দিলে তাকে মায়ের জিম্মায় দেয়া হয়। এ সময় অপহরণকারী রুবায়েত পালিয়ে যান। সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন মানবজমিনকে বলেন, মেয়েটির সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। এই মাসে আবার পালিয়ে গেছে। কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তবে আসামি রুবায়েতকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরনকারীরা ধরা পড়েনি।

কবিরহাটে সাবেক সেনা প্রধানের ভাই রেজাউল হক শাহীনের দুস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা

63 Views

কবিরহাট প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী কবিরহাট উপজেলায় শরিফ রৌশন-আনিস কল্যান ট্রাষ্ট এর উদ্যেগে অসহায় দুস্ততের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক, নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতা কবির হাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানবিক সৈনিক রেজাউল হক শাহীন। (১৭ জানুয়ারি রবিবার) বিকেল ৩টায় নোয়াখালী কবির হাট পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোষবাগ মিয়া বাড়িস্ত নিজ বাসভবনে শরিফ রৌশন-আনিস কল্যান ট্রাষ্ট এর ব্যাবস্থাপনায় বিভিন্ন শ্রেণীর অসহায় দুস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হইল চেয়ার,গবাদি পশু, শীতবস্ত্র, সাইকেল,নগদ অর্থ প্রদান করেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মানবিক সৈনিক রেজাউল হক শাহীন।এসময় উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক করিমুল হক শামীম, কবির হাট উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ রাব্বি চিশতি, সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক নোয়াখালী সময় স্টাফ রিপোর্টার রাসেদ বিল্লাহ চিশতিসহ প্রমুখ।

কবিরহাটে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে খাস জমি আত্মসাতের অভিযোগ 

76 Views

গিয়াস উদ্দিন রনি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: চাকরির ত‍থ‍্য গোপন করে, ভূয়া মুক্তিযোদ্ধা সেজে সরকারি জমি বন্দোবস্ত নেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত  ৪র্থ শ্রেণীর কর্মচারী জয়নাল আবেদীন। প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধার ভুয়া পরিচয় দিয়ে সরকারী খাস জমি নিজে এবং স্ত্রীর নামে অবৈধভাবে দখলে নিয়েছেন জয়নাল আবেদিন। এখন সে নিজেই ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা করছে, এ ভুয়া মুক্তিযোদ্ধা প্রতারক জয়নালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক সহ প্রশাসনের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ভূমিহীন রায়হান মিয়া। নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর কলমির নবগ্রামের ভূমিহীন রায়হান মিয়া জানায় মেঘনা নদীতে তাদের পুরোনো ঘরবাড়ী বিলীন হবার পর তারা সর্বস্ব হারিয়ে বর্তমানে কবিরহাট উপজেলার ২৯৬ নং নবগ্রাম মৌজার সরকারে ১ নং খাস খতিয়ানের দিয়ারা ১৮৮৫ দাগে ৮৩ শতক, ১৮৮৬ দাগে ২০ শতক, ১৮৮৭ দাগে ৮০ শতক সব মিলিয়ে ২ একর জমি ভূমিহীন হিসাবে দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। তিনি ভূমি নবায়ন বন্দোবস্ত নেবার জন্য আবেদন জানালে ভুয়া, প্রতারক জয়ণাল আবেদীন নিজকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সে এবং তার স্ত্রীর নামে তার দখলীয় জায়গা জ্বাল জ্বালিয়াতির মাধ্যমে খতিয়ান সংশোধন করে বন্দোবস্ত নেয়। বিষয়টি জানার পর সে নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ভুয়া বন্দোবস্ত বাতিলের আবেদন জানায়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করে। এ সময় প্রতারক জয়নাল নিজকে সরকারি কর্মচারীর বিষয়টি গোপন রেখে মুক্তিযোদ্ধা পরিচয় দিলে সহকারী কমিশনার (ভূমি)র নিকট ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি ধরা পড়ে। সে নিজে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডে চাকরির করার কথাও অস্বীকার করে পরে তার চাকরি করার প্রমান এবং সে তৎসময়ে পানি উন্নয়ন বোর্ডের সিবিএ সহসভাপতি থাকার প্রমান তিনি তদন্ত কর্মকর্তার নিকট দাখিল করেন। প্রতারক জয়নাল মুক্তিযোদ্ধা না হয়ে নিজকে মুক্তিযোদ্ধা পুনঃবাসন বহুমুখি সমবায় সমিতির সদস্য পরিচয় দিয়ে এখনও প্রতরণা করে চলেছে বলে খোঁজ নিযে জানা গেছে। সে ভূমিহীনদের খাস জমি থেকে উচ্ছেদের ধমক দিচ্ছে। দেশ স্বাধীন হবার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যত তালিকা প্রকাশ হয়েছে কোন তালিকায় তার নাম না থাকলেও ভুয়া মুক্তি যোদ্ধা সেজে নোয়াখালী মুক্তিযোদ্ধা পুনৎবাসন বহুমুখি সমবায় সমিতির সদস্য বলে পরিচয় দিয়ে এ অনৈতিক কাজ করছে। প্রতারক জয়নাল মুক্তিডেযাদ্ধা কিনা জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা্ সাবেক কমান্ডার কামাল উৃদ্দিন জানান জয়নাল আবেদীন ভুয়া মুক্তিযোদ্ধা সে প্রতারক ও জ্বাল খতিয়ান সৃষ্টি করে মুক্তিযোদ্ধার পরিচয়ে দিয়ে ভূমিহীনদের উচ্ছেদ করার চেষ্টা করছে। একই কথা জানালেন নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলণ। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের নাম ভাংগিয়ে যারা এ ধরনের অপকর্ম করছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব‍্যবস্হা নেওয়া র জন‍্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

৮ নং সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী

93 Views

৮ নং সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী

মাহমুদ খাঁন নির্বাহী সম্পাদকঃ

সোনাইমুড়ী উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে, মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন চৌধুরী। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে তিনি সোনাইমুড়ী উপজেলা কৃষি অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ,ফ,ম বাবুল (বাবু), নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপি বাহার, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান খলিল, ৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার আব্দুর রহিম,৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল মেয়া (বাবলু)
৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহজাহান, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মাহমুদ খান, ,৮নং সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল বাশার পিন্টু,৮নং সোনাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন।
৮ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত আকবর ও যুবলীগ,ছাত্রলিগ,স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আরো‌ ছিলেন স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর দৈনিক নোয়াখালী সময় কে বলেন, আমি জনগণের সুখে দুখে তাদের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতে ও থাকব। করোনা মহামারীতে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি ৮নং সোনাপুর ইউনিয়নের জনগণের পাশে থাকতে। তিনি বলেন,সরকারের দেওয়া সহযোগিতার পাশাপশি আমি ব্যক্তিগতভাবেও অসহায় কর্মহীনদের সহায়তা করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনাপুরকে মাদক ও সন্ত্রাস মুক্ত আধুনিক ইউনিয়ন পরিনত করার জন্য আমি কাজ করে চলেছি। ইনশাল্লাহ তা অব্যাহত থাকবে কিছু কাজ চলমান আছে অচিরেই সে কাজগুলো সমাপ্ত হবে।

আলমগীর হোসেন চৌধুরী এলাকাবাসী দোয়া ও সমর্থন কামনা করেন।

সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

325 Views

সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।

মাহমুদ খাঁনঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর সাথে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার এ সভায় আলহাজ্ব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, জাতির বিবেক খ্যাত সাংবাদিকরা সততার মাধ্যমে সত্য সংবাদ গণমাধ্যমে প্রচার করবে এটাই স্বাভাবিক। অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে বাধা আসতেই পারে, তা ভেবে কলম বন্ধ রাখলে চলবে না। উন্নয়ন সাংবাদিকতার উপর গুরুত্ব দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের গ্রামীণ অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন এবং অর্জন সমূহ গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান জানান।

মতবিনিময়ে অংশ নেন,সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম শিকদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মানিক, সহ-সভাপতি মাহমুদ খাঁন,যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ, মাকসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম,কোষাধ্যক্ষ সেলিম মিয়া (যুগান্তর),সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মাহবুবুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ,ও কার্যনির্বাহী কমিটির সদস্য বেল্লাল হোসেন নাঈম। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক, চ্যানেল আই নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু, যমুনা টিভি নোয়াখালী প্রতিনিধি সবুজ, সাংবাদিক বদিউজ্জামান তুহিন, ইয়াকুব আল মাহমুদ প্রমুখ সাংবাদিক বৃন্দ।

কবিরহাটে চোরাই মোবাইলসহ ২ যুবক গ্রেফতার

277 Views

কবিরহাট প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীল কবিরহাটে মোবাইল দোকান থেকে মোবাইল চুরির অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই যাওয়া ৭টি মোবাইল সেট, চারটি মেমোরি কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দাগনভূঞা উপজেলার নোয়াদ্দা গ্রামের আবু সুফিয়ানের ছেলে মেহেদি হাসান হৃদয়(২১) এবং ধর্মপুর গ্রামের আরব আলীর ছেলে শহীদুল ইসলাম রুবেল(৩৫)।রবিাবার (৮ নভেম্বর) রাতে ফেনী জেলার দাগনভুঞা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে কবিরহাট বাজারের একটি মোবাইল দোকানে চুরির এ ঘটনা সংঘটিত হয়।কবিরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) টমাস বড়ুয়া জানান, আটককৃত আসামীদের সোমবার দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নোভেল কোভিডে মৃত ব্যক্তির দাফনে কেউ নেই, করোনা যোদ্ধার ভূমিকায় আলাবক্স তাহের টিটু

162 Views

সেন্ট্রাল ডেক্স, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনায় মৃত সহিদ উল্যাহ ভূঁইয়ার দাফনে আসলেন না আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী কেউই। অবশেষে মরদেহ গোসল দিয়ে দাফন করলেন কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক মেম্বার আলাবক্স তাহের টিটু।স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সহিদ উল্যাহ রোববার (১৮ জুলাই) রাতে নোয়াখালী করোনা হাসপাতালে মারা যান। সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জানাযার সময় ছিল। সকাল ৯টা পর্যন্ত এই মরদেহের গোসল বা দাফন করতে কেউ এগিয়ে আসেননি। এমনকি স্থানীয় হুজুর মরদেহের জানাজা পড়াতে অপারগতা প্রকাশ করেন।খবর পেয়ে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু তার সাত সদস্যের দল নিয়ে মরদেহ গোসল করান। পরে বেলা সাড়ে ১১টায় জানাযা শেষে দাফন করেন তাকে। জানাজা পড়ান ওই দলের সদস্য মাওলানা শরিয়ত উল্যাহ।আলাবক্স তাহের টিটু বলেন, ‘এটি আমার ২৬ নম্বর করোনার মরদেহ দাফন। যেখানে দাফনের কেউ থাকে না সেখানেই আমি আমার দল নিয়ে ছুটে যাই। কিন্তু কোম্পানীগঞ্জে চরম অভিজ্ঞতা হল। একজন মানুষ মারা গেল। তার পাশে কেউ এলো না। আত্মীয় স্বজন, বাড়ির লোক, প্রতিবেশী, জনপ্রতিনিধি কেউ আসলেন না। এমনকি এলাকার হুজুরও আসলেন না।’ তিনি আরও বলেন, ‘অসহায় মরদেহগুলো কবরে রাখা এখন আমার দায়িত্ব মনে করেই করছি। নিহত সহিদ উল্যাহর তিন ছেলের সবাই বিদেশে। কিন্তু তার এই অন্তিম মুহূর্তে কাউকেই পাশে পাওয়া গেল না। এমনকি আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের কেউ আসলেন না।’ স্থানীয় ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নিয়ম মেনে দাফনের কথা বলায় স্থানীয়দের কেউ এগিয়ে আসেনি।’

নোয়াখালীর কবিরহাটে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার-১

443 Views

গিয়াস উদ্দিন রনি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর কবিরহাটে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্রেববত দাশের গাড়িতে হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মো.দেলোয়ার (৩৫) কবিরহাট উপজেলার নবগ্রামের মৃত বেচু মিয়ার ছেলে।মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে অভিযুক্ত আসামিকে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, সরকারি কাজে বাধা প্রদান করায় ১৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৯০-৯৫জনকে আসামি করে ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের পেশকার দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল সোমবার রাত ৮টায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মো.দেলোয়ার ওই মামলার ৬নম্বর আসামি। পুলিশ অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।উল্লেখ্য, গতকাল সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নোয়াখালীর কবিরহাটে ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে পশুরহাট বসাতে বাধা দেয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার এই ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্র জানায়, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গাড়িতে গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই।

কবিরহাট উপজেলার ৭৫ বছর বয়সী অসহায় জয়নব বিবির জন্য একটি ঘর চায়

444 Views

অর্জুন ভৌমিক, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জয়নব বিবি। বয়স ৭৫ বছর। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। স্বামী মারা গেছেন আরো বহু আগে। ছেলেমেয়েদের নিয়ে ভিক্ষাবৃত্তি করে কোনরকম খেয়ে না খেয়ে দিন পার করছেন। আর সবচেয়ে বড় কথা হলো তাদের থাকার জন্য বা মাথা গোঁজার যেই ঘর তার অবস্থা খুবই নাজুক। যে কোন মুহুর্তে ভেঙে পড়তে পারে গায়ের উপর। আর একটু বৃষ্টি আসলে তো ভাঙা টিনের ফুটো দিয়ে পানি পড়ে পুরো ঘরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। যতটুকু জানতে পারি একটি ঘরের জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেছেন জয়নব বিবি। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি, পাননি সেভাবে কোন ধরনের সহযোগিতা। এবারে রমজানের ঈদে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “নোয়াখালী ইয়ুথ ফোরাম” এর পক্ষ থেকে আমরা তাদের কাছে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিতে গিয়ে তাদের খোঁজ পেয়েছি। জয়নব বিবির বাড়ি নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে উপদ্দি লামছি গ্রামে। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সমাজের বিত্তবান যারা আছেন তারা জয়নব বিবির পাশে দাঁড়াবেন।