হাতিয়ার সঙ্গে বন্ধ সারা দেশের নৌ যোগাযোগ

197 Views

আবদুল কাদের, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর হাতিয়া সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪নং হুঁশিয়ারি সংকেত চলায় হাতিয়া উপজেলা প্রশাসন এ নির্দেশ জারি করেছে। শুক্রবার (২৩ অক্টোবার) সকাল ১১টায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিন্ধান্ত বলবৎ থাকছে। তিনি আরো বলেন, ৪নং হুঁশিয়ারি সংকেত থাকায় উপজেলার সকল সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হয়েছে। সিগন্যাল পতাকা উত্তোলন রয়েছে। তিন হাজারের উপরে স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া দূর্যোগ মোকাবেলায় সার্বিক বিষয়ে মনিটরিং করতে উপজেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে।