সুধারামে ১ নারীসহ ৬ ডাকাত গ্রেফতার,গুলি উদ্ধার

147 Views

স্টাফ রিপোর্টার,নোয়াখালী সময়.কম :নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই গ্রামে ডাকাতির ঘটনায় ১ নারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার সরঞ্জামাদি, অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।গ্রেফতারকৃতরা হলো, জেলার সদর উপজেলার দক্ষিণ মহতাপুর গ্রামের মো.মনির হোসেন (৪৫) ও তার স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই গ্রামের ইব্রাহিম খলিল (২১) আবুল কালাম (২২) রহমত উল্যা (৪৫) মো.জাবেদ(৩৮) জামালপুর গ্রামের মো.কামাল (৪৫)। গতকাল বৃহস্পতিবার (১১ মে) সকালের দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত রোববার ৮ মে উপজেলার নোয়ান্নই,বিনোদপুর ও ১ নং চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ডাকাত সর্দার মনিরকে গ্রেফতারের সময় ডাকাতদের পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র ও মালামাল তার হেফাজতে রয়েছে। মালামাল গুলো তার বসত ঘরের ড্রামের ভিতর রয়েছে। তার ভাষ্যমতে অস্ত্র-মালামাল পাওয়া যায়নি। একপর্যায়ে আসামি জানায় তার স্ত্রী মালামাল সম্পর্কে জানে। পরবর্তীতে তার স্ত্রী জুলেখা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় ডাকাতির অস্ত্র ও মালামাল গুলো সে পার্শ্ববর্তী তার পিতার বসত বাড়ির উত্তর পাশে খড়ের আড়ার নিচে লুকিয়ে রেখেছে। তার তথ্য মতে একটি দেশীয় তৈরী পাইপগান, ১২টি কার্তুজ,২টি চাপাতি, ৩টি লোহার কোরাবারী, ১টি লোহার ছেনি,৩টি টর্চ লাইট, ৪টি মুখোশ জব্দ করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২টি মামলা হয়েছে। আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে আগুনে পুড়ে যাওয়া চারটি পরিবারের পাশে ইউপি চেয়ারম্যানঃ আলমগীর হোসেন চৌধুরী

158 Views

মাহমুদ খাঁনঃ: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ৮নং সোনাপুর ইউনিয়নের বালিয়া বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া চারটি পরিবারের মাঝে নগদ অর্থ,খাদ্য ও বস্ত্র সহায়তা বিতরণ করেন ৮ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী।
গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী চার পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার ও পরিধানের বস্ত্র তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।

উল্লেখ গত রবিবার(০৭মে) সন্ধা আনুমানিক ৬:৩০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি পরিবারের ৮টি বসতঘরে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।
এসময় চারটি বসতঘর একসাথে হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘর গুলো পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও তারা কোনো ধরণের জিনিসপত্র,নগদ টাকা,ও স্বর্ণালংকার ওইসব বসতঘর থেকে বের করতে পারেনি।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওইসব পরিবারের প্রায় ৮০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেছেন। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।
৮ নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনার ক্ষতিগ্রস্থ চার পরিবারের জন্য আমার ব্যক্তিগত পক্ষথেকে প্রাথমিক ভাবে শুকনো খাবার ও তাদের পরিবারের সদস্যদের পরিধানের জন্য বস্ত্র তুলে দিয়েছি।।
তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
উপজেলা ও জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে প্রদান করা হবে বলে তিনি জানান।

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১২টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেনঃ এমপি এইচ, এম ইব্রাহিম

182 Views

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১২টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেনঃ এমপি এইচ, এম ইব্রাহি”

রবিবার (৭ই মে) চাটখিল উপজেলার ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কল্যাণ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ১২টি বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম
ইব্রাহীম উপস্থিত থেকে নবনির্মিত ভবন গুলো
উদ্ধোধন করেন। নতুন ভবন গুলো মমিনপুর তরিক উল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়,প্রসাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পূর্ব নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,
মধ্য-ঘাটলাবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়,হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম বানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়,মোঃপুর জনতা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বালিয়াধর সরকারী প্রাথমিক বিদ্যালয়,
শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মলংমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়,
পূর্ব নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয় নবনির্মিত বহুতল ভবনের শুভ
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল , নোয়াখালী‌ জেলা আওয়ামী লীগের সদস্য বাকি বিল্লাহ, ৭নং হাটপুকুর ইউনিয়ন চেয়ারম‌্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী তাহের ইভু , ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ ৬ নং পাঁচগা ইউনিয়ন চেয়ারম্যান, চাট‌খিল উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রোজী শাহীন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল চৌধুরী রাসেল,
চাটখিল উপজেলা ও পৌরসভার,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ,কৃষকলীগ ,ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই ছাড়া ও আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং উক্ত বিদ্যালয়গুলোর কমিটির সভাপতি ও কমিটির সকল সদস্যবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় সাংসদ ইব্রাহিম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করেছেন। অসহায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। যেসব বিদ্যালয়ের ভবন নেই সেইগুলোকে বহুতলা ভবনে রুপান্তরিত করেছেন ।
আবারো এই সরকার ক্ষমতায় এলে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উদ্বোধন শেষে মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

 

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

152 Views

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

মাহমুদ খাঁনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে ফসলের মাঠে নেমেছে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।শ্রমিক দিবসের একদিন আগে শ্রমিকের সাজে সোনাইমুড়ী পৌরসভার ৪ নং ওয়ার্ড পাপুয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু , এবং নোয়াখালী ১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এর নির্দেশে নোয়াখালি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাহাদ ইউসুফ প্রমিত ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূঁইয়া এবং সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল ও যুগ্ম আহ্বায়ক মোঃনুর উদ্দিন শামীম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী কৃষকের মুখে হাসি ফোটাতে ধান কাটায় নেমে জান।

এসময় কৃষকের প্রায় ১৫ শতক জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা!
উল্লেখ্য শ্রমিক সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় থাকা কৃষক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নোয়াখালী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূঁইয়া দৈনিক নোয়াখালী সময়কে বলেন এ মাসে তীব্র গরম, ঝড় বৃষ্টি সহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি যেখানে শ্রমিক পাওয়া যাবেনা সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিবে।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃনুর উদ্দিন শামীম দৈনিক নোয়াখালী সময়কে বলেন আমাদের একমাত্র বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, সে মোতাবেক সারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে! তিনি আরও বলেন আমরা রাজনীতি করি মানুষের জন্য! তাই আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।
তিনি জানান কৃষকের ধান কাটা কর্মসূচি ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদক সহ ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।