Nokia 6600 5G: নামমাত্র মূল্যে নতুন 5G ফোন লঞ্চ করল নোকিয়া, দুশ্চিন্তায় পড়ল Samsung-Realme সহ একাধিক কোম্পানি

99 Views

Nokia 6600 5

এই ফোনে Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর দেখা যাবে।

মাহমুদ খাঁনঃ স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া তাদের নতুন ঝলক নিয়ে ভারতের বাজার দখল করতে প্রস্তুত। নামমাত্র মূল্যে ভারতের বাজারে দুর্দান্ত স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে নোকিয়া। শীঘ্রই বাজারে আসতে চলা এই স্মার্টফোনটির দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাস দেখে ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়েছে Samsung-Realme সহ একাধিক নামকরা কোম্পানি। নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ লগ্নে ভারত সহ বিশ্ববাজারে Nokia 6600 5G নামের দুর্দান্ত স্মার্টফোনটি লঞ্চ করবে তারা। চলুন জেনে নেওয়া যাক, Nokia 6600 5G স্মার্টফোনের দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-

যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তবে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Nokia 6600 5G মোবাইলটির নাম। নোকিয়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই মোবাইলটিতে কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.5” ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল টার্চ স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। শুধু এখানেই শেষ নয়, মোবাইলটির সাথে একটি 7,000mAh শক্তিশালী ব্যাটারির প্যাক দেখতে পাবেন গ্রাহকরা।

এ ছাড়া যদি Nokia 6600 5G মোবাইলটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই ফোনে Qualcomm Snapdragon 86+ 5G প্রসেসর দেখা যাবে। তাছাড়া Android 13 সংস্করণে ফোনটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে নোকিয়া। যদি ফোনটির ভেরিয়েন্টের কথা বলি, সেক্ষেত্রে দুর্দান্ত এই মোবাইলটিতে 6GB RAM+128GB STORAGE এবং 8GB RAM+256GB STORAGE লক্ষ্য করা যাবে। পাশাপাশি, এই স্মার্ট ফোনটিতে 64MP প্রধান ক্যামেরার সাথে 20MP ওয়াইড সেন্সর সেটআপ এবং 24MP সেলফি ক্যামেরা লক্ষ্য করা যাবে। যদি দামের কথা বলি, তবে দুর্দান্ত এই মোবাইলটির প্রারম্ভিক মূল্য 15,000 টাকা হতে পারে।

বঙ্গবাজারে প্রায় ৬ হাজার দোকান পুড়ে ছাই

1,146 Views

মাহমুদ খাঁনঃ রাজধানীর বঙ্গবাজারে ভয়বাহ আগুনে ছয়টি মার্কেটের পাঁচ থেকে ছয় হাজার দোকান পুড়ে গেছে। দোকান মালিকসহ প্রায় ১৫ থেকে ২০ হাজার পরিবারের সদস্যরা ক্ষতিগস্ত হয়েছে।বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনেক্সকো টাওয়ারের পরিচালক জহিরুল ইসলাম এমনটা দাবি করেছেন।

তিনি বলেন, দৈনিক নোয়াখালী সময়কে বলেন,ঈদ উপলক্ষ এ মাসে মালিকরা মালামাল রির্জাভ করে রেখে ছিল ব্যবসায়ীরা। সবার স্বপ্ন কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে গেলো।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে এসে তিনি এসব কথা গুলো বলেন।জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের কোনো অবস্থা নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ থেকে ২০ হাজার মানুষ কর্মরত ছিলেন। ঈদের আগে সব দোকানে মালামাল তোলা হয়েছিল। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাবে না।’

এর আগে আজ ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। ৫১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এদিকে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিয়েছে। ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া।

প্রায় সাড়ে ছয় ঘণ্টায় কয়েকটি মার্কেটের কয়েক হাজার দোকান পুড়িয়ে নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজার মার্কেটের আগুন। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।