সোনাইমুড়ীতে মাদকের আখড়ায় যুবক খুন, অসি আলম আটক
মাহমুদ খাঁনঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক ও জুয়ার আখড়া খ্যাত ধন্যপুরে ছাদু মহাজন বাড়ীতে মাহবুব হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় খুনি সাদ্দামের পিতা অসি আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৮ নভেম্বর) উপজেলার সোনাপুর ইউপির ধন্যপুর গ্রামের ছাদুু মহাজন বাড়ীতে সকাল সাড়ে ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুব একই ইউপির মেড়িপাড়া গ্রামের নকু মিয়া হাজী বাড়ীর জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, নিহত মাহবুব কিছু দিন মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত মঙ্গলবার জামিনে ছাড়া পেয়ে বাড়ীতে আসে। বুধবারে মাদকের টাকা নিয়ে সাদ্দামের সাথে মেড়িপাড়া ব্রীজের উপরে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রবিবার সকালে খুনী সাদ্দাম মাহবুবকে তার বাড়ী থেকে ধন্যপুর ছাদু মহাজন বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে উভয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম ও তার ভগ্নিপতি চৌধুরী মাহবুবকে চাইনিজ কুরাল ও দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে মাহবুবের মৃত্যু নিশ্চিত করার পর লাশটি গুম করতে টেনে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী জানতে পারায় তারা ব্যর্থ হয়ে অবশেষে লাশ ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মাহবুবের লাশ ও হত্যাকান্ডে ব্যবহার করা একটি দা উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য খুনী সাদ্দামের পিতা অসি আলমকে আটক করে থানায় নিয়ে আসে। স্হানীয়রা জানায়,খুনি সাদ্দাম ও তার পরিবার বিগত ১৪/১৫ পুর্বে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিয়ার চর এলাকা থেকে কাজের সন্ধানে এখানে আসে। মরহুম ছাদু মহাজনের পরিবারের কেউ বাড়ীতে না থাকায় তার মেয়েরা খালি বাড়িটি রক্ষণাবেক্ষণ মর্মে সাদ্দামের পরিবার কে থাকতে দেয়। সেই থেকে তারা এখানে থেকে দিনমজুরির আড়ালে স্হানীয় কতিপয় মাদক কারবারির সাথে সখ্যতার সুবাদে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। দৈনিক নোয়াখালী সময় কে তারা আরো জানান, প্রায় প্রতিরাতেই এখানে মাদকের আখড়া বসে। সেই মাদকের টাকার জন্য জন্য মাহবুব খুন হতে পারে বলে অনেকই ধারনা করছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাফর জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।