মোঃ সাকিব স্টাফ রিপোর্টার:যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ইউনিয়নের মানোরা মাদ্রাসা মাঠে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মহরম আলীর সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি মনোহরগঞ্জ থানার ওসি তদন্ত রিপন বালা, ইউপি সদস্য আলমগীর হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। যে কোন মূল্যে মাদকের ভয়াবহতা প্রতিরোধে এবং এ সমাজ থেকে মাদক দূর করতে হলে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।