নোয়াখালীতে ১০ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ, গ্রেফতার-১

176 Views


নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬)  তুলে এনে ধর্ষণের পর মারধর করে হত্যা করার অভিযো পাওয়া গেছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে মাইজদী রেললাইনের পাশে একটি ব্যাচেলর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বজনেরা হাসপাতাল থেকে কথিত প্রেমিক রায়হানকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করে। সে বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের ডা.আবদুল মোতালেবের ছেলে। নিহত ওই কিশোরী স্থানীয় এক মাদ্রাসর দশম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের পরিবারের অভিযোগ করেন, চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাকিব (২০) ও রায়হান (২১) উদয় সাধুর হাট বাজার থেকে মাদ্রাসা ছাত্রীকে সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে মাইজীবাজারের রেললাইনের পাশে একটি ভাড়া বাসায় নিয়ে কথিত প্রেমিক রায়হানসহ একাধিক তরুণ মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। সকাল ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী কৌশলে তার বড় বোনকে ফোন করে ঘটনাটি জানায়। সে ফোনে বলে আপু আমার সব শেষ হয়ে গেছে। আমারে এখান থেকে নিয়ে যা। আমি মাইজদীর আশে পাশে আছি। তবে একবারে সঠিক ভাবে বলতে পারবোনা কোথায় আছি। আমি পরে তোদের সব বলব। এর পরেই ধর্ষণকারীরা নির্যাতিতা কিশোরীর ফোন বন্ধ করে দেয়  এবং ধর্ষণ শেষে তাকে বেধড়ক মারধর করে হত্যা করে। দুপুর দেড়টার দিকে অভিযুক্ত রায়হান ওই কিশোরীকে স্ত্রী পরিচয় দিয়ে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে ওই কিশোরীর মরদেহ রেখে সে পালিয়ে যাওয়ার সময় হাসপাতাল থেকে নিহতের স্বজনেরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিনকে, পরিবারের ধর্ষণের অভিযোগের বিষয়ে ওসিকে প্রশ্ন করা হলে, তিনি বলেন পরিবার অভিযোগ এটি তাদের বিষয়। মরদেহ ময়নাতন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বর্ষিয়ান রাজনীতিবিদ মওদুদ আহমদের দাফনে লাখো মানুষের অংশ গ্রহণ

153 Views

খাঁন মাহমুদ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর কৃতি সন্তান, বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের ৬ষ্ঠ জানাজা শেষে লাখো মানুষের শ্রদ্ধায় চির নিদ্রায় শায়িত হলেন। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫মিনিটের দিকে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের পারিবারিক  কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। এদিকে জানাজায় অংশ নেয়ার জন্য দুপুরের পর থেকেই কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ও বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে জনসমাগম বাড়তে থাকে। দুপুর ৩টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় কবিরহাট সরকারি কলেজ মাঠ । সেখানে তার তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এর পরেই অ্যাম্বুলেন্সে করে মওদুদ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় সরকারি মুজিব কলেজ মাঠে। সেখানে জানাজা শেষে নিজ বাড়ির দরজায় এই খ্যাতিমান রাজনীতিককে এলাকার সর্বোস্তরের জনগণের শ্রদ্ধা ও ৬ষ্ঠ জানাজা শেষে সমাহিত করা হয়।  এর আগে, সিঙ্গাপুরে ১টি জানাজা ও ঢাকায় দুটি জানাজা শেষে দুপুর ৩টা ১০মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কবিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মওদুদ আহমদের মরদেহ আনা হয়। শুক্রবার সকালে রাজধানীতে দুই দফা জানাজার পর তার নিজ এলাকা নোয়াখালীর কবিরহাটও কোম্পানীগঞ্জে আরো ৩টি জানাজা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী তাকে বাবা-মায়ের পাশে সমায়িত করা হয়। জানাজায় অংশ নেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধরী, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, , কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ দলীয় নেতাকর্মি ও সর্বস্তরের জনগণ। অপরদিকে, মুজিব কলেজ মাঠে জানাজায় অংশ নেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান, সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নাল আবদিন ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনসহ দলীয় নেতাকর্মিও সর্বস্তরের জনগণ।  সময় মরহুমের জন্য দোয়া চেয়েছেন মরহুমের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ। উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার একটি হাসপাতালের হিমঘরে নেয়া হয়। মওদুদ আহমদের ব্যাক্তিগত সহকারি মমিনুর রহমান সুজন জানান, ঢাকার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টার যোগে মরদেহ কবিরহাট উপজেলায় নিয়ে আসা হয়। বাদ জুম্মা কবিরহাট সরকারি কলেজ মাঠ,বিকেল সাড়ে ৪ টায় বসুরহাট সরকারি কলেজ  মাঠ, ৬ টা ১০ মিনিটে মানিকপুরের নিজ বাড়ীর দরজায় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমায়িত  করা হয়। জানাগেছে,মৃত্যুর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ বাবা-মায়ের কবরের পাশে সমায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মওদুদ আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশের পাশাপাশি তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানুষ শোকাহত পরিবেশ সৃষ্টি হয় । অনেকে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস নিয়ে তার রুহের মাগফেরাত করেন। প্রিয় নেতার মৃত্যু স্তব্ধ করে দিয়েছে কোম্পানীগঞ্জবাসীকে। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ- কবিরহাট) থেকেই ব্যারিস্টার মওদুদ আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ ,মেয়ে আনা তাসপিয়া মওদুদ, ২ ভাই- ২ বোন সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যের ভিডিও ভাইরাল

141 Views

মোঃ ইসমাইল হোসেন কিরন, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের নিশ্চয়তা পেয়েই প্রতিপক্ষ প্রার্থীর মা-বাবাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।বুধবার বিকালে এলাকায় এসে স্থানীয় এক বাজারে  মাইকে এই কুরুচীপূর্ণ বক্তব্য দেন  জাহাজমারা ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন। এই সময় তাঁকে স্বাগত জানাতে আসা প্রায় ৫ শতাধিক  নেতা কর্মী উপস্থিত ছিলেন।  পরে তাঁর সমর্থকরা নিজস্ব ফেইজবুক ফেইজে ভিডিওটি শেয়ার করলে মহূর্তে তা ভাইরাল হয়ে যায়।সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নৌকার প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন তাঁর প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাছুম বিল্লাহ এবং তাঁর মা-বাবাকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে অকথ্য  ভাষায় কিছু গালি দিয়ে বলেন, তুই জাইল্লার পোলা, তোর বাবা জিবদ্দশাই আমার পায়ে ধরেছে তিনবার, তোরে ধরামু ৭বার , আমি এই দেশে কি রাজনীতি তোর আমলে করি নি , আমি রাজনীতি করি আজ ২৬ বছর তোর বয়সের সমান আমার রাজনীতি, তুই আইছত আমার সাথে বেলকি বাজী করতি( আবার গালি)। এক মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে পুরোটাই ছিল প্রতিপক্ষকে  গালি ও হুমকি দেওয়া  বক্তব্য। সোশাল মিডিয়ায় বক্তব্যটি ভাইরাল হওয়ার পর অসংখ্য লোকজন এই বক্তব্যের সমালোচনা করে কমেন্টস করেন। এর মধ্যে রাসেল সিকদার নামে একজন কমেন্টস করেছেন, “জাহাজমারা বাসিকে বলতে চাই আপনারা যারা ওনার কাছের লোক ওনাকে চিকিৎসার জন্য পাগলা গারদে পাঠান”, ফজলুল হক নামে এক প্রধান শিক্ষক কমেন্টস করেন যে, “একজন প্রার্থীর ভাষা এই রকম হতে পারে না”। জাহেদ উদ্দিন নামে একজন কমেন্টস করেছেন যে “জাহাজমারা বাসীকে নতুন করে পরিচয় করে দিলেন চেয়ারম্যান সাহেব”। এদিকে চেয়ারম্যান প্রার্থীর গালি দেওয়া ভিডিও সম্পর্কে হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো: ইউছুফ জানান, তিনি গালি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কোন ভাবে কাম্য নয়, এর সাথে হাতিয়ার সর্বস্তরের মানুষের মান সম্মান জড়িত, এই বক্তব্যের পর অনেকে তাকে প্রত্যাখান করছে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাছুম বিল্লাহ বলেন, তিনি আমাকে গালি দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা রাজনীতির শিষ্ট্রাচারের মধ্যে পড়ে না। আমাকে সামাজিক ভাবে ছোট করার জন্য তিনি এই ভাষায় বক্তব্য দিয়েছে।এই ব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এটিএম সিরাজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্ঠা করলে তাঁর মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।উল্লেখ্য প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতিয়ায় ১১টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১১এপ্রিল হাতিয়ায় সাধারন ব্যালেটের মাধ্যমে ভোটগ্রহনের দিন ধার্য করা হয়।

বেগমগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টাকার বিনিময়ে এমপিও করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

271 Views

ক্রাইম রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ নবী মানিকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য, টাকার বিনিময়ে এমপিও এবং নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে ওই শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার পাক মুন্সীরহাট নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অভিভাবক ওমর ফারুক বিকম, সালাহ উদ্দিন, দিদারুল ইসলাম, শেখ মো. রাসেল, লুৎফুর রহেমান বাহার, স্থানীয় বাসিন্দা সালাহ উদ্দিন, রুহুল আমিন খোকন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ নবী মানিক বিদ্যালয়ে যোগদানের পরপরই মো. সোহাগ হোসেন নামের একজন লাইব্রেরিয়ান ও মো. ইউছুপ হোসেন নামের একজনকে সাধারণ শিক্ষক নিয়োগ করেন। এদের মধ্যে মো. সোহাগ হোসেনের লাইব্রেরিয়ান সনদ ভুয়া ও জাল এবং মো. ইউছুপ হোসেন আগে যে বিদ্যালয়ে চাকুরী করতেন সেই বিদ্যালয় থেকে পদত্যাগ করার প্রায় ৪ বছর পর এই বিদ্যালয়ে পূর্বের বিদ্যালয়ের একই ইনডেক্স নাম্বার ব্যবহার করে যোগদান করেন। কিন্তু সরকারি বিধি মোতাবেক দুই বছর পর একই ইনডেক্স নাম্বার ব্যবহার করা যায় না। মানববন্ধনে অভিযোগ করে বক্তারা আরো বলেন, নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক খন্দকার মোহাম্মদ ইদ্রিছ ভুয়া কম্পিউটার সনদ ব্যবহার করে ২০১৬ সালে নিয়োগ প্রাপ্ত হন। এরপর ২০১৮ সালে সরকারী বিধিমালা না মেনে কোন প্রকার বিজ্ঞপ্তি ছাড়া সুমন চন্দ্র নাথ নামে একজন শিক্ষক নিয়োগ করেন প্রধান শিক্ষক ইউনুছ নবী মানিক। ২০১৬ সালে ওই শিক্ষকের যোগদানের তারিখ দেখানো হয়। ২০২০ সালের জানুয়ারীতে পবিত্র ও পরেশ নামের দুইজন শিক্ষক এমপিও ভুক্ত হন। কিন্তু তারা ২০২০ সালের মার্চ মাসে বিদালয়ে আগমন করেন। দুঃখজনক হলেও সত্যি তাদের যোগদানের সাল ২০১৬ সাল। এমনকি কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া হয় তাদের। বক্তারা বলেন, ২০২০ সালের ১৬ মার্চ করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ২৫ মার্চ ২০২০ সারাদেশ লকডাউন হওয়ার পরেও জুন মাসে ওই বিদ্যালয়ে রিংকু নামে নতুন আরেকজন শিক্ষক এমপিও ভুক্ত হন। এই শিক্ষকেরও যোগদানের তারিখ ২০১৬ সাল। কিন্তু রিংকু এখন পর্যন্ত টেকের বাজার উচ্চ বিদ্যালয়ের (প্রাইভেট) প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একজন শিক্ষক একই সাথে দুই বিদ্যালয়ে কর্মরত থাকা সরকারী বিধি বহির্ভূত। প্রত্যেক শিক্ষক নিযোগ প্রক্রিয়া সম্পাদনের জন্য শিক্ষক প্রতি ৫ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক ইউনূছ নবী মানিক। শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষকের দুর্নীতি ও দায়িত্ব অবহেলার কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান প্রতিনিয়তই খারাপ হয়ে যাচ্ছে। এই প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহনের আগে ধারাবাহিকভাবে আমাদের বিদ্যালয় থেকে ১৮জন এ প্লাস পেলেও গত ৩ থেকে ৪ বছর এই বিদ্যালয় থেকে কোন শিক্ষার্থী এ প্লাস অর্জন করতে পারেনি। মানববন্ধনে সহ¯্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহ করে প্রধান শিক্ষক ইউনূছ নবী মানিকের অপসারণ দাবি করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক ইউনূছ নবী মানিককে বিদ্যালয়ে না পেয়ে তার মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ না করায় তার মতামত জানা যায়নি।

মাইজদীতে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনে ডিসি

137 Views

নাসির উদ্দিন মাহমুদ, এডিটর ডেইলী নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে “বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার দুপুরে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও গ্লোব সফট ড্রিংকসের পৃষ্ঠপোষকতায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এ টুনামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সচিব সালাহ উদ্দিন সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের জেলার ১২টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন ও বেগমগঞ্জ ক্রিকেট একাডেমি অংশ নেয়।

সুবর্ণচরে রান্না ঘরে তরুণী ধর্ষণ, ধর্ষক কারাগারে

160 Views

আবদুল কাদের, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর সুবর্ণচরে বাক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত, ফারুক হোসেন (৩০), উপজেলার চরজব্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর হাসান গ্রামের আব্দুল হকের ছেলে।  এর আগে, শুক্রবার ভোর রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অভিযুক্ত ধর্ষককে আটক করে চরজব্বর থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বুধবার (১৭ মার্চ) বাদী হয়ে সুবর্ণচর থানায় মামলা দায়ের করেন। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার সূত্রে জানা যায়, ভিকটিম একজন বাক প্রতিবন্ধী তরুণী এবং ভিকটিমের বাবাও প্রতিবন্ধী। তার মা মানুষের বাড়িতে কাজ করে প্রতিবন্ধী মেয়ে ও স্বামীর সংসার চালায়। প্রতিবন্ধী মেয়েকে গত ২ বছর পূর্বে নোয়াখালী চৌমুহনী এলাকার এক ব্যক্তির সাথে বিবাহ হয়।  বিয়ের এক বছর পর হইতে সে স্বামী প্রতিবন্ধী স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না এবং শ্বশুর বাড়িতেও আসেনা। ধর্ষক ফারুক ধর্ষিত তরুণীর প্রতিবেশী হয়। এক পর্যায়ে বাক প্রতিবন্ধী ওই তরুণীর ওপর লোলুপ দৃষ্টি পড়ে তার। কয়েক মাস আগে একদিন ভুক্তভোগী তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে ফারুক ভিকটিমের রান্না ঘরে ঢুকে রসুন বাটার সময় তরুণীকে পিছন থেকে জাপ্টে ধরে রান্নাঘরের একপাশে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ। মেয়ে প্রতিবন্ধী হওয়ায় চিৎকার দিতে পারে নাই এবং উক্ত বিষয়ে কাউকে কিছু বলতে পারে নাই। গত বুধবার (১৭ মার্চ) সকাল বেলা মেয়ে পেটের ব্যথায় কান্নাকাটি করলে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করলে, সে ইসারা ইঙ্গিতে তার পেটে বাচ্চা রয়েছে বলে জানায়। বাচ্চা কিভাবে আসিল জিজ্ঞাসা করলে সে তার মাকে জানায় ফারুক তাকে ধর্ষণ করেছে। ভুক্তভোগীর পরিবার আলট্রাসনোগ্রাফি করালে জানতে পারে মেয়ে ৩ সপ্তাহ তিনদিনের গর্ভবতী।

শেষ ইচ্ছায় বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন মওদুদ

109 Views

গিয়াস উদ্দিন রনি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর কৃতি সন্তান, বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদকে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে বাবা-মায়ের পাশে চির নিদ্রায় শায়িত করা হবে।শুক্রবার (১৯ মার্চ) সকালের মধ্যেই সমায়িত করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ঢাকার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টার যোগে তাকে কোম্পানীগঞ্জ নিয়ে আসা হচ্ছে।বাদ জুম্মা কবিরহাট সরকারী কলেজ মাঠ,বিকেল ৪ টায় বসুরহাট সরকারী কলেজ  মাঠ, ৫ টা ৩০ মিনিটে মানিকপুরের নিজ বাড়ীর দরজায় নামাজে জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন  করা হবে। মওদুদ আহমদের ব্যাক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান । জানাগেছে,মৃত্যুর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ বাবা-মায়ের কবরের পাশে সমায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে মওদুদ আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারাদেশের পাশাপাশি তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানুষ শোকাহত পরিবেশ সৃষ্টি হয় । অনেকে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস নিয়ে তার রুহের মাগফেরাত করেন। প্রিয় নেতার মৃত্যু স্তব্ধ করে দিয়েছে কোম্পানীগঞ্জবাসীকে। (কোম্পানীগঞ্জ- কবিরহাট) থেকেই ব্যারিস্টার মওদুদ আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ জানান, মওদুদ আহমদের গ্রামের বাড়ীর বাসভবন হোয়াইট হাউজে কেউ থাকে না। মওদুদ আহমদ গ্রামের বাড়ীতে আসলে ওই বাসভবনে অবস্থান করতেন। তার পুরাতন বাড়ীতে চাচাতে ভাই-জেঠাতো ভাইরা বসবাস করছেন। মৃত্যুর সংবাদে অনেক নেতা-কর্মী তাদের বাড়িতে ছুটে গেছেন । দলমত নির্বিশেষে সবার কাছে একজন ভালো মানুষ ছিলেন মওদুদ আহমদ। তার এ শূণ্যতা পুরণ হবার নয় বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে জেলা মহর মাইজদীতে মওদুদ আহমদের জানাজা সম্পন্ন  করার জন্য এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় নেতা-কর্মীদের স্বতঃর্স্ফূত ভাবে জানাজায় অংশ গ্রহণ করার আহবান জানানো হয়। জেলা বিএনপি ও জামায়াতের শোক- ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,বেগমগঞ্জ আসনের সাবেক সংসদ বরকত উল্যা বুলু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সদর আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শাহাজাহান,জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি,জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু গভীর শোক প্রকাশ করেন। বৃহস্পতিবার এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এদিকে জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন,সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক,কোম্পানীগঞ্জ উপজেলা জাময়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন,সেক্রেটারী মাওলানা মোশারেফ হোসেন মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।এক বিবৃতিতে তারা বলেন-মরহুমকে মানুষ হিসেবে জীবনের ভুলগুলো ক্ষমা করে নেজ কাজগুলো কবুল করার জন্য এবং তাকে জান্নাতুল ফেরদাউসেন বাসিন্দা করার জন্য মহান আল্লাহ’র কাছে প্রার্থনা করেন।এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেন। কাদের মির্জার তিন দিনের শোক ঘোষণা-ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন  পৌর মেয়র ,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা।বুধবার রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসে এ শোক ঘোষণা করেন। কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন,কোম্পানীগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।উনার মুত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হইল।তাই বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার বসুরহাট বাজারের সকল ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ কার হইল।এ উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া তিনি পৌরসভা গেইটে মওদুদের মৃত্যুতে শোক জানিয়ে তোরণ নির্মাণ করেন।

কোম্পানীগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ, আগাম জামিন পেল ১শ ৭ নেতাকর্মি

133 Views

কোর্ট রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষেল ঘটনায় পাল্টাপাল্টি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছে ১০৭ নেতাকর্মি।বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৪টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে জামিন আবেদন পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন ও আইনজীবী মোনায়েম নবী শাহীন। আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, তিনটি মামলায় আদালত কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৯৮জনকে ৪সপ্তাহের আগাম জামিন দেয়। তিনি আরো জানান, আদালত এ সময় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বসুরহাটে এসব হচ্ছে টা কি। একই দিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ ৯জনকে আগাম জামিন দিয়েছে।এ সময় আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবী শ্রী সুমন চন্দ্র বণিক। তিনি আরো জানান, দুপুর সাড়ে ৩টার দিকে মির্জা কাদের গ্রুপের ৯জনকে আদালত ১টি মামলায় ৪সপ্তাহের আগাম জামিন দিয়েছে।উল্লেখ্য, গত দেড় মাস ধরে কোম্পানীগঞ্জে মির্জা কাদের ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫টি পাল্টাপাল্টি মামলা হয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ২৭জনকে আটক করে কারাগারে পাটিয়েছে।

রাজাকার পুত্র এখন নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা: বর্ণাঢ্য আনন্দ র‌্যালিতে শাহিন

211 Views

মোহাম্মদ সোহেল, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নোয়াখালীতে আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকেলে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক উকিলের ভাতিজা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিহাব উদ্দিন শাহিন বলেন রাজাকার পুত্র এখন জেলা আওয়ামীলীগ নেত। এরআগে, দুপুর থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। সেখানে এক আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন।

সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় ১২ আ’লীগ নেতাকে রিমান্ড নাকচ করে পিবিআইকে শোন এরেস্টের নির্দেশ

157 Views

লুৎফুল হায়দার চৌধুরী, দৈনিক নোয়াখালী সময় ডট কম: সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় ১২ আ’লীগ নেতাকে রিমান্ড নাকচ করে পিবিআইকে শোন এরেস্টের নির্দেশ দিয়েছে আদালত। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিম ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে ১২জন আসামিকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার দেখানো আসামিরা হলো, কোম্পানীগঞ্জের বাসিন্দা ইউসুফ নবী, আবদুল আমিন, আলমগীর, রাহাত,আজিজুল হক মানিক,ফয়সাল আলম টিটু,বিক্রম চন্দ ভৌমিক,সুজায়েত উল্যাহ, দেলোয়ার, মো.সেলিম,মাসুদুর রহমান। সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে আ’লীগের বিবদমান কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ১৫টি মামলা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মামলায় এ পর্যন্ত ২৭জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। পরে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মালায় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ১২জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পিবিআই নোয়াখালী পুলিশ সুপার মো.মিজানুর রহমান মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ ও গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ১২ আসামিকে শোন অ্যারেস্টের দেখানোর জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ববাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কিরসহ ৭-৮ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির। এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।