ফেনী-লক্ষীপুর মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে যমুনা হাই-ডিলাক্সের গাড়ি চলাচল বন্ধ জনদূর্ভোগ

552 Views

লুৎফুল হায়দার চৌধুরী, দৈনিক নোয়াখালী সময় ডট কম: ফেনী-লক্ষীপুর সড়কের নোয়াখালী চৌমুহনীতে যাত্রীবাহী যমুনা হাই-ডিলাক্স টান্সপোর্টের গাড়ীতে প্রকাশ্যে চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে মালিক সমিতি পরিবহন বন্ধ করে দিয়েছে। এতে ফেনী-লক্ষীপুরের পথে  যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। প্রশাসনের কাছে অভিযোগ করার পরও চাঁদাবাজি অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যমুনা হাই-ডিলাক্স টান্সপোর্টের ৪০টি গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ও মালিকপক্ষ। যমুনা হাই-ডিলাক্স ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুর রহমান মানিক বলেন, ফেনী-লক্ষীপুর মহাসড়কে চলাচলকারী যমুনা হাই-ডিলাক্স টান্সপোর্ট লিমিটেডের গণপরিবহনে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী এলাকায় গত ১৬ ফেব্রুয়ারী সকাল থেকে চিহিৃত চাঁদাবাজ বেলাল ও আমিরের নেতৃত্বে একদল সন্ত্রাস বাহিনী প্রতি গাড়ি থেকে জোরপূর্বক ৫০০ থেকে ৬০০ টাকা চাদাঁ আদায় করে আসছে। ওইদিন বিকালে শ্রমিকরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে চাঁদাবাজ সন্ত্রাসীরা কোম্পানীর ১২টি গাড়ি আটক করে গাড়ির চাবি নিয়ে যায় এবং শ্রমিকদের মারধর করে। ওইদিন সন্ধ্যায় মালিক সমিতি ৯৯৯ নাম্বারে জানালে বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদারের নির্দেশে থানা পুলিশ ও বেগমগঞ্জ টিআই কামরুল ইসলামের সহযোগিতায় গাড়িগুলোর চাবি উদ্ধার করা হয়।পুলিশ প্রশাসনের নজরে ঘটনাটি আসলেও সড়কে চাঁদাবাজি অব্যাহত থাকায় গত ২৩ ফেব্রুয়ারী বেগমগঞ্জ মডেল থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন যমুনা হাই-ডিলাক্স টান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুর রহমান। এরপরও চাঁদাবাজি বন্ধ হয়নি।এদিকে যমুনা হাই-ডিলাক্স ট্রান্সপোর্টের পরিবহনগুলো বন্ধ করে দেওয়ায় ফেনী-লক্ষীপুর রুটের সাধারণ যাত্রীদের র্দুভোগ দেখা দিয়েছে।বুধবার বিকালে যমুনা হাই-ডিলাক্স ট্রান্সপোর্ট লিমিটেড মালিক সমিতির নেতৃবৃন্দ নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক ষোতি খিসার সাথে সাক্ষাৎ করে সড়কে চাঁদাবাজি বন্ধ ও গাড়ি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।বৃহস্পতিবার সকাল থেকে ফেনী-লক্ষীপুর মহাসড়কে যমুনা হাই-ডিলাক্স টান্সপোর্ট লিমিটেডের গণপরিবহন চলাচল শুরু হয়। সকাল ১০টার দিকে আবারো চৌমুহনী প্রধান সড়কে গাড়িগুলো থামিয়ে চাঁদা আদায় এবং থানায় অভিযোগ করায় শ্রমিকদের মারধর শুরু করে চাঁদাবাজরা। এরপর গাড়িগুলো বন্ধ করে দেয় শ্রমিক এবং মালিক পক্ষ। বেগমগঞ্জ মডেল থানার ওসি কারুজ্জামান সিকদার জানান, যমুনা হাই-ডিলাক্স টান্সপোর্টের মালিকদের দুই পক্ষের পার্টনারশীপ নিয়ে সমস্যা আছে। পরিবহনের জিপি উঠানো নিয়ে তাদের বিরোধ তৈরী হয়। আগামীকাল (শুক্রবার) বিকালে তাদের নিয়ে সমাধানের উদ্দেশ্যে বসা হবে।অতিরিক্ত পুলিশ সুপার দীপক ষোতি খিসা জানান, যমুনা হাই-ডিলাক্স কোম্পানীর কয়েকজন মালিক বিষয়টি জানিয়েছেন। বেগমগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে এটা বন্ধ করতে। ওসি বিষয়টি দেখবেন।

কোম্পানীগঞ্জ থানায় পাল্টাপাল্টি ২ মামলায় ৪ আসামী গ্রেপ্তার

320 Views

আবু রায়হান সরকার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: ১৯ ফেব্রুয়ারী পুলিশের উপর চড়াও হয়ে পুলিশের সরকারী কাজে বাঁধা এবং পুলিশের উপর হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার মামলা নং- ২৪, তারিখ- ২০/০২/২০২১ ইং ১৪৩/১৪৭/১৪৮/৩৩২/ ৩৫৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলায় আসামী মোঃ শাহাদাত হোসেন শুভ(২১), পিতা- কামাল উদ্দিন, সাং- রামদি, বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড, ও রাইসুল ইসলাম তপন(২৫), পিতা- আবুল খায়ের, সাং- চরকাঁকড়া, বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ড, সর্বথানা-কোম্পানীগঞ্জ জেলা-নোয়াখালীদের ডিবি পুলিশ গ্রেফতার করেন। গত ২২ ফেব্রুয়ারী কোম্পানীগঞ্জ থানা এলাকায় পুলিশের কতর্ব্য কাজে বাধা প্রদান ও পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল খায়েরসহ এজাহার নামীয় ৫৯ জন ও অজ্ঞাত নামা ২৫০/৩০০ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা নং- ২৫, তারিখ- ২২/০২/২০২১ ইং ।ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/১৮৯/৩৪১/৩৪২/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩-ক রুজু করা হয়। উক্ত মামলায় আসামী ১। রুহুল আমিন(৪৮), পিতা- মৃত নাদরেরজ্জামান, সাং- চরকালী, ০৩নং ওয়ার্ড, ২। আব্দুর রহমান  কচি(৪৫), পিতা- মৃত নুরুল হুদা, সাং- চরকাঁকড়া, ৯নং ওয়ার্ড, ৩। মোঃ শাহাদাত হোসেন  শুভ(২১), পিতা- কামাল উদ্দিন, সাং- রামদি, বসুরহাট পৌরসভা ২নং ওয়ার্ড, ৪। রাইসুল ইসলাম তপন(২৫), পিতা- আবুল খায়ের, সাং- চরকাঁকড়া, বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ড, সর্বথানা-কোম্পানীগঞ্জ জেলা-নোয়াখালীদেরকে ডিবি পুলিশ গ্রেফতার করে আদালতে সোপার্দ করে। উক্ত মামলা ২ টির অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যহত আছে।

বহুল আলোচিত সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় তদন্তে ফুটেজ উদ্ধার হলেও মেমোরী কার্ড উধাও

353 Views

গিয়াস উদ্দিন রনি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী বহুল আলোচিত সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় তদন্তে ঘটনাস্থলে পিবিআই। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইতে হস্তান্তরের করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলার সকল কাগজপত্র নোয়াখালী জেলা পিবিআইতে হস্তান্তর করা হয়। মামলার দায়িত্ব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা। বুধবার দুপুরে পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে একটি তদন্ত দল ওই এলাকা পরিদর্শন করেন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।পিবিআই এর তদন্ত দলটি চাপরাশিরহাট পূর্ব বাজারের ঘটনাস্থল এবং নিহতের বাড়ীতে জান। তারা নিহতের পরিবারের সদস্য, স্থানীয় লোকজন এবং সংঘর্ষের সময় কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেছেন। এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী  জানান, মামলার তদন্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল থেকে তথ্য, ফুটেজ নিয়েছি আরও তথ্য সংগ্রহর করা হবে। আমরা এ মামলার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের চেষ্টা করছি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্রæততম সময়ের মধ্যে এ মামলার তদন্ত সম্পন্ন করতে চেষ্টা করবো। প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষের মুখে পড়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক মুজাক্কির’সহ ৭-৮জন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির। এ ঘটনায় গত মঙ্গলবার সকালে নিহতের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

বাতিওয়ালা আজিজ আল কায়সার টিটুর নেতৃত্বে এম.এ হাসেম কলেজ দেশ সেরা বিশ্ববিদ্যালয় হবে

625 Views

স্টাফ রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজীরহাট এম.এ হাসেম কলেজে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ বই বিতরণ অনুষ্ঠার সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে এম.এ হাসেম কলেজ হল রুমে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ নামক বইটি বিভিন্ন কলেজ প্রধানদের হাতে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও কলেজ গভণির্ং বডির সদস্য মজিবুল হক এম এস সি। এম.এ হাসেম কলেজের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন-এর কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এম.এ হাসেম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজ্জামেল হোসেন ভূঁইয়া সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার ও দৈনিক নোয়াখালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন বাদল, অম্বরনগর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান শাহজালাল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরন, কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছেরাজুল হক, অর্জুনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি, মুক্তিযোদ্ধা ফজলুল হক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইউসিবিএল ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান মোহন, মেরিন ইঞ্জিনিয়ার মো. সেলিম, নোয়াখালী পাবলিক কলেজের অধ্যক্ষ তাকদির হোসেন, বালিয়াকান্দী সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যাপক মমিন উল্যা, লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম, কাজীর হাট স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মমিন উল্যা হানিফ, আতাউর রহমান ভূঁইয়া কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, সমাজসেবী কবির পাটোয়ারী, এম.এ হাসেম কলেজের সহযোগী অধ্যাপক আবুল খায়ের, জহির উদ্দিন আলমঙ্গীর, পার্টেক্স গ্রুপের কর্মকর্তা শামীম আহাম্মেদ, অমিত চঁন্দ্র মজুমদার ও অধ্যাপক তোফাজ্জেল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বাতিওয়ালা আজিজ আল কায়সার টিটুর নেতৃত্বে এম.এ হাসেম কলেজ দেশ সেরা বিশ্ববিদ্যালয় হবে। গভর্ণিং বোডির সভাপতি নির্বাচিত হয়ে শুরু করেছেন বাউন্ডারি ওয়ালের কাজ। এলাকাবাসীর প্রত্যাশা বাবার প্রতিষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটির আদলে গড়ে তুলবেন অজোপাড়া গ্রামের এই ক্যাম্পাসটিকে।

সুধারামের অশ্বদিয়া ইউপির আমিন উল্যাহ উকিল জামে মসজিদ উদ্বোধনে ওয়াজ মাহফিল

475 Views

স্টাফ রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী সদর উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের পুর্ব নুর পুর গ্রামে আমিন উল্যাহ উকিল জামে মসজিদের উদ্ভোধন উপলক্ষে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মসজিদের ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে অশ্বদিয়া ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত চীপ মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট সামি উল্যা। বয়ান পেশ করেন কেরামতিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ আমিনুল্লাহ। বক্তব্য রাখেন, দৈনিক মানব জমিনের স্টাফ রির্পোটার ও দৈনিক নোয়াখালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন মাহমুদ বাদল, মডারেট ছিলেন ওয়ান ব্যাংক কর্মকর্তা মিঠু ও প্রফেসর পারভেভেভেবতকজ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী শিবলী, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম মাহমুদ প্রমুখ। এসময় প্রধান অতিথি নতুন মসজিদের জন্য ১০টি ফ্যান, মসজিদের ঘাটলা, টয়লেট, ওভারেট সোলার লাইট ও পবিত্র কোরআন শিক্ষা দানের জন্য ১টি মাদ্রাসা ভবন করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও সাংবাদিক নাসির উদ্দিন বাদল ১০ হাজার টাকা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু মসজিদের জন্য নগদ ৫ হাজার টাকা ও মাঠ এবং চলাচলের রাস্তা নির্মানের প্রতিশ্রুতি দেন।

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ভোলায় জার্নালিস্ট ফোরামের মানববন্ধন

152 Views

খাঁন মাহমুদ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাটে দলীয় সংর্ঘষ চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে ভোলা জার্নালিস্ট ফোরাম ও কর্মরত সাংবাদিকের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদে সাংবাদিকগণ তাদের বক্তব্যে জানান, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, এটাই স্বাভাবিক। একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়া প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন।কিন্তু কতিপয় পদলেহনকারী সংবাদকর্মী, রাজনীতিবিদ ও কুচক্রিমহলের কারনে আজ সারাদেশের সাংবাদিরা দ্বিধাবিভক্ত। আর এ সুযোগ গ্রহণ করে একটি মহল সাংবাদিকদের উপর হামলা করছে, মামলা করছে, এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে। যা অত্যান্ত নিন্দনীয় ও ঘৃণ্যতম কাজ। জাতির বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না। এসময় সংবাদকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত নোয়াখালীতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেফতার ও শাস্তির দাবী জানান। দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান এর সভাপতিত্বে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফাহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দ্বীপ কন্ঠের সম্পাদক ইউনুস শরীফ, জার্নালিস্ট ফোরামের সাবেক আহ্বায়ক শাহীন কাদের, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হ্যাভেন, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক এম রহমান রুবেল, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ও ভোলা জার্নালিস্ট ফোরামের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হোসেন,বার্তা বাজার প্রতিনিধি অনিক আহমেদ।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ভোলা টাইমস এর ব্যবস্থাপনা সম্পাদক নাজমুল মিঠু, কালবেলার প্রতিনিধি মনিরুল ইসলাম, ভোলা ক্রাইম এর সম্পাদক মারুফ হাসান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এম আলম,ভোলার বাণীর নির্বাহী সম্পাদক জে আই সবুজ, ভোলার কথার সম্পাদক ইলিয়াস চৌধুরী, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ও ভোলা জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান হোসেন,ভোলার বাণীর রিপোর্টার আজিজুল ইসলাম,হোসাইন মোঃ এরশাদ, আমাদের ভোলা ডটকম এর বার্তা সম্পাদক কাজী মহিবুউল্লাহ্, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার মাহে আলম, দৈনিক অধিকার প্রতিনিধি গোপাল চন্দ্র, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মেজবা উদ্দিন টুটুল, জনতার কন্ঠের নির্বাহী সম্পাদক,জামিল হোসেন, ভোলার বাণীর রিপোর্টার আরিফ হোসেন, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি কবির হোসেন,মোমিনুল ইসলাম ফাহাদ,জিহাদ হোসেন প্রমুখ।

নোয়াখালী পৌরসভা উন্নয়নের মহাসড়কে মডেল পৌরসভায় রুপান্তর করছি: মেয়র

376 Views

নিজস্ব প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী পৌরসভার ৭নং ওর্য়াডে উন্নয়নের মহাসড়কে নোয়াখালী পৌরসভা শীর্যক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বদরুল হাছান বাবলুর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩টায় আনোয়ার রাইছ লি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান সোহেল। বিশেষ অতিখি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাসিম উদ্দিন সুনাম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান শামিম, সোনাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি তানভির হোসেন নাহিদ, সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী বাবলু সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।এসময় পৌর মেয়র সোহেল বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে কোন দৃর্নীতিকে আমি প্রশ্রয় দিইনি, নোয়াখালী পৌরসভার দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচন করলে আমি এ পৌরসভাকে শ্রেষ্ঠ মডেল পৌরসভায় উন্নিত করবো।

বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের মতবিনিময় ও ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন

281 Views

বিশেষ প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা ও ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় মিশনার এ বি এম আজাদ।এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন,জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার,সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল প্রমুখ।

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম স্থগিত

107 Views

সেন্ট্রাল ডেক্স, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সমীহের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় হাইকমান্ডের নির্দেশে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, দলীয় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও কেউ কোনো ধরনের রাজনৈতিক উস্কানিমূলক স্ট্যাটাস বা বক্তব্য দিতে পারবে না।

 

সুধারামে আগুনে পুড়ে কয়েক লাখ টাকার মালামাল ছাঁই, নি:স্ব দোকানীর হতাশা

235 Views

মুলতানুর রহমান মান্না, দৈনিক নোয়াখালী সময় ডট কম: জেলার সদর উপজেলার ধর্মপুরে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে নি:স্ব হয়েছে মুদি দোকানী মো. রুবেল। বুধবার রাতের সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় কয়েক লাখ টাকা মূল্যমানের জিনিসপত্র পুড়ে ছাঁই হয়েছে তার। রুবেল হতাশ ও বিষন্ন চিত্তে জানান, এ দোকানটিই ছিল তার পরিবারের একমাত্র রুজি রোজগারের অবলম্বন। এ দোকানের আয় রোজগার দিয়ে তার পরিবারটি মোটামুটি ভাল চললেও হঠাৎ আগুনে পুড়ে বর্তমানে বেকার হয়ে পথে বসেছেন তিনি।ধর্মপুরের ইসহাক তালুকদার এলাকার রুবেল ষ্টোরের মালিক মো. রুবেল বলেন, তার আর কোন সহায় সম্বলও নেই যে আবারো চালান খাঁটিয়ে কিছু করার চেষ্টা করবেন।এছাড়া দোকানে থাকা বাকী পাওনার হিসাবের খাতাপত্রও পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় পাওনাদারদের থেকেও সহজে কোন টাকা পয়সা আদায় করতে পারা নিয়ে সন্দেহ প্রকাশ করে হতাশ হন রুবেল।স্থানীয় সাবেক ইউপি সদস্য কামরুল হাসান এ ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, তিনি পুড়ে যাওয়ায় স্থানটি দেখেছেন। চাল, ডাল, ময়দা, আটা হতে শুরু করে কোন কিছুই অবশিষ্ট নেই। রুবেলের পরিবারের রোজগারের জায়গাটি পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় তিনিও অত্যন্ত মর্মাহত হয়েছেন।