ড. শহিদ উদ্দিন মাহমুদ কামাল, দৈনিক নোয়াখালী সময় ডট কম: মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ন তবে এর একটা মাত্রা রয়েছে। সম্প্রতি ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ প্রসঙ্গে এ মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি বাক স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে বলেন, আমরা সবসময় বাক স্বাধীনতাকে রক্ষা করবো। তবে এরও একটা মাত্রা রয়েছে। আমরা যাদের সঙ্গে একই সমাজে, একই গ্রহে বাস করছি তাদের বিরুদ্ধে আক্রমণমূলক কিছু না করা আমাদের দায়িত্ব। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, কেউ চাইলেই গিয়ে একটি মুভি থিয়েটারে হামলা চালাতে পারে না। সবকিছুরই একটা মাত্রা রয়েছে। ট্রুডো আরো বলেন, আমরা যেরকম বৈচিত্রপূর্ন সমাজে বাস করি আমাদেরকে অবশ্যই আমাদের, প্রতিটি কথা ও কাজের বিষয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে এমন সব সম্প্রদায়ের ক্ষেত্রে সাবধান হতে হবে যারা বড় ধরণের বৈষম্যের স্বীকার হয়। একইসঙ্গে এ বক্তব্যে ট্রুডো ফ্রান্সের সর্বশেষ সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তিনি বলেন, এই সন্ত্রাসীরা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না।
Month: October 2020
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সোনাইমুড়ীতে মানববন্ধব ও বিক্ষোভ
এ বি সিদ্দিক, দৈনিক নোয়াখালী সময় ডট কম: হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ফান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বাদ আছর সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন নগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামে মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তর সহ-সভাপতি মাহমুদুল হাসান হামিদী, সোনাইমুড়ী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী মমিন উল্যা, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাধারণ স¤পাদক মাওলানা আইনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল। তারা ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের সকল পণ্য বর্জন দাবী জানান। বক্তারা আরো বলেন, সরকারের উচিত বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস না রাখা। বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশের পর সংক্ষিপ্ত মুনাজাত শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কুশপুতুল বহন ও পরে তা দাহ করা হয়।
নারীর প্রতি অবমাননা ও ধর্ষনের ঘটনায় নোয়াখালীর মানুষ হিসেবে আমি লজ্জিত: ওবায়দুল কাদের
নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট কম: সেতু মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়। তিনি নির্বাচিত হওয়ার পরও তাকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আ’লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলিনা। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে। দলীয় পরিচয় কোন অপরাধীর পরিচয় বা রক্ষা কবচ হতে পারেনা। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে করে দিচ্ছে।এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। তিনি বলেন, বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাঠ করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শহর কিংবা গ্রামে যেভাবে উন্নয়নের জোয়ার বয়েছে তা জনগণ ভোগ ও চোখে দেখলেও বিএনপি এবং তাদের দোসররা অন্ধ বলে তা দেখেনা। আসলে যাকে দেখতে পারে না তার চলন বাঁকা এ নীতিতে বিশ্বাসী বলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় চৌমুহনী পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ২৪ কোটি টাকা ব্যায়ে চৌমুহনী পৌর পার্ক এবং পৌর বাস টার্মিনালের উদ্ভোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ভার্সুয়াল (সরাসরি) সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। এতে উপস্থিত ছিলেন। বিএমডিএফ এর প্রকল্প পরিচালক হাসিবুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খুরশিদ আলম খান, পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শেখ শাহজান, বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হোসেন চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র মোঃ আনোয়ার হোসেন, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামারুজ্জামান সিকদার, পৌরসভার সচিব মোঃ কাইয়ুম উদ্দিন, প্রকৌশলী জাকির হোসেন। সভা সঞ্চালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সামছুন নাহার। ওবায়েদুল কাদের আরো বলেন, ফেনী-লক্ষীপুর এবং কুমিল্লা-সোনপুর ফোর লেন সহ নোয়াখালীর মানুষের মান উন্নয়নের লক্ষে যে কর্মকান্ড চলছে অতিতে বিএনপি ক্ষমতায় থাকা কালে একশ ভাগের এক ভাগ করেছে কোন প্রমান নেই। এতে তারা কথায় কথায় সরকারের উন্নয়নকে সমর্থন না দিয়ে বিরোধীতা করে আসছে। সরকার তাদেরকে শত্রু ভাবে না, প্রতি পক্ষ ভাবে। দেশের ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগীতা করতে হবে। অন্যথায় তাদের নেতিবাচক রাজনীতির কারনে যেভাবে ইতিহাসের আস্তাকুড়ে পড়েছে তা থেকে উত্তরনের সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, এ সময় তিনি আরো বলেন, উন্নয়ন যতই হোক সব কিছু ম্লান হয়ে যায় দু একটা নেতিবাচক ঘটনা, সম্প্রতি নারীর প্রতি অবমাননা এবং ধর্ষনের যেসব ঘটনা বেগমগঞ্জসহ এ জেলার মানুষ হিসেবে তিনি নিজেই লজ্জিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর রক্ষাকবচ হতে পারে না। উন্নয়নের প্রধান অন্তরায় আইন শৃঙ্খলা, জনগণের আত্ম সামাজিক উন্নয়ন একান্ত ভাবে প্রয়োজন। কিন্তু ইতি মধ্যে দুর্বৃত্তরা নারী নির্যাতন, ধর্ষন, খুন, চাঁদা বাজী, অপহরন, দলবাজী সহ অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে জন জীবন অতিষ্ঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার জনগণের যান মালের নিরাপত্তার স্বার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে ছাড় দিবে না বলে হুশিয়ারী উচ্চারন করেন।
নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের অতিঃ ডিআইজি এডমিন
লুৎফুল হায়দার চৌধুরী, দৈনিক নোয়াখালী সময় ডট কম: ৩১ অক্টোবর শনিবার ‘মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বেলা ১২ ঘটিকায় সুধারাম মডেল থানার ওসি মোঃ নবীর হোসেনের সার্বিক তত্তা স বধানে নোয়াখালী বিআরডিবি কার্যালয়ে উদ্যাপিত হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২০। উক্ত অনুষ্ঠানে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন সভাপতিত্বে এবং জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ ইকবাল হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল আলম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি এ,এইচ,এম খায়রুল আনম চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ এবং নোয়াখালী পৌরসভার পৌর মেয়র মোঃ শহিদ উল্লাহ খান সোহেল ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদলসহ সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) ইকবাল হোসেন কমিউনিটি পুলিশিং এ অবদান রাখার জন্য সনদ বিতরণ শেষে তার বক্তব্যে বলেন, পুলিশ কোন কাজ করলেই মন্তব্য হয়, কিন্তু ভালো না খারাপ তা বিচার করেনা, বাস্তবতা উপলব্ধি করে পুলিশ’কে ভালো কাজের প্রশংসা করে সবাইকে পুলিশকে সহায়তা করার জন্য আহŸান জানান। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ পূর্বক সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অনুরোধ জানান। এ ছাড়া তিনি বলেন তরুণরাই আমাদের সমাজের অহংকার। কিন্তু তারাই অপরাধ কার্যক্রমের সাথে বেশি জড়িত হয়ে পড়ছে। তাদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানান। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম তার বক্তব্যে বলেন, তিনি উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আনন্দিত। বর্তমানে জেলা পুলিশের কর্মকান্ড সন্তোষজনক। এছাড়া কমিউনিটি পুলিশিং এর সদস্যদেরকে যে কোন অপরাধের তথ্য জেলা প্রশাসক ও পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী তার বক্তব্যে বলেন, সম্প্রতি জেলার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ভালো ভূমিকা পালন করছেন। যা প্রশংসনীয় এবং সবাইকে পুলিশকে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ তার বক্তব্যে বলেন- জাতীয় সঙ্গীতের প্রতিটি কথা উপলব্ধি করে দেশকে ভালোবেসে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান। এ ছাড়া কমিউনিটি পুলিশিং এর নাম বিক্রি করে অবৈধ কার্যক্রম না করার জন্য সবাইকে সতর্ক করে দেন। নোয়াখালী পৌরসভার পৌর মেয়র মোঃ শহিদ উল্লাহ খান সোহেল তার বক্তব্যে বলেন- “পুলিশই জনতা জনতাই পুলিশ” এ কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে কার্যক্রম চালানোর অনুরোধ জানান। দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার নোয়াখালী ও দৈনিক নোয়াখালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন বাদল বলেন, রাজনীতিবিদরা জনপ্রতিনিধি হয়ে ভোটারদের সালাম পর্যন্ত নেন না। গ্যাং কালসার ও মামা বাহিনী থেকে বেরিয়ে না আসলে অশুভ সংবাদের পদধ্বনিতে মিডিয়া সরব হয়ে উঠতে বাধ্য হবে। মাদকের যে বিশাল নেট চলছে, এর থেকে কেউ নিরাপদ না। মাদক ব্যাবসায়ীদের এক মোবাইল ফোনে ১-১৫০ কিশোর গ্যাং এসে প্রতিবাদ কারীদের কে আক্রমন করে। বেগমগঞ্জের বহুল আলোচিত বস্থাবন্ধি লাশের সুধারামের ছালেপুর থেকে উদ্ধার করে ২ খুনিকে গ্রেফতার করেন সুধারাম মডেল থানার মোঃ ওসি নবীর হোসেন। বেগমগঞ্জের ঘটনা সুধারাম থানা পুলিশ ডিটাকশান করতে হয় কেন? বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলের মুর্তিমান আতঙ্ক নিজাম বাহিনীকে থানা পুলিশের বাহিরে লক্ষীপুরের র্যাব-১১ এসে মাদক ও অস্র নিয়ে গ্রেফতার করতে হয় কেন? তিনি বলেন, মিডিয়া হাউজের বিনীত আবেদন থাকবে জনপ্রতিনিধিদের ডিউ লেটারে থানার ওসি যেন প্রত্যাহার না হয়। ফ্রন্ট লাইন কোভিড যোদ্ধা হিসেবে এসপি সাহেব, মেয়র সাহেব ও বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহ জাহান বিগত দিনে যে অবদান রেখেছেন, তা সমাজ সেবা ও মানব সেবার কাতারে থাকবেন। তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় ত্যাগি নেতা সুবর্ণচরের উপজেলা চেয়ারম্যান সেলিম ভাই ট্যাকনোকেট মন্ত্রী হচ্ছেন। আমরা তার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, সভাপতির বক্তব্যে সবাইকে দীর্ঘক্ষন ধরে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে আর্থিক লোভ লালসার উর্ধ্বে থেকে এলাকার যে কোন অপরাধের তথ্য প্রাপ্তির সাথে সাথে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান। এতে অপরাধ প্রবণতা কমবে। এ ছাড়া কিশোর গ্যাং রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তিকারী ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীল গ্রেফতার
মনির হোসেন পাটোয়ারী ভুলু, দৈনিক নোয়াখালী সময় ডট কম: ফেনীর সেই পিকলু কুলাঙ্গার! ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীল (৩২) কে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ করায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি “পিকলু নীল” থেকে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে পিকলু নীল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে বিভিন্ন বিদ্রুপ মূলক পোষ্ট করে আসছেন। এসব পোষ্ট ছড়িয়ে পড়লে ফেনীতে ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানায়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ীর আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, ধর্মীয় উস্কানির অভিযোগে পিকলুকে গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মোহাম্মম ছানা উল্লাহ, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর সুবর্ণচরে একটি মাছের প্রজেক্টের পুকুরের পানিতে পড়ে শাবনুর (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর এলাকার রাজুর মেয়ে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের নুরনবীর মাছের প্রজেক্ট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন তার বাবা। এর আগে, সকাল দশটা থেকে ওই শিশু নিখোঁজ ছিল। নিহতের পরিবার বলছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই শিশু মাছের প্রজেক্টের পুকুরে পড়ে যায়। পরে দুপুর ১টার দিকে ওই শিশু পুকুরে ভেসে উঠলে তার বাবা ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিলে মহিলা এমপি’র মত বিনিময়
এ এন মাহমুদ চৌধুরী জুয়েল, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালী সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর এমপি বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী গত শুক্রবার সকালে তার নিজ এলাকা চাটখিল উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নেতা-কর্মীদের সাথে তার নিজ বাড়িতে মত বিনিময় করেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তার সাথে দেখা করতে যান। মত বিনিময়কালে তিনি দেশব্যাপী চলমান ধর্ষণ, দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স মনোভাবকে স্মরণ করিয়ে দিয়ে নেতা-কর্মীদের সতর্ক হওয়ার আহবান জানান। পরে বিকেলে তিনি অসুস্থ সাবেক ১৮নং চাটখিল ইউপির সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো.ইউছুফ মিয়াকে দেখতে তার নিজ বাড়িতে যান। এর আগে গত বুধবার তিনি চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামে যুবলীগ নেতা কর্তৃক ধষর্ণের শিকার দুই নারীকে দেখতে তাদের বাড়িতে যান এবং তাদের ন্যয় বিচার পাওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
নোয়াখালীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, ফুফার বিরুদ্ধে মামলা
গিয়াস উদ্দিন রনি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর মাদরাসা ছাত্রী (১২) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত ফুফার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পিতা। অভিযুক্ত আসামি অজি উল্যাহ (৪৫) উপজেলার চরকিং ওইউনিয়নের ৩নং ওয়ার্ডের গামছাখালী গ্রামের নজির উল্যার ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা চরকিং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে অভিযুক্ত আসামির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ভিকটিম খাসের হাট মাজেদিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার বাবা স্থানীয় সাব বাজারের একজন ব্যবসায়ী। শুক্রবার সকালে তার বাবা ব্যবসার কাজে বাজারে ছিল এবং মা জরুরী কাজে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে যায়। এ সুযোগে বসত ঘরে ঢুকে দূর সম্পর্কের ফুফা তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ছাত্রী শৌর চিৎকার করিলে বাড়ির লোকজন এগিয়ে এলে কৌশলে অভিযুক্ত আসামি পালিয়ে যায়। তদন্ত কাঞ্চন কান্তি দাস জানান, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলার আলোকে পুলিশ আসামিকে গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে। সে বর্তমানে পলাতক রয়েছে।
হাতিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ সাগর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাতিয়া কোষ্টগার্ড। শনিবার (১ নভেম্বর ) ভোরে উপজেলা জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত সাগর উপজেলার ১নং হরনী ইউনিয়নের মজলিসপুর গ্রামের মো. হানিফের ছেলে। কোষ্টগার্ড সূত্র জানায়, মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘদিন থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবার ব্যবসা করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাতে অভিযান চালায় হাতিয়া কোষ্টগার্ডের একটি টিম। পরে জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে সাগরকে আটক করে তার শরীরে তল্লাশি করে ১৮০পিস ইয়াবা পাওয়া যায়। হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আইন অনুযায়ী সাগরকে জব্দ করা ইয়াবাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করবে।
ঘর ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, কিশোর আটক
ক্রাইম রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট কম: নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ ওই ছাত্রীর চাচাতো ভাইকে আটক করেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আটক পিয়াস (২০) উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোবহান বাজার সংলগ্ন দক্ষিণ সাজুনি বাড়ির আনাল হকের ছেলে। এর আগে, শুক্রবার সন্ধ্যায় সোবহান বাজার সংলগ্ন একই বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে অভিযুক্ত আসামিকে আটক করে। ভুক্তভোগীর বাবা জানান, তিনি একজন ব্যবসায়ী। সন্ধ্যার দিকে তিনি ব্যবসার কাজে বাজারে ছিলেন। তার স্ত্রী হাঁস-মোরগকে খোয়াড়ে ঢুকানোর জন্য ঘরের বাহিরে ছিলেন। ওই সময় তার মেয়ে (১৬) দশম শ্রেণীর মাদ্রাসা ঘরে একা থাকার সুবাধে তার ছোট ভাইয়ের ছেলে মো.পিয়াস (১৭) ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়ে বাঁধা দিলে তাকে মারধর করে তার পরেনের জামা কাপড় ছিঁড়ে ফেলে। একপর্যায়ে মেয়ের শৌর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে আমার পরিবারের সদস্যরা এ বিষয়ে অভিযুক্ত পিয়াসের বাবাকে জানালে পিয়াসের বাবা আনাল ও পিয়াস আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে। তিনি আরো জানান, পিয়াস আগে থেকেই তার মেয়েকে প্রায় উত্যক্ত করত। চাটখিল থানার অফিসার ইচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে পিয়াসকে আটক করে। দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।