৪৮ ঘণ্টার হরতালের প্রতিবাদে নোয়াখালীতে শান্তি সমাবেশ মিছিলে পৌর ও জেলা আ:লীগ

113 Views

সময় ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃবিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে নোয়াখালী আওয়ামী লীগ।হরতালে জেলা থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল, দোকানপাট, অফিস-আদালতে কর্মজীবন ছিল স্বাভাবিক।সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *