বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয়৷ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা খন্দকার রুহুল আমিন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিল্লাল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃইসমাইল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সোনাইমুড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, দেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন শাকিলসহ প্রমুখ৷ অভিভাবক সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতনার প্রতি গুরুত্বারোপ করা হয়। এসময় শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন বক্তাগণ। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
সোনাইমুড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ

586 Views
Spread the love