নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসার জন্য অ্যাকটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালের আয়োজনে হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাকটিভ ফাউন্ডেশন ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকার এ চেক হস্তান্তর করেন চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদা খানম শাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।