নোয়াখালী সোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের উৎপাতে অতিষ্ট পৌরবাসী

139 Views

মাহমুদুল হাসান, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃসোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের উৎপাতে অতিষ্ট পৌরবাসী৷নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী স্নান দিঘি। এই স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংদের আড্ডা বেড়ে যাওয়ায় অতিষ্ট সেখানকার মানুষ।গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামিয়া আশরাফিয়া দারুল মা‘আরিফ মাদ্রাসা,সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা সহ সোনাইমুড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক অবিভাবক বলেন, সোনাইমুড়ীতে স্নান দিঘির পাড়ে কিশোর গ্যাংরা নিয়মিত উৎপেতে থাকে। আমরা মাঝেমধ্যে আতঙ্কে থাকি আমাদের বাচ্চাদের নিয়ে কখন যে কোন দুর্ঘটনা ঘটায় এই কিশোর গ্যাংরা। সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশামছুদ্দিন বলেন,কিশোর গ্যাংদের উৎপাত উৎখাত করা জরুরী। দিন দিন তাদের এ বেপরোয়া কার্যক্রম বেড়ে যাওয়ায় অতিষ্ঠ পৌরবাসী৷ এসব কিশোর গ্যাংদের রুখতে না পারলে যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশংকা প্রকাশ করেছেন অনেক অভিভাবক। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পৌরবাসী।সোনাইমুড়ী অফিসার ইনচার্জ মোঃবখতিয়ার উদ্দিন চৌধুরী দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, রবিবার থেকে সরাসরি অভিযান পরিচালনা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *