নোয়াখালীর কোম্পানীগঞ্জে শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপের খননকাজ চালু

88 Views

মোঃরেজাউল করিম রাজু,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের খননকাজ শুরু করেছে বাপেক্স। এ খনন কাজ শেষ হলে জাতীয় গ্রিডে যোগ হবে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস।শনিবার (৪ নভেম্বর) থেকে এ কূপের খনন কাজ শুরু করা হয়েছে বলে বাপেক্স সূত্র নিশ্চিত করেছেন। খনন কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ফজলুল হক, বাপেক্সের প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল, বাপেক্সের চরকাঁকড়া ৩ নম্বর কূপের ড্রিলিং সুপারিন্টেন্ডেট ও ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মো.শোয়েব জানান, কূপটি প্রায় ৩হাজার ৫০০মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এ কূপের খনন কাজ সফল ভাবে সম্পন্ন হলে প্রতিদিন ১০মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। কূপটি খনন কাজের শুরুর দিন থেকে ১২০দিনের (৪ মাস) মধ্যে খনন সম্পন্ন হবে বলে তিনি জানান।অন্যদিকে শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপের খননকাজ শেষে গত ২০১৮ সালের ১৭ জানুয়ারি থেকে এখনো উৎপাদন চলমান রয়েছে। এদিকে ১নম্বর কুপ ২০১২ সালের ১৭মার্চ থেকে উৎপাদন শুরু হয়ে ২০১৬ সালের ১৪ জুন পর্যন্ত গ্যাস উৎপাদন করা হয়েছে। এতে মোট ৯.৯৫ বিসিএফ গ্যাস উৎপাদন হয়েছে। এতে উৎপাদনের জন্য প্রকল্প ব্যয় হয় ৫৯.৭০ কোটি টাকা।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৮ জানুয়ারি শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি উৎপাদনের যাবার পর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *