কুতুবের হাট বাজারে আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে

138 Views

মোঃরেজাউল করিম রাজু, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী কুতুবের হাট বাজারে রাস্তা নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবেলায়েত হোসেন সোহেল৷ ১৬ সেপ্টেম্বর ২০২৩ই রোজ শনিবার সকালে বাজারে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়৷কুতুবের হাট বাজারে কেন্দ্রীয় শাহী জামে মসজিদ সংলগ্ন মেন রাস্তা হতে উত্তরে ১০০ মিটার পর্যন্ত মসজিদ হতে পশ্চিমে ৫০ মিটার পর্যন্ত ও মধ্যে বাজার ৯০ মিটার বেকারি গলি মাছবাজার রাস্তাসহ ও একই প্রকল্পে ড্রেণ ২টি টয়লেট ২টি নিমাণসহ ৭টি কাজ মোট ৬৮ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে নিমাণ করা হচ্ছে।আর সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ করা হলে ঐ এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হবে।এসময় আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবের হাট বাজার ব্যবসায়ী পরিচলনা কমিটির সভাপতি মোঃ হাজ্বী সামছুল হক, সাধারণ সম্পাদক মোঃসোহেল,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃকামরুজ্জামান মিরণ,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃমফিজুর রহমান,মোঃআনোয়ার ভূঁইয়া,মোঃশাহাব উদ্দিন,মোঃশফি,বাজার ব্যবসায়ী মোঃশাহাদাত হোসেন মামুন,রামিম জোবায়ের,মোঃবাহার,কুদ্দুস,ইমাম উদ্দিন,জেবালক,নুর ইসলাম,বাজার ব্যবসায়ী মিজানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *