সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

54 Views
সুবর্ণচর প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো.জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২)। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানায়, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। একই বাড়ির তাদের পাশাপাশি ঘর। সকালে তারা মক্তব্যে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্ত তারা মক্তব্যে না গিয়ে সকাল সোয়া ৭টার দিকে দিকে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে উঠে। ওই সময় মসজিদের পাশ ঘেষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে শিশু গুরুত্বর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেছে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছেলের হাতে বাবা খুন”চট্টগ্রামে ৮ খন্ড লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

40 Views

বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ঝোপের ভিতর লাগেজ ভর্তি মস্তক বিহীন লাশের আট খন্ড উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তির নাম পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গত শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিবিআই বিষয়টি নিশ্চিত করে জানায়, ইপিজেডের আকমল আলী রোডের আবর্জনায় ভরা খালে পাওয়া ৫৮ বছর বয়সী এই ব্যক্তির নাম মো. হাসান। তিনি বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বরইতলি এলাকার সাহাব মিয়ার ছেলে। মরদেহের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।৮ খন্ডের লাশ।পিবিআই কর্মকর্তারা জানান, ৩০ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর ১ বছর আগে ফিরে এলে পরিবারের সাথে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিরোধ বাধে। সেই থেকে স্ত্রী ও দুই সন্তান তাকে তার পরিকল্পনা করে।স্ত্রী ছেনোয়ারা বেগম ও সন্তান মোস্তাফিজ আটকের পর পিবিআই এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার করেছে।পলাতক অন্য এক সন্তানকে আটকের জন্য অভিযান চলছে।পিবিআই চট্টগ্রাম নগর অঞ্চলের ইন্সপেক্টর মহিউদ্দিন সেলিম জানান, পারিবারিক সহিংসতা শিকার নিহত ব্যক্তি মোঃ হাসানের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে।তার পরিবার থাকে ইপিজেড আকমল আলী রোডের বাসায়। প্রায় ৩০ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর হাসান এক বছর আগে পরিবারের কাছে ফিরে আসে।এরপর থেকে স্ত্রী সন্তানদের সাথে সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দেয়।এর জের ধরে স্ত্রী দুই ছেলেকে নিয়ে হাসান পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর করার জন্য লাশ গুম করার জন্য কেটে ৯ টুকরো ৮ টুকরো লাগজে ভরে মস্তক এক জায়গায় এবং লাগেজ ভর্তি আট টুকরো অন্য জায়গায় ফেলে দেয়।পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফতাব হোসেন দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন,গত বৃহস্পতিবার রাতে পতেঙ্গা ১২ নম্বর ঘাট সংলগ্ন রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত একটি লাগেজটি পাওয়া যায়। যাতে একটি লাশের খণ্ডিত অংশগুলো পাওয়া যায়। এর মধ্যে হাত-পায়ের আটটি খণ্ডিত অংশ ছিল।হাত-পাগুলো আট টুকরো করে কেটে টেপ মুড়িয়ে লাগেজে ভরা হয়েছিল। লাগেজের ভেতর শার্ট এবং লুঙ্গিও ছিল বলে জানা যায়

সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা কমিটি গঠন

111 Views

আনোয়ারুল হায়দার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ জনপ্রিয় দৈনিক পত্রিকা সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ এর নোয়াখালী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর পুরাতন ভবন মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়।এই উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সমকালের নোয়াখালী জেলা প্রতিনিধি-সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা শাখার উপদেষ্টা অনোয়ারুল হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ কাজী মোঃ রফিক উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নোায়াখালী জেলা শাখার সাবেক কমান্ডার এবিএম ফজলুল হক বাদল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বাদশা মিয়া, অধ্যক্ষ মোহাম্মদ হানিফ,নারী অধিকার জোট নোয়াখালী জেলা শাখা সভাপতি অধ্যক্ষ লায়লা পারভীন,নারী নেত্রী ও এসোগড়ি উন্নয়ন সংস্থার পরিচালক ফারজানা কাউছার তিথি, নারী নেত্রী রৌশন আক্তার লাকী,বিশিষ্ঠ লেখক ও গবেষক মোঃ ফখরুল ইসলাম।এতে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইফুল ইসলাম, আখি আক্তার, নুরুল আফসার রিগান, রওনক জাহান, মোঃ রফিকুল ইসলাম, ফৌজিয়া নাজনিন সহ প্রমুখ।সভা শেষে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আনোয়ারুল হায়দার। ঘোষিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোঃ শাহ আলম, সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ হানিফ, এবিএম মহি উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক লায়লা পারভীন ও ফারজানা কাউছার তিথি, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, অর্থ সম্পাদক মোর্শেদা খানম মনি, সহ-অর্থ সম্পাদক আখিঁ আক্তার, দপ্তর সম্পাদক নুরুল আফসার রিগান, সহ-দপ্তর সম্পাদক মোঃ আশিক, সাহিত্য সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক কামরুন নাহার রিনা, প্রচার সম্পাদক সারা তাসনিম, সাংস্কৃতিক সম্পাদক সামস ইবনে আলী ডিউ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সজল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক রওনক জাহান, সহ-ক্রীড়া সম্পাদক ফাহমিদা আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ চন্দ্র সাহা, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসফাকুন নেছা জেবিন, নারী বিষয়ক সম্পাদক ফৌজিয়া নাজনীন, সহ-নারী বিষয়ক সম্পাদক তানজিলা নাজলী, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া হোসেন জেবা, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক রেহনুমা আক্তার রিপা, পাঠচক্র সম্পাদক রাবেয়া খাতুন।নির্বাহী সদস্যরা হচ্ছেন ঃ ড. মোঃ মুশফিকুর রহমান, ফনিদ্র কুমার দাস, মোঃ ইসমাইল হোসেন, শামছুর রহমান মোহন, মোঃ বাদশা মিয়া, মোঃ হুমায়ুন কবির, নুসরাত জাহান রহিমা, আহম্মেদ আকবর শওকত ভূইয়া, মোঃ শাহ জাহান, ডাঃ সোপান চন্দ্র দেবনাথ, সঞ্জয় কুমার দাস, সাইদুজ্জামান, মিসেস রাবেয়া বেগম, মোশফেকা বেগম, মোঃ আবদুর রহিম, সিফাত জাহান সিনু, ইসরাত জাহান প্রমি, সাউদা সিলমী, ফয়সাল ইসলাম রুপু, রেদওয়ান উল্যা, নিশি রানী শীল, আবদুল বাসেদ।

নোয়াখালীতে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

58 Views
গিয়াস উদ্দিন রনি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
বৃহত্তর নোয়াখালীতে একদফা দাবি আদায়ে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ফেনীর রামপুর সওদাগর পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করণ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে কুমিল্ল-ফেনী-মীরসরাই-চট্রগ্রামে রোর্ডমাচ সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্ট্যার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।সভায় বক্তারা, এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবরের রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে সর্বস্তরের নেতাকর্মিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ৩ হাজার ৯শ ৫০ টন ইলিশ যাচ্ছে ভারতে

62 Views

মাহমুদ খাঁন,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃদুর্গাপূজা উপলক্ষ্যে ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার মধ্যে প্রথম দিনে বেনাপোল বন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের সাড়ে ৪৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। যার ১০ ডলার মূল্যে প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হচ্ছে।ভারতে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। আর ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানের নাম এস আর ইন্টারন্যাশনাল, নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বারখা বিকাশ ট্রেড এজেন্সি।এদিকে বন্দর থেকে মাছ রপ্তানি করতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন এমি এন্টারপ্রাইজ ও গনি অ্যান্ড সন্স নামে দুইটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।বেনাপোল কাস্টমসে কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৩ হাজাট ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।যার মধ্যে প্রথম দিনে ১২টি ট্রাকে সাড়ে ৪৫ টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এবং আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ দেওয়া হয়েছে।বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানির নির্দেশনা দেওয়া আছে। এছাড়া সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ সমাপ্ত হবে বলেও জানান তিনি।

বেগমগঞ্জে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

101 Views
বদিউজ্জামান তুহিন,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২৩)।
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।এর আগে, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর টিভি সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। একপর্যায়ে আটক নজরুলের ভাষ্যমতে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি এবং রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, দুই অস্ত্রধারী তরুণের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে  নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ডা. সুমনা ইসলামের মামলায় নোয়াখালী জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব গ্রেফতার

398 Views

নাসির উদ্দিন বাদল, দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃনোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিমের দেওয়া পরোয়ানায় গ্রেফতার করেছে নোয়াখালী র‌্যাব। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে সুধারাম থানায় সোপর্দ করার পর পুলিশ বুধবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতে চালান করেন।একই দিন আহসান হাবিবের আইনজীবী ঢাকার আদালতে আত্মসমর্পণ করার স্বার্থে জামিনের প্রার্থনা করেন। আদালত ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য ৫ হাজার টাকার মুচলেকায় ১৫ দিনের জন্য তাকে জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, আহসান হাবিবের স্ত্রী ডা. সুমনা ইসলাম তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা করে বহু বিবাহের অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে মামলা দায়ের করেন। আদালত নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে বারবার সমন দিলেও তিনি আদালতে হাজির না হওয়ায় ১০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সানজিদা আফরিন নোয়াখালীর পুলিশ সুপারের কাছে প্রেরণ করেন। সেই পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, আইন অনুযায়ী এখন ওই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হবে এবং পরবর্তীতে সরকারি বিধিমতো ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীকে বারবার ফোন করেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে:শাহজাহান

83 Views
বিশেষ প্রতিনিধি,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ করেছে নোয়াখালী জেলা বিএনপি। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠন  এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় এ সরকারকে দিতে হবে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃশাহজাহান।সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় এ সরকারকে দিতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এ মৃত্যু বৃথা যাবেনা, এ মৃত্যুর অনেক মাশুল আপনাকে এবং আপনার দলকে দিতে হবে। এ সময় দেশের স্বার্থে এ সরকারকে পদত্যাগ এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃশাহজাহান বলেন, যে পুলিশ গুলি করে তার কাছে আমরা জবাব চাইবো না, আমরা জবাব চাইবো তার পিছনে কে আছে, তার কাছে। আমরা মৃত্যুর জন্য তৈরী হয়েছি, যে মানুষ মৃত্যুর জন্য তৈরী হয়, সে বোমার থেকেও শক্তিশালী। ৫ অক্টোবরের রোড মার্চের পর দাবি না মানলে, দাবি মানার জন্য যে কাজ টুকু করার দরকার, আগামীতে সে কাজ করে, আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করব। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই হবে।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃসলিম উল্যাহ বাহার হিরণ,সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
 

বেগমগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

720 Views
রিপন মজুমদার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃ
নোয়াখালীর বেগমগঞ্জে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ফিরোজ আলম (৪৭) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ির আব্দুল কাদেরের ছেলে এবং তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এর আগে, শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ আলম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন। দুই মাস আগে দেশে ফিরেন। পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেন।বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টাল কে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সুধারামে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক অধিবেশন

64 Views

আবু রায়হান সরকার,দৈনিক নোয়াখালী সময় ডট.কমঃগ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগীতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের আয়োজনে রবিবার বিকালে কালিতারা মুসলিম গার্লস একাডেমী অডিটোরিয়ামে সাইবার স্পেসে সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য শিউলি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো: জাহাঙ্গীর।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান পাঠান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, কালিতারা মুসলিম গার্লস একাডেমী প্রধান শিক্ষক,মোহাম্মদ দেলোয়ার হোসেন।সভায় সংগঠনের সদস্যরা স্লাইড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার স্পেসে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে এবং নিরাপদভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের তরুণরা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়তে তাদের অবদানগুলো লক্ষ্যণীয়। এরা সম্ভাবনাময়, তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।”সচেতনতার মাধ্যমেই সমাধান মিলবে” এই বিশ্বাস বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের সংগঠন “নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স”।পরে সকল শিক্ষার্থী, অতিথি ও সদস্যরা একইসাথে বাঁশি বাজিয়ে যারা সাইবার অপরাধের সাথে যুক্ত, প্রতিনিয়ত সাইবার স্পেসে ছড়িয়ে দিচ্ছে বিষবাষ্প তাদের উদ্দেশ্যে হুশিয়ারী সংকেত প্রদান করা হয়।